বাংলাদেশ সংবিধান
বিভিন্ন চাকুরীর পরীক্ষায় বাংলাদেশ সংবিধান একটি গুরুত্বপূর্ণ টপিক। প্রতি বছর বাংলাদেশ সংবিধান থেকে কোন না কোন প্রশ্ন এসেই থাকে। আজকের পর্বে আমরা সংবিধানের গৃরুত্বপূর্ণ
অনুচ্ছেদও কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আমা করছি এগুলো অপনাদের কাজে আসবে।
PDF file: সংবিধান
সংখ্যা বিষয়
১= সংবিধানের প্রস্তাবনা
২ = সংবিধানের ভাষা (বাংলা ও ইংরেজি)
8 = সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি
৭ = সংবিধানের তফসিল সংখ্যা
১১ = সংবিধানের ভাগ
১৭ = সংবিধানের সংশোধনী
৩৪ = সংবিধান প্রণয়ন কমিটির সদস্য
৪৭ = খসড়া সংবিধান প্রণয়নে বৈঠক সংখ্যা
৭৩= গণপরিষদে পেশকৃত খসড়া সংবিধানে পৃষ্ঠার সংখ্যা
৮২ = হস্তলিখিত মূল সংবিধানের পৃষ্ঠার সংখ্যা
১৫৩= সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা
৩০৯ = হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষরকারীর
৪০৩ = গণপরিষদের সদস্য সংখ্যা
সংবিধন সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
সংবিধান কি?
সংবিধান হলো লিখিত দলিল বা আইন কানুন যা দুষ্পরিবর্তনীয়। একটি দেশের যাবতীয় কার্যাবলী সংবিধানের মাধ্যমে পরিচালিত হয়।
বাংলাদেশের সংবিধানের নাম কি
উত্তরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান( The constitution of the people Republic of Bangladesh.)
বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি
উত্তরঃ ৪টি। গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা
সংবিধানের সংশোধনী
উত্তরঃ ১৭ টি
১৯৭২ সালের সংবিধানের বৈশিষ্ট্যি
উত্তরঃ ১৯৭২ সালের গৃহীত সংবিধানে ১ টি প্রস্তবনা, ১১ টি ভাগ, ১৫৩ টি অনুচ্ছেদ এবং ৪ টি তফশিল সন্নিবেশিত ছিল।( বর্তমানে তফসিল ৭ টি)
বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি
উত্তরঃ ১৫৩ টি
১৯৭২ সালের সংবিধানের মূলনীতি কয়টি/ সংবিধানের মূলনীতি?
উত্তরঃ ৪টি
বাংলাদেশের সংবিধানের ধারা সমূহ
উত্তরঃ ১৫৩ টি
সংবিধানের সংশোধনী সমূহ
আরো পড়ুনঃ
বাংলাদেশের সংবিধানের সংশোধনী সমূহ এর বিস্তারিত আলোচনা
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২;পদ্মা সেতু বিশ্বের কততম সেতু
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন
বাংলাদেশের আয়তন কত ২০২২ অনুযায়ী জেনে নিন
The Padma bridge paragraph For SSC/HSC 250 word
বাংলাদেশ সংবিধান
সংবিধান
প্রথম ভাগঃ প্রজাতন্ত্র
অনুচ্ছেদঃ ১. প্রজাতন্ত্র
অনুচ্ছেদঃ ২. প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা
২ক. রাষ্ট্রধর্ম
অনুচ্ছেদঃ ৩. রাষ্ট্রভাষা
অনুচ্ছেদঃ 8. জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক
৪ক. জাতির পিতার প্রতিকৃতি
অনুচ্ছেদঃ ৫. রাজধানী
অনুচ্ছেদঃ ৬. নাগরিকত্ব
অনুচ্ছেদঃ ৭.সংবিধানের প্রাধান্য
৭ক. সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ
৭খ. সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য
দ্বিতীয় ভাগ : রাষ্ট্র পরিচালনার মূলনীতি
অনুচ্ছেদঃ ৮. মূলনীতিসমূহ
অনুচ্ছেদঃ ৯. জাতীয়তাবাদ
অনুচ্ছেদঃ১০. সমাজ ও শোষণমুক্তি
অনুচ্ছেদঃ১১.গণতন্ত্র ও মানবাধিকার
অনুচ্ছদঃ ১২.ধর্মীয় নিরপেষতাও ধর্মীয় স্বাধীনতা
অনুচ্ছেদঃ ১৩. মালিকানা নীতি
অনুচ্ছেদ ১৪ : কৃষক ও শ্রমিকের মুক্তি
অনুচ্ছেদ ১৫. মৌলিক প্রয়োজনের ব্যবস্থা
অনুচ্ছেদ ১৬ : গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন’ ও কৃষি বিপ্লব’
অনুচ্ছেদ ১৭ : অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা
অনুচ্ছেদ ১৮: জনস্বাস্থ্য ও নৈতিকতা
১৮(ক) পরিবেশ এবং জীববৈচিত্র্’ সংরক্ষণ’ ও এর উন্নয়ন
অনুচ্ছেদঃ১৯: সুযোগের সমতা
অনুচ্ছেদ ২০ : অধি’কার’ ও কর্তব্য’’’ রূপে’’ কর্ম।
অনুচ্ছেদ ২১ : নাগরিক ও সরকারী কর্মচারীদের বার্তব্য
অনুচ্ছেদঃ ২২ নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগ পৃথকীকরণ
অনুচ্ছেদ ২৩ঃ জাতীয় সংস্কৃতি
অনুচ্ছেদ ২৪ঃ জাতীয় স্মৃতি নিদর্শন ও প্রকৃতি
অনুচ্ছেদ ২৫ঃ আন্তর্জাতিক শান্তি’’,এবং নিরাপত্তা’’’, ও সংঘতি বিষয়ক উন্নয়ন।
বাংলাদেশ সংবিধান
তৃতীয় ভাগঃ মৌলিক অধিকার {২৬-৪৭(ক)}
অনুচ্ছেদ২৬: মৌলিক ধিকারের সাথে অসামঞ্জপূর্ণ আইন বাতিল।
অনুচ্ছেদ ২৭: আইনের দৃষ্টিতে সমতা।
অনুচ্ছেদ ২৮: ধর্ম প্রভৃতিকারণে বৈষম
২৮(ক)নারী পুরুষের অমান অধিকার।
অনুচ্ছেদ ২৯: সরকারী নিয়োগ লাভের সুযোগের সমতা
অনুচ্ছেদ ৩০: বিদেশী খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ
অনুচ্ছেদ ৩১: আইনের আশ্রয় লাভের অধিকার।
অনুচ্ছেদঃ৩২ জীবন ও ব্যক্তি স্বাধীনতা অধিকার রক্ষা
অনুচ্ছেদ ৩৩.আটক ও গ্রেফতার সম্পর্কে রক্ষাকবচ।
অনুচ্ছেদঃ৩৪ জববদস্তি শ্রম নিষিধকরণ
অনুচ্ছেদঃ৩৫.বিচার ও দন্ড সম্পকে রক্ষণ
অনুচ্ছেদ ৩৬ঃ চলা ফেরার স্বাধীনতা
অনুচ্ছেদঃ ৩৭.সমাবশের স্বাধীনতা
অনুচ্ছেদঃ ৩৮. সংগঠনের স্বাধীনতা
অনুচ্ছেদঃ৩৯. চিন্তাও বিবেশের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা
অনুচ্ছেদ ৪০: পেশা বা বৃত্তির স্বাধীনতা
অনুচ্ছেদ ৪১: ধর্মীয় স্বাধীনতা
অনুচ্ছেদ ৪২. সম্পত্তির অধিকার
অনুচ্ছেদ ৪৩. গৃহ ও যোগাযোগের রক্ষণ
অনুচ্ছেদ ৪৪: মৌলিক অধিকার বলবৎকরণ
অনুচ্ছেদ ৪৫. শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন!
অনুচ্ছেদ ৪৬. দায়মুক্তি বিধানের ক্ষমতা
অনুচ্ছেদ ৪৭: কতিপয় আইনের হেফাজত
৪৭ (ক) সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজতা
নোটঃ মৌলিক অধিকার – ১৮ টি ( ২৭-৪৩) ও ৪৬
গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সমূহঃ
অনুচ্ছেদ ৪৯: রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার।
অনুচ্ছেদ ৫১ঃ রাষ্ট্রপতির দায় মুক্তি
অনুচ্ছেদ ৫৪ঃ রাষ্ট্রপতির অনুপুস্থিতিতে রাষ্ট্রপতি পদে স্পিকার।
অনুচ্ছেদ ৬০ঃ স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা।
অনুচ্ছেদ ৫১ঃ সবাধি সর্বাধিনায়কতা
অনুচ্ছেদ ৬৩ঃ যুদ্ধ ঘোষণা। (জাতীয় সংসদের অনুমতি ক্রমে রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করতে পারেন।)
অনুচ্ছেদ ৬৪: জাতীয় সংসদ প্রতিষ্ঠা বা গঠন
অনুচ্ছেদ ৭০. ফ্লোর ক্রসিং
অনুচ্ছেদ ৭৫ঃ কার্যপ্রণালী বিধি, কোরাম প্রকৃতি
অনুচ্ছেদ ৭৭ : ন্যায়পাল
অনুচ্ছেদ ৮০ : আইন প্রণয়ন পদ্ধতি
অনুচ্ছেদ ৮১: অর্থ বিল
অনুচ্ছেদ ৮৭: বার্ষিক আর্থিক বিবৃতি।
অনুচ্ছেদ ৯৩ঃ অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা
অনুচ্ছেদ ৯৪ঃ সুপ্রিম কোর্ট গঠন
অনুচ্ছেদ ৯৭ঃ অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগে
অনুচ্ছেদ ১০৭: সুপ্রিম কোর্টের বিধি প্রায়ণ ক্ষমতা
অনুচ্ছেদ ১১৪ : অধঃস্তন আদালত প্রতিষ্ঠা
অনুচ্ছেদ ১১৭ঃ প্রশাসনিক ট্রাইবুনাল
অনুচ্ছেদ ১১৮: নির্বাচন কমিশন গঠন, প্রতিষ্ঠা
অনুচ্ছেদ ১২২ ঃ নাম ভোটার তালিকায় নাম অন্তভূক্তির যোগ্যতা
অনুচ্ছেদ ১২৭ঃ মহা হিসাব নিং নিরীক্ষক পদের প্রতিষ্ঠা
অনুচ্ছেদ ১৩৩ঃ নিয়োগ ও কর্মের শর্তাবলী
অনুচ্ছেদ ১৩৭ঃ সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা
অনুচ্ছেদঃ১৪০. সরকারি কর্মকমিশনের দ্বায়িত্ব।
অনুচ্ছেদঃ১৪১(খ) জরুরী অবস্থ ঘোষণা
অনুচ্ছেদঃ ১৪২ সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা
অনুচ্ছেদঃ১৪৫. চুক্তি ও দলিল
১৪৫(ক). আন্তজাতিক চুক্তি
অনুচ্ছেদঃ১৪৬. বাংলাদেশের নামে মামলা
অনুচ্ছেদঃ১৪৮. পদের শপথ
অনুচ্ছেদঃ১৫০. বিপদকালীন ও অস্থায়ী বিধানাবনী ”
আশা করি আমাদের পোষ্ট বাংলাদেশ সংবিধান এর অনুচ্ছেদ আপনাদের ভাল লেগেছে।