বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি চাকুরি সহ বিসিএস পরীক্ষাায়
সংবিধানের সংশোধনী সমূহ
থেকে প্রশ্ন এসে থাকে। এখানে সংক্ষিপ্ত ও গুরুত্ব আকারে সংবিধানের সংশোধনী সমূহ এর তালিকা দেওয়া হয়েছে। আশা করছি এই লেখাগুলো আপনাদের কাজে দিবে।
সংবিধান সংশোধনী
প্রথম সংশোধনী:
গৃহীত হয়ঃ ১৫ জুলাই ১৯৭৩
বিষয়বস্তুঃ
• যুদ্ধঅপরাধী সহ অন্যান্য গণবিরোধীদের বিচার নিশ্চিত করা।
• সংবিধানের ৪৭নং অনুচ্ছেদে দুইটি উপ- অনুচ্ছেদের সংযোজন।
২য় সংশোধনী:
গৃহীত হয়ঃ ২০ সেপ্টেম্বর ১৯৭৩
বিষয়বস্তুঃ
• সংবিধানের জরুরী অবস্থা ঘোষণার বিধান সংযোজন’
• সংবিধানের ৯(ক) ভাগ সংযোজন।
৩য় সংশোধনী
গৃহিত হয়ঃ ২৩ নভেঘর ১৯৭৪
বিষয়বস্তুঃ
• বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি সীমান্ত চুক্তি [১৬মে১৯৭8]
• সিটমহল বিনিময় অনুযোদন
• বেরুবাড়িকে ভারতের নিকট হস্তান্তর,
৪র্থ সংশোধনী:
গৃহীত হয়: ২৫ জানুযারী ১৯৭৫।
বিষয়বস্তুঃ
• সংসদীয় সরকার পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি চালু করণ।
• বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি প্রবর্তন। (বাকশাল গঠন)
• রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের মেয়াদ বৃকিরণ জাতীয় অংসদের আমিতকরণ।
• উপ রষ্ট্রপতির পদ সৃষ্টি
• সুপ্রীম কোটের বিচারকদের অপসারণ ক্ষমতা রাষ্ট্রপতির উপর নাস্ত।
Note: ১৯৯২ সলে সংবিধানের দাদ্বশ সংশোধনীর মাধমে এ সংশোধনীর উল্লেখযোগ্য দিক বাতিল করা হয়।
The Padma bridge paragraph For SSC/HSC 250 word
সংবিধানের সংশোধনী সমূহ
পঞ্চম সংশোধনী
গৃহীত হয়: ৬ এপ্রিল ১৯৭৯
বিষয়বস্তুঃ
• খন্দকার মোষক আহমেদ ও জিয়াউর রহমানের সামরিক শাসনের বৈধতা দান।
• এক দলীয় রাজনীতির পরিবর্তে বহুদলীয় রাজনীতি প্ৰবতন।
• সুপ্রীম কোটের বিচারকদের অপসারণ ক্ষমতা ইডিশিয় জুড়িশিয়াল কাউন্সিল এর উপর নাস্ত।
• সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন
• সংবিধানের চার মূলনীতিতে পরিবর্তন।
Note: এ সংশাধনী ইন্ডেমনিটি অধাদেশ নামেড পরিচিত। এ সংশোধনীকে সংবিধানিক বিচ্যুতি হিসেবে অভিহিত করা হয়।
৬ষ্ঠ সংশোধনীঃ
গৃহীত হয়: ৮ জুলাই ১৯৮১
বিষয়বস্তুঃ
• উপরাষ্ট্রপতি পদ হতে রাষ্ট্রপতি পদ নির্বাচনের বিধান নিশ্চিতকরণ।
• রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, ও উপমন্ত্রীর পদকে অলাভজনক পদ হিসেবে গণ্য করা।
৭ম সংশোধনীঃ
গৃহীত হয়ঃ নভেম্বর ১৯৮৬
বিষয়বস্তুঃ
• হোসেইন মোহাম্মদ এরশাদ এর সামরিক শাসনের বৈধতা দান।
• সুপ্রিম কোটের বিচারকদের অবসর বয়স সীমা ৬২ থেকে ৬৫ বছরে বৃদ্ধি করণ
৮ম সংশোধনী
গৃহীত হয়ঃ ৭ জুন ১৯৮৮
বিষবস্তুঃ
• সংবিধানে বর্ণিত Bengali শব্দটি পরিবর্তিত করে Bangla করণ।
• রাজধানী ঢাকার ইংরেজী বানান Dacca থেকে Dhaka পরিবর্তন!
• রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতি দান।
• ৬টি বিভাগীয় জেলা শহরে হাইকোটের স্থায়ী বেঞ্চ স্থাপন।
৯ম সংশোধনীঃ
গৃহীত হয়ঃ ১০ জুলাই ১৯৮৯
বিষবস্তুঃ
• রাষ্ট্রপতি পদের সাথে একই সময়ে উপরাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠান।
• রাষ্ট্রপতি পদে কোন ব্যক্তিকে পর পর দুই মেয়াদে সীমাবদ্ধকরণ।
১০ম সংশোধনীঃ
গৃহীত হয়ঃ ১২ জুন ১৯৯০
বিষবস্তুঃ
• রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে সংবিধানের বাংলা ভাষ্য পরিবর্তন
• জতীয় অংসদে ৩০টি সংরক্ষিত আসন ১০ বছরের জন সংরক্ষণ।
১১ তম সংশোধনীঃ
গৃহীত হয়ঃ ৬ আগস্ট ১৯৯১
বিষয়বস্তুঃ
• প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অস্থায়ী ‘রাষ্ট্রপতি বা উপ-রাষ্ট্রপতি হিসেবে নিয়োগের বৈধতা দান
• অস্থায়ী রাষ্ট্রপতি বা উপ-রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের স্বপদে ফিরে যাবার বৈধতা দান
দ্বাদশ সংশোধনীঃ
গৃহীত হয়: ৬ আাস্ট ১৯৯১
বিষয়বস্তুঃ
• রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি বাতিল করণ।
• সংসদীয় সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তন।
• উপষ্ট্রপতি পদ বিলুপ্তকরণ
• জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নিবাচন।”
১৩তম সংশোধনীঃ
গৃহিত হয়ঃ ১৭ মার্চ ১৯৯৬
বিষয়স্তুঃ
• নিদলীয় তত্বাবধারক সরকার ব্যবস্থা প্রবর্তন।
Note: এটি ছিল নির্বাচনকালীন সরকার ব্যবস্থা। এর সরকারের সদস্য সংখ্যা ছিল ১১ জন। সরকারের প্রধান ছিলেন প্রধান উপদেষ্টা।
চতুদশ সংশোধনীঃ
গৃহীত হয়ঃ ১৬মে ২০০৪
বিষয়বস্তুঃ
• রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি সংরক্ষণ।
• সুপ্রিম কোটের বিষরবদের অবসর বয়স সীমা ৬৫ থেকে ৬৭ বছরে বৃদ্ধি করণ
• পিএসসিচ চেরারমান ও সদস্যদের অবসর সময়সীমা বৃধি করণ!
• জাতীয় সংসদে ৪৫ টি আসন মহিলাদের জন্য সরক্ষিত ১০ বছরের জন্য বৃদ্ধি করণ
সংবিধানের সংশোধনী সমূহ
পঞ্চদশ সংশোধনীঃ
গৃহীত হয়: ৩০ জুন ২০১১
বিষয়বস্তুঃ
• ৭২ এর সংবিধানের মূল নীতি প্রবর্তন
• নিদলীয় তত্বাবধারক সরকার ব্যবস্থা বাতিল
• রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন
• অবৈধ ক্ষমতা দখলকীদের জন্য সবোর্চ্চ শাস্তি
• বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি
• সংবিধানে নতুন তিনটি তফসিল সংযোজন। (৫ম. ৬ষ্ঠ, ৭ম)
• সংবিধনে বঙ্গবন্ধুর ৭ মার্চ এর ভাষণ, স্বাধীনতার ঘোষণা এবং মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র সংযোজন
• সংবিধানের মৌলিক বিষয়াবলী সংশোধন অযোগ্য।
• পরিবেশ অধিকারের স্বীকৃতি
• উপ উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদাসের সংস্কৃতির সবজনীন স্বীকৃতি
• জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন ৪০ থেকে ৫০ এ বৃদিধ করণ (
ষোড়শ সংশেধনীঃ
গৃহীতঃ ২৭সেটেম্বর ২০১৪
বিষয়বস্তুঃ
সুপ্রিম কোটের বিচারকদের অভিশংসন বা অপসারণ মতা জাতীয় সংসদের উপর ন্যাস্ত।
সপ্তদশ সংশোধনী:
গৃহীতঃ৮ জুলাই ২০১৮
বিষয়বস্তু:
জাতীয় সংসদে মহিলাদের জন্য ৫০টি সংরক্ষিত আসন ২৫ বছরের জন্য সংরক্ষণ।
সংবিধানের সংশোধনী সমূহ পড়ে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।