পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২;পদ্মা সেতু বিশ্বের কততম সেতু

Table of Contents

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২

পদ্মা সেতু যার পুরো নাম পদ্মা বহুমুখী সেতু। দেশের বৃহত্তম এই সেতুটি বাংলাদেশের মুন্সীগঞ্জ ও মাদারীপুর এবং শরীয়তপুর এই তিন জেলার মধ্যে অবস্থিত।মাদারীপুরের শিবচর; মুন্সীগঞ্জের মাওয়া; এবং শরীয়তপুরের জাজিরা এলাকায় পদ্মা ব্রহ্মপুত্র, মেঘনা নদীর অববাহিকায় বাংলাদেশের সবচেয়ে বড় সেতু নির্মাণ করা হয়েছে ।দেশের সবচেয়ে বড় সেতুটি নির্মাণে কাজ করছেন প্রায় চার হাজার মানুষ। কাজের তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। সেতুটি ২০২২ সালের ২৫ জুন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই সেতুর ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এর সাথে উত্তর-পূর্ব অংশের সংযোগ ঘটবে। এতে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের চাকা ঘুরবে বলে দাবি বিশ্লেষকদের।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২

দ্বিতল বিশিষ্ট ইস্পাত এবং কংক্রিট দিয়ে তৈরি, সেতুটির উপরে একটি চার লেনের রাস্তা এবং নীচে একটি একক রেলপথ রয়েছে। দেশের সর্ববৃহৎ এই সেতু নির্মাণ কাজের জন্য ৯১৭ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে।

পদ্মা সেতু বাজেট:

বর্তমানে বাংলাদেশ সরকার পদ্মা সেতু নিজস্ব অর্থায়ন করছে। ২০০৬ সালে প্রথম পদ্মা সেতুর পরিকল্পনা করা হয়েছিল। সেই সময় সেতু নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছিল ১০,১৬১কোটি টাকা। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেতুতে রেল সংযোগের পরিকল্পনা নেয়। এতে মোট ব্যয় বাড়িয়ে ধরা হয় ২০ হাজার ৫০৮ কোটি টাকা। পরবর্তীতে সেতু সংশিষ্ট কাজে এই ব্যয় বাড়িয়ে ৬ হাজার কোটি টাকায় উন্নীত করা হয় যার ফলে মোট ব্যয় দাড়ায় ২৬ হাজার ৭৯৩ কোটি টাকা। ২০১৬ সালে এই ব্যয় আরও বেড়েছে ১৪০০ কোটি টাকা, যার ফলে মোট ব্যয় আবার বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকায়।পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২

মোবাইল ফোনের দাম 2022 বাংলাদেশ স্যামসাং ফোনের দাম
মধু খাওয়ার উপকারিতা ও কিছু নিয়ম জেনে নিন

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২

1. প্রশ্নঃ পদ্মা সেতু প্রকল্পের নাম কি?
উত্তরঃ পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

2. প্রশ্নঃ পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৬.১৫ কিমি।

3. প্রশ্নঃ পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তরঃ ৭২ ফুট চার লেনের রাস্তা।
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
বঙ্গবন্ধু ও বাংলাদেশ রচনা; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা
4. প্রশ্নঃ পদ্মা সেতুতে রেললাইন কোথায় বসানো হবে
উত্তরঃ নিচে।

5. প্রশ্নঃ পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তর: ৩.১৮ কিলোমিটার।

6. প্রশ্নঃ পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তর: উভয় প্রান্তে 14 কিলোমিটার।

7. প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্প কত কিলোমিটার শাসন করেছে?
উত্তর: উভয় দিকে ১৪ কিলোমিটার।

8. প্রশ্নঃ পদ্মা সেতু প্রকল্পের মোট ব্যয় কত?
উত্তর: মূল সেতুতে ২৬ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।

9. প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পে নদী ব্যবস্থাপনার ব্যয় কত?
উত্তরঃ ৬ হাজার ৭০৬ কোটি ৭১ লাখ টাকা।

10. প্রশ্নঃ পদ্মা সেতু প্রকল্পে জনবল কত?
উত্তর: প্রায় ৪ হাজার।

11. প্রশ্নঃ পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তর: ৮১টি।

12. প্রশ্নঃ পদ্মা সেতুর উচ্চতা পানির স্তর থেকে কত?
উত্তর: 60 ফুট।

13. প্রশ্ন: পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তর: ৩৮৩ ফুট।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২

14. প্রশ্ন: প্রতিটি স্তম্ভের জন্য কয়টি পাইলিং?
উত্তর: ৬টি।

15. প্রশ্ন: পদ্মা সেতুতে কী থাকবে?
উত্তরঃ গ্যাস, বিদ্যুৎ এবং অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।

16. প্রশ্নঃ পদ্মা সেতু কী প্রকার সেতু?
উত্তর: কংক্রিট ও স্টিল দিয়ে দ্বিতল এই সেতুটি নির্মাণ করা হয়েছে।

17. প্রশ্নঃ পদ্মা সেতুর পিলারের সংখ্যা কত?
উত্তর: ৪২।
বঙ্গবন্ধুর জীবনী সাধারণ জ্ঞান;বঙ্গবন্ধু রচনা;সাধারণ জ্ঞানpdf
18. প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পের জন্য কোন কোম্পানিটি চুক্তিবদ্ধ?
উত্তর: চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২
19. প্রশ্নঃ পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানো হয় কবে?
উত্তর: ৩০ সেপ্টেম্বর,২০১৬।

20. প্রশ্ন: শেষ / ৪১তম স্প্যানটি কোথায় স্থাপন করা হয়েছে?
উত্তরঃ ১২ ও ১৩ নম্বর খুঁটিতে।

21. প্রশ্নঃ প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য কত?
উত্তর: ১৫০ মিটার।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২

22. প্রশ্ন: সংযোগকারী স্থানগুলো কি কি?
উত্তরঃ মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা।

23. প্রশ্নঃ পদ্মা সেতুর কাজ কত সালে শুরু হয়?
উত্তর: ২০১৪ সালের ডিসেম্বরে।
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ; বিভিন্ন চাকুরীর পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২
পদ্মা সেতু বিসিএস
24. প্রশ্নঃ পদ্মা সেতুর শেষ স্প্যানটি কোন দিনে বসানো হয়?
উত্তরঃ বিশ্ব মানবাধিকার দিবসে।

25. প্রশ্নঃ নদীর উপর বিশ্বের প্রথম দীর্ঘতম সেতু?
উত্তরঃ পদ্মা সেতু।

26. প্রশ্নঃ পদ্মা সেতুর নির্মাণ কাজ কবে শেষ হবে?
উত্তর: ২০২২ সালের জুনে।

27. প্রশ্ন: 41টি স্প্যান ইনস্টল করতে কত দিন সময় লাগে?
উত্তরঃ ৩ বছর ২ মাস ১০ দিন।

28. প্রশ্নঃ কয়টি জেলাকে সংযুক্ত করেছে?
উত্তরঃ মোট ২৯টি ।

29. প্রশ্নঃ কোন প্রতিষ্ঠান পদ্মা সেতুর নকশা করেছে?
উত্তরঃ AECOM
30. পদ্মা সেতুর উদ্বোধন হবে কবে?
উত্তরঃ ২০২২ সালের ২৫ জুন

নববহ্নি
পদ্মা সেতুর পিলার কয়টি
পদ্মা সেতু কত কিলোমিটার

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২
পদ্মা সেতু বিশ্বের কততম সেতু
পদ্মা সেতু উদ্বোধন

Check Also

পরিবেশ কাকে বলে

পরিবেশ কাকে বলে। পরিবেশ কত প্রকার ও কি কি

পরিবেশ কাকে বলে এমন জিনিস যা আমাদের চারপাশ তৈরি করে এবং আমাদের পৃথিবীতে বেঁচে থাকতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *