ইসলামী বইঃ সুন্দর জীবন গঠনে সহায়ক কিছু বই

Table of Contents

ইসলামী বই

ধর্ম হচ্ছে আমাদের জীবন বিধান । জীবনকে সুন্দর করে সাজাতে ধর্মীয় আদর্শের বিকল্প নাই । পৃথিবীর সকল ধর্মই আমাদের ভালো মানুষ ও সুন্দর জীবন গঠনের পথ দেখায় । সকল ধর্মের মধ্যে ইসলামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম ও জীবন বিধান । ধর্ম ও ধর্মীয় জ্ঞান চর্চার জন্য ও বই পুস্তক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । ধর্মীয় জ্ঞান অর্জন ও সুন্দর জীবন গঠন ও চর্চার জন্য আমাদের বেশি বেশি ইসলামী বই পড়া উচিত ।

যে কোন পাবলিকেশন্সের বই কিনতে যোগাযোগ করুনঃ
NoboBohni
অথবা 01518351952 ( What’s App)
আজকে সিয়ান পাবলিকেশনস আপনাদের জন্য নিয়ে এসেছে ইসলামী বই এর সমাহার ।

ইসলামী বইঃ দি ডিভাইন রিয়ালিটি

হামজা জার্জিস
পৃষ্ঠাঃ ৩২৮
দামঃ ২৯৫

null

ইসলামী বই ডিভাইন রিয়েলিটি
ইসলামী বই ডিভাইন রিয়েলিটি

‘দি ডিভাইন রিয়ালিটি’ নাস্তিকতা বিষয়ক একাডেমিক বই। কোন্দল-দ্বন্দ্বে না জড়িয়ে অতি সুচারু রূপে নাস্তিকদের যাবতীয় প্রশ্ন, ভণ্ডুল মতামত এবং বিতর্ক অপনোদন করেছেন ইংরেজি ভাষার লেখক উস্তাদ হামজা জর্জিস। বাংলাভাষায় এবং বাংলাদেশে নাস্তিকদের বিষয়াদি নিয়ে বুদ্ধিবৃত্তিক বই প্রকাশের নিমিত্তে আপাত-দৃষ্টিতে নাস্তিকেরা কিছুটা দমে থাকলেও এখনো পুরোপুরি ‘নিষ্কাশণ’ সম্ভব হয়ে ওঠেনি; কোনো একটা মতবাদ সমাজে স্থান পেয়ে গেলে তার ভ্রান্তির রেশ ধরে সমূলে উপড়ে ফেলা সম্ভবও না। এই নিমিত্তে উস্তাদ হামজা জর্জিসের বইটি শুধু নাস্তিকদের দমাবার জন্য নয়, আমাদের ঘরে-বাইরে ভাই-বন্ধুরা যারা সংশয়ে ভুগছে, নাস্তিকদের প্রোপাগাণ্ডাগুলো শুনে শুনে প্রভাবিত হয়ে পড়ছে, তারা ‘দা ডিভাইন রিয়ালিটি’ পড়ে ঠাণ্ডা মাথায় বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন। ইসলামের সুমহান জীবনদর্শন ও সুমার্জিত ব্যবস্থাপনায় নিজেকে সঁপে দিয়ে নিশ্চিন্ত হবার প্রয়াস গ্রহণ করতে ‘দা ডিভাইন রিয়ালিটি’ হবে উত্তম সহযোগী।

ইসলামী বইঃ স্রষ্টা ধর্ম জীবন

ড, বিলাল ফিলিপস
পৃ্ষ্ঠাঃ ৮৪
মূল্যঃ ১১০ টাকা

স্রষ্টা ধর্ম জীবন
স্রষ্টা ধর্ম জীবন

অনেক নৃ-তাত্ত্বিকের মতে
ধর্ম বহু-ঈশ্বরবাদ থেকে ধাপে ধাপে একেশ্বরবাদের দিকে ধাবিত হয়েছে। এই প্রক্রিয়ার প্রথমদিকে মানুষ প্রাকৃতিক শক্তির উপর দেবত্ব আরোপ করত এবং ধীরে ধীরে সকল অতি প্রাকৃতিক শক্তিকে দুইটি প্রধান দেবতা (একজন ‘মঙ্গল’-এর দেবতা ও অপরজন ‘অমঙ্গল’-এর দেবতা) হিসেবে কল্পনা করে এবং শেষ পর্যন্ত একেশ্বরবাদের ধারণায় উপনীত হয়।

সুতরাং তাদের মতে, ধর্ম কোনো স্বর্গীয় উৎস থেকে আসেনি বরং তা আদিম মানুষের বৈজ্ঞানিক জ্ঞানের অভাবপ্রসূত কুসংস্কারের ফসল মাত্র। এসব তাত্ত্বিকগণের মতে, বিজ্ঞান একসময় প্রকৃতির সকল ঘটনার গোপন রহস্য উন্মোচন করে ধর্মকে অকার্যকর প্রমাণ করবে এবং ফলশ্রুতিতে ধর্মের বিলুপ্তি ঘটবে।

অথচ এক চূড়ান্ত সত্তায় বিশ্বাসের ক্ষেত্রে মানুষের জন্মগত বৈশিষ্ট্য উপরোক্ত মতের বিপরীত মতকেই সমর্থন করে; আর তা হলো মানুষ শুরুতে একত্ববাদের ওপরেই ছিল কিন্তু সময়ের সাথে সাথে বহু ঈশ্বরবাদী হয়ে পড়ে। যেসব তথাকথিত আদিম গোত্র আবিষ্কৃত হয়েছে তাদের মাঝেও একজন চূড়ান্ত সত্তায় বিশ্বাসের প্রমাণ মেলে।

ইসলামী বইঃআকিদাহ আত-তাওহীদ

ড, সালিহ আল ফাওযান

পৃষ্ঠাঃ ২৫৬
মূল্যঃ ৪৫০

আকিদাহ আত-তাওহীদ
আকিদাহ আত-তাওহীদ

জাহান্নামের সর্বনিম্ন স্তরের বাসিন্দা যারা…

আভিধানিকভাবে ‘নিফাক’-এর মূল ধাতুর অর্থ হলো ইঁদুর জাতীয় প্রাণীর গর্তের অনেকগুলো মুখের একটি মুখ। তাকে কোনো এক মুখ দিয়ে খোঁজা হলে অন্য মুখ দিয়ে সে বেরিয়ে যায়।

নিফাক প্রথমত দুপ্রকার হয় :

১. বিশ্বাসের ক্ষেত্রে নিফাক
২. আমল বা কর্মের ক্ষেত্রে নিফাক

বিশ্বাসের নিফাকি হলো বড় নিফাকি। এটা তখন হয়, যখন কোনো ব্যক্তি বাহ্যিকভাবে নিজেকে মুসলিম হিসেবে প্রকাশ করে; কিন্তু মনের মধ্যে কুফরি গোপন রাখে। এটা মানুষকে দীন ইসলাম থেকে সম্পূর্ণ বের করে দেয়। পরিণতিতে সে জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিজের জায়গা করে নেয়।

আল্লাহ সূরা আল-বাকারাহর শুরুতে তিন শ্রেণির লোকদের কথা বর্ণনা করেছেন : মুমিন, কাফির ও মুনাফিক়। মুমিনদের সম্পর্কে চারটি আয়াত, কাফিরদের সম্পর্কে দুটি আয়াত এবং মুনাফিক়দের সম্পর্কে তেরটি আয়াত অবতীর্ণ করেছেন।

মুনাফিকদের সংখ্যাধিক্য, সমাজে তাদের নিফাক-এর ব্যাপক প্রাদুর্ভাব এবং ইসলামের ব্যাপারে মুসলিমদের জন্য তারা ভয়ানক ফিতনা সৃষ্টির কারণেই তাদের ব্যাপারে এত বেশি আলোচনা করা হয়েছে।

মুনাফিকদের কারণে মুসলিম জাতির উপর অনেক বেশি বিপদ-আপদ আপতিত হয়, কেননা ইসলামের শত্রু হওয়া সত্ত্বেও তারা সমাজে মুসলিম হিসেবে পরিচিত এবং তাদেরকে অনেক সময় ইসলামের বন্ধুও ভাবা হয়।

তারা এমন সব উপায়ে ইসলামের শত্রুতা করে থাকে যা দেখে বাহ্যিকভাবে মনে হতে পারে যে, তারা ইসলামের খেদমত করছে। ফলে অজ্ঞ লোকেরা মনে করে যে, এ হলো তাদের দ্বিনি ইলমের প্রচারণা ও সমাজ সংশোধনমূলক কাজ। অথচ বাস্তবে তা তাদের মূর্খতা ও ফাসাদ সৃষ্টি বৈ কিছু নয়।

এ ধরনের নিফাক আবার ছয় ভাগে বিভক্ত। এর কোনো একটিও যদি কারও মধ্যে পাওয়া যায়, তবে খাঁটি মুনাফিক হিসেবেই সাব্যস্ত হবে এবং তার স্থান হবে জাহান্নামের নিম্নতম স্তরে। যথা :

(ক) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মিথ্যা সাব্যস্ত করা,

(খ) তাঁর আনীত শারিআহর কোনো অংশকে মিথ্যা প্রতিপন্ন করা,

(গ) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি বিদ্বেষ পোষণ করা,

(ঘ) তাঁর আনীত শারিআহর কোনো অংশের প্রতি বিদ্বেষ রাখা,

(ঙ) তাঁর আনীত দীনের পরাজয়ে খুশি হওয়া,

(চ) তাঁর আনীত দীনের বিজয়ে অখুশি হওয়া কিংবা মনে কষ্ট অনুভব করা।

ইমাম মালিক (রহ.) বলেন, এই জাতির পরবর্তী প্রজন্ম কেবল সেই উপায়েই নিজেদেরকে সংশোধন করতে পারবে, যে উপায় অবলম্বন করে জাতির প্রথম প্রজন্ম নিজেদেরকে সংশোধন করেছিলেন। আর এ কথা বলার অপেক্ষাই রাখে না যে, সেই উপায়টির সর্বপ্রধান অনুষঙ্গ হলো বিশুদ্ধ আকীদা-বিশ্বাস।

আরব বিশ্বের প্রতিথযশা আলিম ড. সালিহ আল ফাওযান তার ‘আকীদাহ আত-তাওহীদ’ বইয়ে আকীদা-বিশ্বাসের মৌলিক বিষয়গুলো সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষের জন্য বোধগম্য করে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন। ইসলাম সম্পর্কে মৌলিক ধারণা রাখার জন্য অসাধারণ একটি বই। অনুবাদ করেছেন, বাংলাদেশের প্রখ্যাত আলিম ড. মানযুরে ইলাহী।

ইসলামী বইঃএক

ড, বিলাল ফিলিপস
পৃষ্ঠাঃ ২৩২
মূল্যঃ ৩৯৫ টাকা

এক
এক

তাওহিদ ও শির্কের প্রকারভেদ
সৃষ্টির পূর্বাবস্থা
জাদুটোনা সম্পর্কিত বিধান
ভাগ্য গণনা, রাশিচক্র ও জিনদের জগৎ
পির আউলিয়া ও কবর পূজা
আল্লাহর সাথে মিলিত হওয়া
ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে এই বই টিতে ।

ইসলামী বইঃ কুরআন বোঝার মূলনীতি

জিয়াউর রহমান মুন্সী, ড. আবু আমিনাহ বিলাল ফিলিপস
পৃষ্ঠাঃ ৩১২
মূল্যঃ ৩৪০ টাকা

কুরআন বোঝার মূলনীতি
কুরআন বোঝার মূলনীতি

পাবলিকেশন : সিয়ান পাবলিকেশন
বিষয় : আল-কুরআন—তরজমা তাফসির আলোচনা, ইসলামের মৌলিক বিষয়

বইটিতে থাকছে ,
প্রান্তিকতা থেকে উত্তরণ
গঠনমূলক সমালোচনা
সঠিক উপলব্ধির পাথেয়

ইসলামী বই

Check Also

বঙ্গবন্ধুর কবিতা

বঙ্গবন্ধুর কবিতা। ১৫ আগস্ট নিয়ে কবিতা

বঙ্গবন্ধুর কবিতা বঙ্গবন্ধুকে নিয়ে ছোট কবিতা কবিতা লিখেছেন: আতিক সিয়াম কবিতার নাম: বাংলার শ্রেষ্ট সন্তান …