জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কবিতা ও উক্তি

Table of Contents

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কবিতা

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার জাদুকরী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী। শেখ হাসিনাকে নিয়ে কবিতা

লিখেছেনঃ আতিক সিয়াম

আরো পড়ুনঃ বঙ্গবন্ধুর কবিতা। ১৫ আগস্ট নিয়ে কবিতা

কবিতার নামঃ বীর কন্যা শেখ হাসিনা

আজ এক দেশ রত্ন এ দেশ কন্যার গল্প বলি
যে হাজার বছরে একজনই আসে ।
এক দিশেহারা জাতির কথা বলি,
যারা পিতাকে হারিয়েছিলো শেষে ।

সেই পিতা হারা নেতৃত্বহীন জাতি
উত্তাল সমুদ্রে পায়না খুজে কূল ।
নিঃস্ব সে জাতি ভুলে রীতি নীতি ,
পথ খুজে পেতে আকুল ।

অতপর তিনি এলেন ,
তিনি এলেন পিতার পথে পথ মিলিয়ে
আলোর পথ খুজে দিতে ।
তিনি এলেন,
রুদ্ধ শিকল ভেঙ্গে গলিয়ে ।
জাতিকে আপন করে পেতে ।

..

তিনি সাজালেন ,
জাগিয়ে দিলেন স্বপ্ন দেখা শেখালেন ।
গড়বে স্বপনের জাতি ।
তিনি রাঙ্গালেন ,
আলোয় রাঙ্গালো জাতি ,
জালিয়ে নিশিতে আলোর বাতি ।

জাতি ফিরে পেলো প্রাণ ,
শুনে সে বয়ান ,
দেশ সাজাতে যায় ।
রাখিতে আত্মমান ,
গায় জয়গান ।
উর্ধ পানে ধায় ।

আমি বঙ্গকন্যার কথা বলছি ,
বলছি দেশকন্যা শেখ হাসিনার কথা ।

আরো পড়ুনঃ বৃষ্টি নিয়ে কবিতা। জীবন নিয়ে কবিতা
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন

bangabandhu sheikh mujibur rahman paragraph
Bangabandhu Sheikh Mujibur Rahman

আমাদের সাথ যুক্ত হতে পরেন নববহ্নি

শেখ হাসিনাকে নিয়ে কবিতা
শেখ হাসিনার কবিতা

Check Also

বঙ্গবন্ধুর কবিতা

বঙ্গবন্ধুর কবিতা। ১৫ আগস্ট নিয়ে কবিতা

বঙ্গবন্ধুর কবিতা বঙ্গবন্ধুকে নিয়ে ছোট কবিতা কবিতা লিখেছেন: আতিক সিয়াম কবিতার নাম: বাংলার শ্রেষ্ট সন্তান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *