কোণ কাকে বলে কত প্রকার ও কি কি সন্নিহিত কোণ কাকে বলে

Table of Contents

কোণ কাকে বলে

দুটি সরলরেখা আড়াআড়িভাবে বা তির্যকভাবে পরস্পরের সাথে মিলিত হলে কোণ উৎপন্ন হয়।

কোণের প্রকারভেদঃ

কোণ বিভিন্ন প্রকার হতে পারে, যেমনঃ সমকোণ, সূক্ষ্মকোণ, স্থুলকোণ, সরলকোণ, প্রবৃদ্ধকোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, বিপ্রতীপ কোণ, সন্নিহিত কোণ, অন্তর্ভুক্ত কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ, অন্তঃস্থ কোণ এবং বহিঃস্থ কোণ।
জ্যামিতি কাকে বলে? জ্যামিতি শব্দের অর্থ কি
সন্নিহিত কোণ কাকে বলে
প্রবৃদ্ধ কোণ কাকে বলে
একান্তর কোণ কাকে বলে
পূরক, বিপ্রতীপ, বহিঃস্থ, অন্তঃস্থ কোণ কাকে বলে
kon kake bole
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান জেনে নিন;
সমকোণঃ যে কোণের পরিমাণ ৯০ হয় ডিগ্রি তাকে সমকোণ বলে। কোণটি দেখতে যেরকমই হোক না কেন এর পরিমান ৯০ ডিগ্রি হলেই তা সমকোণ হবে।

বিন্দু কাকে বলে। বিন্দুর বৈশিষ্ট্য ও ব্যবহার

স্থুলকোণ :

যে কোণের পরিমাণ ৯০ ডিগ্রী অপেক্ষা বেশী এবং ১৮০ ডিগ্রি অপেক্ষা কম তাকে স্থুলকোণ বলে ।

সূক্ষ্মকোণ :

যে কোণের পরিমাণ ৯০ ডিগ্রী অপেক্ষা কম তাকে সূক্ষ্মকোণ বলে ।

সরলকোণ :

যে কোণের পরিমাণ ১৮০ ডিগ্রী তাকে সরলকোণ বলে

কোণ কাকে বলে
কোণ কাকে বলে
প্রবৃদ্ধ কোণ : যে কোণের পরিমাণ দুই সমকোণ (১৮০) অপেক্ষা বেশী কিন্তু চার সমকোণ ৩৬০°) অপেক্ষা কম তাকে প্রবৃদ্ধ কোণ বলে ।

বিপ্রতীপ কোণঃ

দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে; ছেদক বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটিকে অপরটির বিপ্রতীপ কোণ বলে।

রেখা কাকে বলে ও কত প্রকার।রেখাংশ কাকে বলে
পূরক কোণঃ দুইটি কোণের সমষ্টি এক সমকোণ হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।

সম্পূরক কোণঃ

যখন দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি হয় তখন; একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।

সন্নিহিত কোণঃ

যখন দুইটি কোণের একটি সাধারণ বাহু এবং একটি সাধারণ শীর্ষ বিন্দু থাকে তখন সাধারণ বাহুর উভয় পাশের কোণদ্বয়কে একে অপরের সন্নিহিত কোণ বলে।

অন্তর্ভুক্ত কোণঃ

দুটি বাহুর মিলিত হওয়ার স্থানকে ঐ বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বলা হয় ।

একান্তর কোণ :

দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি রেখা তির্যকভাবে বা আড়াআড়ি ভাবে ছেদ করলে; ছেদক রেখার বিপরীত পার্শ্বে সমান্তরাল রেখাদয় যে কোণ উৎপন্ন করে; তাকে একান্তর কোণ বলে। একান্তর কোদ্বয় পরস্পর সমান হয়।

কোণ কাকে বলে
কোণ কাকে বলে

অনুরূপ কোণঃ

দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি রেখা তির্যকভাবে (আড়াআড়ি) ছেদ করলে ছেদক রেখার একই দিকে সমান্তরাল রেখাদ্বয়ের অনুরূপ পাশে যে কোণ উৎপন্ন করে তাকে অনুরূপ কোণ বলে। অনুরূপ কোদ্বয় ও পরস্পর সমান হয়।

অন্থঃস্খ কোণঃ

কোন ত্রিভুজ, চতুভুর্জ বা বহুভুজের ভিতর যে কোণগুলো উৎপন্ন হয় তাকে অন্তঃস্থ কোণ বলে।

বহিঃস্থ কোণঃ

কোন ত্রিভুজ, চতুভুর্জ বা বহুভুজের কোন এক বাহুকে বর্ধিত করলে বাহিরের দিকে যে কোণ উৎপন্ন হয় তাকেই বহিঃস্থ কোণ বলে।

কোণ কাকে বলে
সন্নিহিত কোণ কাকে বলে
নববহ্নি

Check Also

চতুর্ভুজ কাকে বলে

চতুর্ভুজ কাকে বলে। বৈশিষ্ট্য ও কত প্রকার কি কি

চতুর্ভুজ কাকে বলে চতুর্ভুজ হল এমন একটি সমতল চিত্র যার চারটি বাহু বা প্রান্ত রয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *