তল কাকে বলে? কত প্রকার ও কি কি চিত্র সহ

Table of Contents

তল কাকে বলে

জ্যামিতিতে তল একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেরই তল সম্পর্কে সঠিক ধারণা নাই। দ্বিমাত্রিক জ্যামিতিতে তলের ব্যবহার ব্যপক ভাবে পরিবেষ্টিত। আজকে আমরা তল সম্পর্কে বিস্তারিত জানবো। আশা করি আমাদের সাথেই থাকবেন।

যেকোনো ঘনবস্তুর এক বা একাধিক পৃষ্ঠ থাকে। প্রতিটি ঘনবস্তুর উপরিভাগকে বলা হয় ঘনবস্তুর তল। অন্য কথায়, যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেধ বা উচ্চতা নেই তাকে তল বলে।

কোনো বস্তুর উপারভাগকে তল বলো হয়ে থাকে। অর্থাৎ ঘনবস্তুর পৃষ্ঠকে তল বলে। অর্থাৎ ঘনবস্তুর তল দ্বি-মাত্রিক।

সাধারণ অর্থে, তল দৃশ্যমান বস্তুর সবচেয়ে বাইরের স্তর। দ্বিমাত্রিক জ্যমিতিতে তল নিয়ে আলোচনা করা হয়। তলের শুধুমাত্র দৈর্ঘ্য ও প্রস্থ থাকায় তল ক্ষেত্রফলের সাখে সম্পর্কিত। এর মাধ্যমে সহজেই ক্ষেত্রফল নির্ণয় করা যায়।

তল দ্বিমাত্রিক হলেও ত্রিমাত্রিক জ্যামিতিতেও এর প্রয়োগ আছে। বক্রতল হলো ত্রিমাত্রিক জ্যামিতর উপর ভিত্তি করে কাজ করে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই তল দ্বিমাত্রিক হিসেবে কাজ করে কারণ এর মাধ্যমে শুধু ক্ষেত্রফল নির্ণয় করা যায়।

তল কাকে বলে

তলের প্রকারভেদঃ

১। সমতল
২। বক্রতল

তল কাকে বলে
তল কাকে বলে

সমতলঃ

যে তল কোথাও উঁচু বা নিচু নয় অর্থাৎ যে তল সমানভাবে চলমান তাকে সমতল বলে।
অন্যভাবে বলা যায়, কোন তলে সরলরেখা আাঁকা হলে সরলরেখার প্রতিটি বিন্দু যদি ঐ তলে অবস্থান করে তখন তাকে সমতল বলা হয়। জেনে রাখা প্রয়োজন যে, জ্যামিতিতে সমতল দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর অসীম পর্যন্ত বিস্তৃত ।

বক্রতলঃ

যে তল সমান নয় তকে বক্রতল বলে। অর্থাৎ বক্রতল কোথা উঁচু কোথাও নিচু।

অন্যভবে বললে, কোন তলে সরলরেখা আঁকা হলে প্রতিটি বিন্দু যদি ঐ তলে অবস্থান না করে তখন তাকে বক্রতল বলা হয়।

তলের মাত্রাঃ

ক্ষেত্রফল সম্পর্কিত জ্যামিতির সাথে তলের সম্পর্ক রযেছে। তলের শুধু দৈর্ঘ্য ও প্রস্থ আছে যা অসীম পর্যন্ত বিস্তৃত। তলের ক্ষেত্রফল পরিমাপ করা যায় যা সমতল হোক আর বক্রতল। সেই সাথে সকল তলই দ্বিমাত্রিক জ্যামিতির মধ্যে পড়ে। তাই তলের মাত্রা হলো দুই।

তল সম্পর্কিত প্রশ্নঃ

 আয়তঘন এর তল সংখ্যা ৬টি

 ঘনক এর তল সংখ্যা ৬ টি

 গোলক এর তল সংখ্যা ১ টি

 চোঙ বা বেলনের তল সংখ্যা ৩টি

 শঙকু এর তল সংখ্যা ২ টি

 ত্রিবুজআকৃতির পিরামিড এর তল সংখ্যা ৪ টি

 সাধারণ প্রিজম এর তল সংখ্যা ৫ টি
তল কাকে বলে

তল কাকে বলে
তল কাকে বলে
নববহ্নি

ঘনকের তল কয়টি

Check Also

চতুর্ভুজ কাকে বলে

চতুর্ভুজ কাকে বলে। বৈশিষ্ট্য ও কত প্রকার কি কি

চতুর্ভুজ কাকে বলে চতুর্ভুজ হল এমন একটি সমতল চিত্র যার চারটি বাহু বা প্রান্ত রয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *