রয়েল এনফিল্ড এর জনপ্রিয়তার ইতিহাস Royal enfield Bike

রয়েল এনফিল্ড Royal enfield

যারা বাইক ভালোবাসেন তাদের এই নাম অজানা থাকার কথা না। বিশ্‌বনন্দীত এ বাইক জনপ্রিয়তা পেয়েছে উচ্চ সিসি ও নানন্দিক ডিজাইন দিয়ে। এ বাইকের রয়েছে একশ বিশ বছরের পথচলা। চলুন জেনে আসা যাক রয়েল এনফিল্ড সম্পর্কে কিছু চমৎকার তথ্য।

1. শুরুর দিকের গল্প

2.রয়েল এনফিল্ড এর জনপ্রিয়তা

3. ইন্ডিয়ায় রয়েল এনফিল্ড

ভারতীয় সংস্কূতির সাথে এই বাইক এমন ভাবে জড়িয়ে গেছে যে; অনেকে মনে করে রয়েল এনফিল্ড ভারতীয় ব্রান্ড। তবে এ বাইক যে প্রথম যুক্তরাজ্যের তৈরি হয় তা অনেকে জানে না। তবে ভারতে আসার পর এ বাইকের জনপ্রিয়তা অনেক বেড়ে যায়। এই বাইক যারা চালান তাদের নাকি সমাজে আলাদা মর্যাদা তৈরি হয়;ভরতীয় সমাজে এমন কথা নাকি প্রচলিত।

শুরুর দিকের গল্প

১৮৯৬ সালে এডি মিডলসেক্সের এনফিল্ড শহরে; রয়েল স্মল আর্মস ফ্যাক্টরির জন্য যন্ত্রপাতি কেনার কন্ট্রাক্ট পায়। সেখান থেকেই এই নামের জন্ম। সেখান থেকেই তারা মোটর সাইকেলের যন্ত্রপাতি তৈরি শুরু করে। তাদের প্রথম ২৩৯ সিসি মোটর সাইকেল রয়েল এনফিল্ড বাজারে ১৯০১ সালে আনে।

আরো পড়তে পারেন বাংলাদেশে প্রাপ্ত সেরা বাইক ব্রান্ড গুলো

এর পিছনে উদ্যেক্তা ছিলেন বব ওয়াকার ও জুলেস গোটিয়েটক। তবে ১৯০৯ সালে ভি টুইন ২৯৭ সিসি ইঞ্জিন(বেশ শক্তিশালী ইঞ্জিন ও গঠন কাঠামো আলাদা); তাদের সাফল্য এনে দেয়।

রয়েল এনফিল্ড এর জনপ্রিয়তা

প্রথম বিশ্‌বযুদ্ধে রয়েল এনফিল্ডের ব্যাপক চাহিদা দেখা দেয়। বাইকগুলোর শক্ত কাঠামো ও অনেজ দূর যেতে পারার ;কারণে সেনাবাহিনীর কাছে খুব জনপ্রিয় হয়ে ওঠে। ১৯২৪ সালের দিক নতুন মডেলের বাইক এনে; তাক লাগিয়ে দেয় এই বাইক ব্রান্ডটি। ১৯২৮ সালে বাইকের চেহারা পরিবর্তন করে ;স্যাডল ট্যাংক ব্যবহার করা হয়।

উল্লেখ্য যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার; রয়েল এনফরের সাথে চুক্তি করে। এ সময় তারা ২৫০ সিসি ৩৫০ সিসি ও ৫৭০ সিসির বাইক বাজারে আনে। তবে সবচেয়ে জিনপ্রিয় ছিল এই ব্রান্ডের ডাব্লিউডি/আরই মডেলটি। এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল; প্লেন থেকে প্যারাসুটের মাধ্যমে নিচে ফেলার জন্য। যুদ্ধের সময় তারা একটি ভূগর্ভস্থ কারখানা বানিয়েছিল; বোমারু বিমানের হাত থেকে বাচতে।

ইন্ডিয়ার বাজারে বাইকটি

রয়েল এনফিল্ডের সবচেয়ে বড় বাজার হয়ে ওঠে ভারতে। নতুন এক অধ্যায়ে প্রবেশ করে ভারতের বাজারে। সীমান্তে টহল দেওয়ার ভারতের সেনাবাহিনীর এমন একটি বাইক দরকার ছিল। তাদের পছন্দ হয় বুলেট ৩৫০ মডেলের বাইকটি । তারা একেবারে ৮০০ ইউনিটের অর্ডার দেয়। ১৯৫৫ সালের দিকে এই কোম্পানি মাদ্রাজ মোটরের সাথে যৌথ ভাবে কারখানা সংযোজন করে। এরপর থেকেই ভারতে তৈরি হতে থাকে রয়েল এনফিল্ড। এভাবে ভারতে বিকাশ লাভ করে রয়েল এনফিল্ড। বর্তমানে ৫০ টির বেশি দেশে রয়েল এনফিল্ড তাদের বাইক বিক্রি করছে।

বর্তমানে এই বাইক জনপ্রিয়তায় সবার আগে রয়েছে। ভারতীয়রা এই বাইক বেশি ব্যবহার করে। উচ্চ গতি ও নান্দনিক ডিজাইন সবার পছন্দে। ভারতীয় সিনেমা গুলোতে এই বাইক ব্যবহার করা হয় তাই মানুষ স্টাইলের জন্য এই বাইক কিনে থাকে। তাছাড়া অত্যাধুনিক ডিজাইন কম দাম ;ও যেকোম রাস্তায় সহজে চলতে পারে এই জন্য এই বাইকের জনপ্রিয়তা বেশি। আশা করা যায় আগামীতেও এনফিল্ড; তার এই জনপ্রিয়তা ধরে রাখবে নিত্য নতুন বাইক তৈরি করে।

আমাদের সাথে যুক্ত হতে লাইক দিন নববহ্নি পেজ এ

রয়েল এনফিল্ড
রয়েল এনফিল্ড বাংলাদেশে
রয়েল এনফিল্ড বাংলাদেশে দাম
রয়েল এনফিল্ড বুলেট
রয়েল এনফিল্ড বুলেট
রয়েল এনফিল্ড বাইক বাংলাদেশ
রয়েল এনফিল্ড ক্লাসিক
রয়েল এনফিল্ড বাইক
রয়েল এনফিল্ড ক্লাসিক 350
রয়েল এনফিল্ড 350cc
Bike

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *