শাকিব খান নতুন ছবি; শাকিব খানের নতুন ছবি ও বাংলা সিনেমা;

Table of Contents

শাকিব খান নতুন ছবি;

শাকিব খানের নতুন ছবি;

১. শাকিব খান

২. শাকিব খান সিনেমায পদার্পন

৩. শাকিব খান সিনেমা ১৯৯৯

৪. শাকিব খান সিনেমা ২০০০

৫. শাকিব খান সিনেমা ২০০১

৬. শাকিব খান সিনেমা ২০০২

৭. শাকিব খান সিনেমা ২০০৩

৮. শাকিব খান সিনেমা ২০০৪

৯. শাকিব খান সিনেমা ২০০৫

শাকিব খান

শাকিব খান হচ্ছেন একাধারে একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, গায়ক ও গণমাধ্যম ব্যক্তিত্ব । সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালবাসা (১৯৯৯) চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। তবে, তার অভিনীত প্রথম চলচ্চিত্র হলো সবাই তো সুখী হতে চায়। তিনি “সুপারস্টার”, “কিং খান” ও “ঢালিউড কিং” হিসেবে অভিহিত করা হয়ে থাকে। তিনি বাংলাদেশের চলচ্চিত্রে সবচেয়ে অধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা । শাকিব খান নতুন ছবি;

শাকিব তার কর্মজীবনে সফলতার সাথে একাধিক পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার , আটটি মেরিল-প্রথম আলো পুরস্কার, তিনটি বাচসাস পুরস্কার ও চারটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার।

সিনেমায় পদার্পন

তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল নাট্যধর্মী সুভা (২০০৬), প্রণয়ধর্মী আমার প্রাণের স্বামী (২০০৭), প্রিয়া আমার প্রিয়া (২০০৮), ও বলবো কথা বাসর ঘরে (২০০৯), প্রণয়ধর্মী-হাস্যরসাত্মক আদরের জামাই (২০১১), মারপিট-প্রণয়ধর্মী ডন নাম্বার ওয়ান (২০১২), প্রণয়ধর্মী পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (২০১৩), মারপিট-থ্রিলারধর্মীশিকারি (২০১৬), নবাব (২০১৭), নাট্যধর্মী রাজনীতি (২০১৭) ও সত্তা (২০১৭)। ২০১১ সালে মনের জ্বালা চলচ্চিত্রে তিনি প্রথমবারে মতো তিনি নেপথ্য সঙ্গীতশিল্পী হিসাবে গানে কন্ঠ দেন। ২০১৪ সালে তিনি হিরো: দ্যা সুপার স্টার চলচ্চিত্র দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং পরবর্তীকালে পাসওয়ার্ড (২০১৯), বীর (২০২০)। ২০১৯ সালে তিনি একসঙ্গে চারটি চলচ্চিত্র প্রযোজনার ঘোষণা দেন।

শাকিব-খান-নতুন-ছবি
শাকিব-খান-নতুন-ছবি

শাকিব খানের সিনেমা তালিকা

শাকিব খান নতুন ছবি
অভিনেতা হিসাবে শাকিব খানের সিনেমা

শাকিব খান নতুন ছবি; ১৯৯৯

২৮ মে ১৯৯৯ মুক্তি প্রাপ্ত সোহানুর রহমান সোহান পরিচালিত শাকিব খানের
1. প্রথম সিনেমা অনন্ত ভালবাসা যেখানে শাকিব খানের চরিত্র থাকে মশাল ও তার সহ শিল্পী হিসেবে ছিলেন ইরিন জামান ।

2. এরপর ২০০০ সালে মুক্তি পায় তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা । সবাইতো সুখি হতে চায়ঃ রাজা চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল শাবনূর, শাহনাজ, ডিপজল । পরিচালনায়; ইস্পাহানী আরিফ জাহান

3. আজকের দাপটঃ বিপ্লব চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল পূর্ণিমা, আলেকজান্ডার বো, একা । পরিচালনায়; এ জে রানা

4. বিষে ভরা নাগিনঃ মোহন / নাগরাজ চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল মুনমুন । পরিচালনায়; দেলোয়ার জাহান ঝন্টু

5. দুজন দুজনারঃ সাগর চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল পপি । পরিচালনায়; আবু সাঈদ খান

6. হীরা চুনি পান্নাঃ রাহুল চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল পপি, আমিন খান, ময়ূরী, ডিপজল । পরিচালনায়; মালেক আফসারী

7. কসম বাংলার মাটিঃ হাসান চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল মুনমুন, ময়ূরী । পরিচালনায়; মনোয়ার হোসেন খোকন

8. জানের জানঃ সাগর চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল মুনমুন । পরিচালনায়; মোস্তাফিজুর রহমান বাবু

9. পাল্টা হামলাঃ চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল মুনমুন, অমিত হাসান, ঋতুপর্ণা সেনগুপ্ত, শাহীন আলম । পরিচালনায়; এফ আই মানিক

10. অসান্তির আগুনঃ রাজা চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল তামান্না, অমিত হাসান, শাহনাজ । পরিচালনায়; মোতালেব হোসেন

শাকিব খানের সিনেমা ২০০১

শাকিব খান নতুন ছবি; ২০০১

1. শিকারিঃ বাবু চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল পূর্ণিমা, রুবেল, ডিপজল । পরিচালনায়; ইস্পাহানী-আরিফ জাহান

2. ঠেকাও মাস্তানঃ বিপ্লব চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল সিমলা, আমিন খান, মুনমুন । পরিচালনায়; মালেক আফসারী

3. স্বপ্নের বাসরঃ বাদল চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল শাবনূর, রিয়াজ । পরিচালনায়; এফ আই মানিক

4. হিম্মতঃ সুমন চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল মুনমুন, আমিন খান, শাহনাজ । পরিচালনায়; এম এম সরকার

5. বিষাক্ত নাগিনঃ নাগরাজ / রাজা চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল মুনমুন । পরিচালনায়; এম এম সরকার

6. দুই নাগিনঃ শিষ নাগ চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল মুনমুন । পরিচালনায়; দেলোয়ার জাহান ঝন্টু

7. মায়ের জিহাদঃ জিহাদ চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল পূর্ণিমা । পরিচালনায়; আবু মুসা দেবু

8. মেজাজ গরমঃ রাজা চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল পূর্ণিমা, আমিন খান, সিমলা । পরিচালনায়; আহমেদ নাসির

9. বাপ বেটির যুদ্ধঃ রাজ চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল পপি । পরিচালনায়; দেলোয়ার জাহান ঝন্টু

10. নাটের গুরুঃ রানা চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল মুনমুন, অমিত হাসান, শাহনূর । পরিচালনায়; সৈয়দ মোখলেছুর রহমান

11. দুশমন দরদীঃ সাগর চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল পূর্ণিমা । পরিচালনায়; মনোয়ার হোসেন খোকন

12. বন্ধু যখন শত্রুঃ জীবন চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল পূর্ণিমা । পরিচালনায়; আজিজুর রহমান বুলি

13. বিশ্ব বাটপারঃ রানা চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল পপি, আমিন খান, শাহনাজ । পরিচালনায়; বাদল খন্দকার

14. গণ দুশমনঃ এ এস পি শাকিব খান চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল পপি, মান্না, মুনমুন । পরিচালনায়; মনোয়ার হোসেন ডিপজল

15. কঠিন শাস্তিঃ সোহাগ চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল তামান্না, রুবেল, ডিপজল । পরিচালনায়; শাহাদাত হোসেন লিটন

16. ডাকু রানীঃ বিশাল চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল পপি, আলেকজান্ডার বো, ময়ূরী, মেহেদী হাসান, পলি । পরিচালনায়; এম এ রহিম

শাকিব খানের সিনেমা ২০০২

শাকিব খান নতুন ছবি;

1. যুদ্ধে যাবোঃ চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল ময়ূরী, আলেকজান্ডার বো, পলি । পরিচালনায়; এনায়েত করিম

2. ভন্ড ওঝাঃ আকবর চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল মুনমুন, আলেকজান্ডার বো, ময়ূরী, ডিপজল । পরিচালনায়; পি এ কাজল

3. লোহার শিকলঃ শিকল চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল ময়ূরী, মেহেদী হাসান, পলি । পরিচালনায়; এনায়েত করিম

4. ও প্রিয়া তুমি কোথায়ঃ আকাশ চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল শাবনূর, রিয়াজ । পরিচালনায়; শাহাদাত হোসেন লিটন

5. পাগলা বাবাঃ নয়ন চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল মুনমুন । পরিচালনায়; আনোয়ার চৌধুরী জীবন

6. হিংসার পতনঃ অন্তর চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল পূর্ণিমা । পরিচালনায়; গাজী জাহাঙ্গীর

7. ভয়ংকর পরিণামঃ চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল পপি, আমিন খান, মুনমুন । পরিচালনায়; মোস্তাফিজুর রহমান বাবু

8. খলনায়িকাঃ রাজা চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল মুনমুন, আলেকজান্ডার বো, ময়ূরী । পরিচালনায়; শাহেদ চৌধুরী

9. দস্যুঃ পপি, চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল আলেকজান্ডার বো, ময়ূরী । পরিচালনায়; শওকত জামিল

10. উত্তেজিতঃ আকাশ চৌধুরী চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল সিমলা, আমিন খান, মৌসুমী । পরিচালনায়; আহমেদ নাসির

11. বোবা খুনিঃ চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল মুনমুন, শাহীন আলম, ময়ূরী । পরিচালনায়; শাহাদাত হোসেন বাদশা

12. মুখোশধারীঃ বিজয় চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল তামান্না, রুবেল, পপি । পরিচালনায়; শহিদুল ইসলাম খোকন

13. জুয়াড়ীঃ রাজু চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল পপি, হেলাল খান । পরিচালনায়; এ কিউ খোকন

14. ফুল নেবনা অশ্রু নেবঃ আকাশ চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল শাবনূর, আমিন খান । পরিচালনায়; এফ আই মানিক

শাকিব খান নতুন ছবি;

15. নাচনেওয়ালীঃ ওমর চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল শাবনূর । পরিচালনায়; তোজাম্মেল হক বকুল

16. বাহাদুর সন্তানঃ বাহাদুর চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল ময়ূরী, একা । পরিচালনায়; এনায়েত করিম

17. আজকের ক্যাডারঃ আকাশ চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল ময়ূরী, আমিন খান, কুমকুম, ডিপজল । পরিচালনায়; শাহাদাত হোসেন বাদশা

18. সবার উপরে প্রেমঃ সাগর চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল শাবনূর, ফেরদৌস আজাদী । পরিচালনায়; হাসনাত ফিরোজ

19. পড়েনা চোখের পলকঃ অনিক চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল রত্না । পরিচালনায়; মোহাম্মদ হান্নান

20. মরণ নিশানঃ চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল ময়ূরী, মেহেদী হাসান, পলি । পরিচালনায়; এনায়েত করিম

21. স্ত্রীর মর্যাদাঃ রাসেল চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল মুনমুন, আমিন খান, মৌসুমী । পরিচালনায়; এফ আই মানিক

শাকিব খানের সিনেমা ২০০৩

শাকিব খান নতুন ছবি; 2003

1. সাহসী মানুষ চাইঃ অনিক পারভেজ চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল কেয়া । পরিচালনায়; মহম্মদ হান্‌নান

2. প্রেম সংঘাতঃ রাজু চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল শাবনূর, শাহনূর । পরিচালনায়; মনোয়ার হোসেন খোকন

3. ক্ষমতার দাপটঃ শান্ত চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল পপি, আলেকজান্ডার বো, ময়ূরী । পরিচালনায়; এ জে রানা

4. ওরা দালালঃ সুলতান চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল রচনা ব্যানার্জী, আলেকজান্ডার বো, শিবানী সরকার, ওমর সানী । পরিচালনায়; উত্তম আকাশ

5. প্রাণের মানুষঃ রাজ চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল শাবনূর, ফেরদৌস । পরিচালনায়; আমজাদ হোসেন

6. নয়ন ভরা জলঃ অনিক চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল শাবনূর, শাহনূর । পরিচালনায়; মহম্মদ হান্‌নান

7. হিংসা প্রতিহিংসাঃ রাজু চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল রত্না, আলেকজান্ডার বো, ময়ূরী । পরিচালনায়; মোতালেব হোসেন

8. বড় মালিকঃ বাবলা চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল সাথী, আলেকজান্ডার বো, ময়ূরী, ডিপজল । পরিচালনায়; পি এ কাজল

9. ডেনজারঃ বিপ্লব খান চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল কারিনা খান, আলেকজান্ডার বো, ময়ূরী । পরিচালনায়; আজাদ খান

10. আন্ডারওয়ার্ল্ডঃ বাবলা চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল কেয়া, আলেকজান্ডার বো, ময়ূরী । পরিচালনায়; আজাদ খান

11. ওরা সাহসীঃ চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল পপি, ইলিয়াস কাঞ্চন, হেলাল খান, রত্না । পরিচালনায়; আবু সাঈদ খান

12. হুমকির মুখেঃ মুরাদ চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল একা, ময়ূরী । পরিচালনায়; আজিজ আহমেদ বাবুল

13. রুখে দাঁড়াওঃ সাগর চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল সাহারা, আলেকজান্ডার বো, ময়ূরী । পরিচালনায়; শাহাদাত হোসেন লিটন

শাকিব খানের সিনেমা ২০০৪

শাকিব খান নতুন ছবি;

1. বস্তির রানী সুরিয়াঃ চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল মিসকাতুর রহমান পপি, ডিপজল । পরিচালনায়; মনতাজুর রহমান আকবর

2. পাল্টা আক্রমণঃ চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল কেয়া, আলেকজান্ডার বো, শানু । পরিচালনায়; নজরুল ইসলাম খান

3. গুরুদেবঃ শাকিব/গুরুদেব চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল মুনমুন, আলেকজান্ডার বো, লিজা । পরিচালনায়; আনোয়ার চৌধুরী জীবন

4. ভাড়াটে খুনিঃ আগুন চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল সাহারা, অমিত হাসান, পলি । পরিচালনায়; শাহাদাত হোসেন লিটন

5. লাস্ট টার্গেটঃ বিপ্লব চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল কেয়া, আলেকজান্ডার বো, কারিনা খান । পরিচালনায়; আজাদ খান

6. ধর শয়তানঃ দূর্জয় চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল সাহারা, আলেকজান্ডার বো, ময়ূরী । পরিচালনায়; বদিউল আলম খোকন

7. আজকের সমাজঃ বিপ্লব চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল পূর্ণিমা । পরিচালনায়; নজরুল ইসলাম খান

8. নষ্টঃ মুন্না চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল কেয়া, রিয়াজ, রত্না । পরিচালনায়; শাহীন-সুমন

9. মায়ের হাতের বালাঃ মুন্না/মামুন চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল নদী । পরিচালনায়; মনোয়ার হোসেন খোকন

শাকিব খান নতুন ছবি;

10. খুনি শিকদারঃ শাহজাহান শিকদার/বড় দাদা চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল নদী । পরিচালনায়; মনোয়ার হোসেন খোকন

11. জাতশত্রুঃ দুরন্ত চৌধুরী চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল পলি, আলেকজান্ডার বো, রেশমী । পরিচালনায়; মোস্তাফিজুর রহমান বাবু

12. সমাজের শত্রুঃ রাজু চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল উপমা, আলেকজান্ডার বো, ময়ূরী । পরিচালনায়; বাবুল রেজা

13. হৃদয় শুধু তোমার জন্যঃ রাজু চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল শাবনূর, শাহেদ শরীফ খান । পরিচালনায়; সাজেদুর রহমান সাজু
শাকিব খান নতুন ছবি;

14. জ্যান্ত লাশঃ রাসেল খান চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল ড্যানি সিডাক

15. রাঙ্গা মাস্তানঃ বাদল চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল কেয়া, রুবেল, সিনা, ডিপজল । পরিচালনায়; শাহাদাত হোসেন বাদশা

২০০৫ শাকিব খান নতুন ছবি

২০০৫ শাকিব খান নতুন ছবি;

1. দুর্ধর্ষঃ আগুন চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল শাকিবা, আলেকজান্ডার বো, পলি । পরিচালনায়; এম বি মানিক

2. ব্যাড সানঃ বাবু/বিজয় চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল বৈশাখী । পরিচালনায়; মনোয়ার হোসেন খোকন

3. টপ লিডারঃ চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল নেহা, শাহনাজ, আলেকজান্ডার বো, পলি । পরিচালনায়; শাহাদাত হোসেন লিটন

4. নগ্ন হামলাঃ সংগ্ৰাম চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল নদী । পরিচালনায়; শাহাদাত হোসেন লিটন

5. আমার স্বপ্ন তুমিঃ সুমন চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল শাবনূর, ফেরদৌস । পরিচালনায়; হাসিবুল ইসলাম মিজান

6. বাধাঃ আপন চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল পূর্ণিমা, রিয়াজ । পরিচালনায়; শাহীন-সুমন

7. নিখোঁজ সংবাদঃ চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল বৈশাখী, অমিত হাসান, ঐশী । পরিচালনায়; শাহীন-সুমন

8. সুভাঃ প্রতাপ গোস্বামী চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল পূর্ণিমা , সিনেমাটি চাষী নজরুল ইসলাম পরিচালিত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সুভাষিনী অবলম্বনে নির্মিত । মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার

9. সিটি টেররঃ বুলেট চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল বৈশাখী, মান্না, পপি । পরিচালনায়; এম এ রহিম

10. লালু কসাইঃ রবি চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল সাহারা, অমিত হাসান । পরিচালনায়; শাহাদাত হোসেন লিটন

11. দুই নাম্বারঃ পলাশ চরিত্রে ছিলো । পার্শ্বচরিত্রে ছিল নেহা, আলেকজান্ডার বো, জুঁই । পরিচালনায়; শাহীন-সুমন

NOBOBOHNI is our English version

আমাদের সাথে সোস্যাল মিডিয়ায় যুক্ত থাকতে লাইন দিন নব বহ্নি

শাকিব খানের নতুন ছবি
শাকিব খানের সিনেমা ,
শাকিব খান নতুন ছবি; ,
শাকিব খানের ছবি ,
শাকিব খান নতুন ছবি; বাংলা ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *