জরিমানা মওকুফের জন্য আবেদন; আবেদন পত্র

আজ আমরা নতুন এক লেখা নিয়ে হাজির হয়েছি। পঞ্চম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেনী পর্যন্ত এ ধরণের আবেদন পত্র বিভিন্ন পাবলিক পরীক্ষায় এসে থাকে। আমাদের আজকের বিষয়

জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র

। পরীক্ষা ছাড়াও এ আবেদন পত্র শিক্ষার্থীদের জানা জরুরী কারণ বিদ্যালয়ে জরিমানা হলে তা মওকুফের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন করতে হয়। তাই শিক্ষার্থীদের এ আবেদন পত্র লেখার ফরমেট জানা জরুরী। আমরা এখানে তিনটি ফরমেট বা ধারণা প্রদান করেছি যা শিক্ষার্থীদের কাজে লাগবে বলে আশা করছি।
ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো; ফ্রিল্যান্সিং কি
১৬-১-২০২১
বরাবার
প্রধান শিক্ষক
থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয়
চিলমারী, কুড়িগ্রাম

বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন
জনাব,

বিনীত, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের নিয়মিত ছাত্র। আমি দীর্ঘ পাঁচ বছর যাবত আপনার বিদ্যালয়ে সকল নিয়ম-কানুন মেনে পড়া-লেখা করছি এবং সময়মতো বেতন পরিশোধ করছি। কিন্তু দুঃখের বিষয়, গত মাসে আমি আমার স্কুলের ফি দিতে ব্যর্থ হই। নানা আর্থিক সংকটের কারণে বাবা গত মাসে টাকা পাঠাতে পারেননি। ফলে স্কুলের ফি দিতে পারিনি। কিন্তু স্কুলের নিয়মানুযায়ী কোনো শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে স্কুলের ফি পরিশোধে ব্যর্থ হলে তার ওপর নির্দিষ্ট পরিমাণ জরিমানা আরোপ করা হয়। একই জিনিস ঘটেছে আমার সাথে। কিন্তু আজ আমি আমার বেতন দিতে চাই, কিন্তু জরিমানা সহ আমার বেতন দেওয়া আমার পক্ষে প্রায় অসম্ভব। তাই প্রধান শিক্ষকের কাছে আমার বিনীত অনুরোধ আপনি গত মাসের বেতন পরিশোধে ব্যর্থতার জন্য আমার উপর আরোপিত জরিমানা মওকুফ করবেন এবং বেতন পরিশোধের সুযোগ সৃষ্টি করে বাধিত করবেন।

তাই আমার বিনীত অনুরোধ, প্রধান শিক্ষক যদি তার সদয় বিবেচনায় জরিমানা মওকুফ করেন এবং আমার বেতন পরিশোধের সুযোগ দেন, তাহলে আমি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব।

নিবেদক
আপনার একান্ত বাধ্যগত ছাত্র
আতিক সিয়াম
শ্রেণিঃ দশম, রোলঃ৫

জরিমানা মওকুফের জন্য আবেদন

জরিমানা মওকুফের জন্য
জরিমানা-মওকুফের-জন্য-আবেদন

১৬-১-২০২১
বরাবার
প্রধান শিক্ষক
থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয়
চিলমারী, কুড়িগ্রাম

বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন

মহোদয়,

বিনীতভাবে নিবেদন করছি যে, আমি আপনার স্কুলের নিয়মিত নবম শ্রেণির ছাত্র। আমি সাধারণত প্রতি মাসের নির্ধারিত তারিখে আমার মাসিক বেতন পরিশোধ করি। কিন্তু এ মাসে বাড়িতে একটু আর্থিক সমস্যা দেখা দিয়েছিল। যার কারণে নির্ধারিত তারিখে বেতন পরিশোধ করতে পারিনি। আজ আমি বেতন পরিশোধ করতে চাই কিন্তু এই সময়ে জরিমানা সহ বেতন পরিশোধ করা আমার পক্ষে কঠিন।

অতএব, আমার বিনীত অনুরোধ, আপনি সদয় বিবেচনার সাথে জরিমানা মওকুফ করবেন এবং আমাকে আমার বেতন দেওয়ার অনুমতি দিয়ে আমাকে বাধিত করবেন।

নিবেদক
আপনার একান্ত বাধ্যগত ছাত্র
আতিক সিয়াম
শ্রেণিঃ দশম, রোলঃ৫

জরিমানা মওকুফের জন্য আবেদন

১৬-১-২০২১
বরাবার
প্রধান শিক্ষক
থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয়
চিলমারী, কুড়িগ্রাম

বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন

মহোদয়,

বিনীতভাবে নিবেদন করছি যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর এ-শাখার ছাত্র। গত ৫ এ জানুয়ারী আমাদের পাড়ায় ক্রিকেট খেলার সময় আমার পা ভেঙ্গে যায়, তাই আমি ৭ ফেব্রুয়ারী পর্যন্ত স্কুলে অনুপস্থিত ছিলাম। এই ক্ষেত্রে, স্কুল থেকে , যে জরিমানা করা হয়েছে তার পরিমাণও কম নয়। আমার পরিবারের আর্থিক সংকটের কারণে এই টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছে না। কারণ, আমার পায়ের চিকিৎসায় আমার পরিবারের অনেক টাকা খরচ হয়ে গিয়েছে। এর সঙ্গে ডাক্তারের সার্টিফিকেটও সংযুক্ত করলাম।

অতএব, আমার বিনীত অনুরোধ, আপনি সদয় বিবেচনার সাথে জরিমানা মওকুফ করবেন এবং আমাকে আমার বেতন দেওয়ার অনুমতি দিয়ে আমাকে বাধিত করবেন।

নিবেদক
আপনার একান্ত বাধ্যগত ছাত্র
আতিক সিয়াম
শ্রেণিঃ দশম, রোলঃ৫

আরো পড়তে পারেন বেতন মওকুফের জন্য আবেদন ; আবেদন পত্র abedon potro bangla

আমাদের সাথে যুক্ত হতে লাইক দিন নববহ্নি পেজ এ

দরখাস্ত লেখার নিয়ম; আবেদন পত্র লেখার নিয়ম বাংলা

জরিমানা মওকুফের জন্য আবেদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *