সেরা ব্যাটসম্যান ; ব্র‍্যাডম্যান ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান

Table of Contents

সেরা ব্যাটসম্যান; ব্র্যাডম্যান

সেরা ব্যাটসম্যান; ক্রিয়া জগতের তারকারা তাদের অসাধারণ ক্রিয়া নৈপূর্ণ দেখিয়ে মন জয় করেন অগণিত দর্শকের । তেমনি ক্রিকেট বিশ্বের এক তারকা ডন ব্র্যাডম্যান ।
অস্ট্রেলীয় এই কিংবদন্তি ব্যাটসম্যান; সবার মনে জায়গা করে নিয়েছেন তার অসাধারণ ব্যাটিং দিয়ে। ১৯২৮ সালে অভিষেকের পর ১৯৪৮ সাল পর্যন্ত খেলা চালিয়ে যান। এই সময় ব্র্যাডম্যান গড়েন একের পর এক রেকর্ড। তার টেস্ট ব্যাটিং গড় ছিল ৯৯.৯৪ যা কোন ক্রিয়াবিদের সর্বোচ্চ রেকর্ড।

ব্র্যাডম্যান কিশোর বয়স থেকে বিরাম হীন ব্যাটিং অনুশীলন করতেন। ক্রিকেট স্ট্যাম্প ও গলফ বল দিয়ে নিজেই এক খেলা আবিষ্কার করে ফেলেন। ১২ বছর বয়সে শতক হাকান বাউরাল পাবলিক স্কুলের হয়ে।

১ম শ্রেণির ক্রিকেটে ব্র‍্যাডম্যান ২৩৪ টি ম্যাচ খেলেন । এতে প্রথম শ্রেণির খেলায় ৯৫.১৪ গড়ে ২৮০৬৭ রান ; ৫২টেস্টে ৯৯.৯৪ গড়ে ৬৯৯৬ রান সংগ্রহ করেন। ১৯ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়ে গড়তে থাকেন একেরপর এক রেকর্ড। তাকে ডাকা হত বাউরালের বিস্ময়কর বালক হিসেবে

আরো পড়তে পারেনজন ডিলিঞ্জার ; এফবিআই তালিকায় জনগনের ১ম শত্রু

সেরা ব্যাটসম্যান ; আন্তর্জার্তিক ক্রিকেটে ব্র্যাডম্যান

আন্তর্জার্তিক ক্রিকেটে ১৯৩০ সালে অভিষেক টেস্টে তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হন। অস্ট্রেলিয়া দল দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে গুটিয়ে যায়; ৬৭০ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়। এত বেশি রানে হারা একটি রেকর্ড হয়ে আছে। প্রথম ও দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ১৮ ও ১ রান করায়; একাদশ থেকে বাদ দেওয়া হয় তাকে। পরের টেস্টে তাকে দ্বাদশ খেলোয়াড় হিসেবে রাখা হয়। তবে তৃতীয় টেস্টে তার ভাগ্য ফেরে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৭৯ ও ১১২ রানের ইনিংস খেলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টেস্ট সেঞ্চুরি করার রেকর্ড করেন। তবে পরবর্তী ম্যাচে তারই সতীর্থ খেলোয় এই এই রেকর্ড ভেঙ্গে দেন। এরপর তাকে আর ফিরে তাকাতে হয় নি। ১৯৩০ সালে ইংল্যান্ড এ এবং ১৯৩২-৩৩ সালে বডিলাইন টেস্টে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

চেঙ্গিস খান ও মঙ্গোলদের উত্থান

অনেক ঘটানার মধ্যেও টেস্টে বিখ্যাত শূন্যও ব্র‍্যাডম্যানের। ১৯৪৮ সালে ওভাল টেস্টে ব্যাটিং গড় ১০০ করতে আর মাএ ৪ রান দরকার ছিল। তিনি সেই দিন এরিক হলিস এর বলে আউট হয়েছিলেন শূন্য রানে।

তার এই অসাধারণ ব্যাটিং গড় তাকে ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত করেছে।

আমাদের সাথে যুক্ত হতে লাইক দিন নববহ্নি পেজ এ

ব্র‍্যাডম্যান ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান

Check Also

চেঙ্গিস খান

চেঙ্গিস খান ও মঙ্গোলদের উত্থান

চেঙ্গিস খান মঙ্গোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন এবং; যা তিনি ১২০৬ সাল থেকে ১২২৭ সাল পর্যন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *