প্রতিবেদন লেখার নিয়ম সংবাদ প্রতিবেদন লেখার নিয়ম

প্রতিবেদন লেখার নিয়ম

বিভিন্ন প্রতিযোগিতার মূলক পরীক্ষায় বিভিন্ন বোর্ড পরীক্ষায়ও বাংলায় প্রতিবেদন লিখতে হয়। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি সহজ ও সাবলীল ভাষায় সুন্দর প্রতিবেদন লিখতে হয়। পুরো লেখাটি মনোযোগ সহকারে পড়লে আপনিও খুব সহজে একটি সুন্দর প্রতিবেদন লিখতে পারবেন আশা করি ।

প্রতিবেদন বলতে একটি নির্দিষ্ট বিষয়ের একটি সমৃদ্ধ, সঠিক বিবরণকে বুঝায়। যাকে ইংরেজিতে রিপোর্ট এবং বাংলায় প্রতিবেদন বলা হয়। প্রতিবেদন হল মুলত সহজ ভাষায় সংবাদ পরিবেশন করা যা সংবাদপত্র বা মিডিয়ায় প্রকাশের উপযোগী সেই সাথে তথ্য সমৃদ্ধ। সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করার মাধ্যমে সহজ ও স্পষ্ট ভাষায় সঠিক তথ্য দিয়ে পাঠককে বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে।

প্রতিবেদনের বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগঃ

প্রতিবেদন বিষয় এবং চরিত্র অনুসারে পরিবর্তিত হতে পারে।

1. ঘটনা বা দুর্ঘটনা রিপোর্ট সম্পর্কিত।
2. তদন্ত বা অনুসন্ধান ভিত্তিক প্রতিবেদন।
3. খেলাধুলা, বিজ্ঞান প্রযুক্তি, পরিবেশগত বিষয়ক প্রতিবেদন।
4. সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন।
5. রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিষয়ে প্রতিবেদন।
6. সম্পাদকীয় প্রতিবেদন ইত্যাদি।

প্রতিবেদন লেখার নিয়ম
প্রতিবেদন লেখার নিয়ম
বিভিন্ন বোর্ড পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীদেরকে যে সমস্ত প্রতিবেদন লিখতে হয় সেগুলি সাধারণত সেই বিষয়ের একটি সংক্ষিপ্ত রূপকে নির্দেশ করে যার উপর আপনাকে একটি প্রতিবেদন লিখতে বলা হয় বা এক কথায় একটি সংক্ষিপ্ত আকারে তথ্য বা প্রশ্নের উত্তর দিতে হয়। প্রদত্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদন লিখতে হয়। এছাড়াও যেকোন একটি নির্দিষ্ট বিষয় উল্লেখ করে একটি প্রতিবেদন লিখতে বলা হয়ে থাকে।

প্রতিবেদন লেখার নিয়ম

ভালো মানের প্রতিবেদন লেখার সময় যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তা এখানে উল্লেখ করা হলো

I. প্রতিবেদনটি সংক্ষিপ্ত এবং তথ্যপূর্ণ হতে হবে।
II. সমস্ত তথ্য সুনির্দিষ্ট, সঠিকভাবে নির্বাচিত, নির্ভুল, সম্পূর্ণ এবং সহজ ভাষায় বর্ণনা করতে হবে।
III. প্রতিবেদনে একটি শিরোনাম থাকবে।
IV. শিরোনামটি এমন হবে যে পাঠক শিরোনামটি দেখে আগ্রহী হবেন এবং প্রতিবেদনটি পড়তে চাইবেন।
V. বিষয়বস্তু যাতে শিরোনামের সাথে মেলে।
VI. প্রতিবেদনের পূর্বাভাস বা ভবিষ্যৎ সম্পর্কে তথ্য দেওয়া উচিত নয়।

প্রতিবেদন রচনার গঠন

প্রতিবেদনটি দেখতে কেমন বা কি আকারের হয ? এর গঠন কি রূপ? প্রতিবেদন লিখতে হয় নির্দিষ্ট নিয়ম অনুযায়ী। সেগুলো লেখার ভিতর রয়েছে কিনা? প্রতিবেদন বিভিন্ন উপায়ে লেখা যেতে পারে। নীচে আমরা প্রতিবেদনের তিন ধরনের কাঠামো নিয়ে আলোচনা করবো ।

প্রতিবেদন লেখার নিয়ম

প্রতিবেদনের কিছু প্রয়োজনীয় অংশ

শিরোনাম

প্রতিবেদকের নাম

স্থান

তারিখ

এই চারটি বিষয় একটি প্রতিবেদনে অবশ্যই থাকতে হবে। এগুলো না থাকলে প্রতিবেদন অসম্পূর্ণ বলে গণ্য হবে। এগুলো একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী লিখতে হয়। প্রতিটি বিষয় লেখার আলাদা কিছু নিয়ম রয়েছে। চলুন জেনে নেয়া যাক নিয়মগুলো।

প্রতিবেদন লেখার নিয়ম
প্রতিবেদন লেখার নিয়ম
১। শিরোনাম: প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল শিরোনাম। শিরোনামটি এমন হওয়া উচিত যাতে শিরোনামটি দেখে পাঠকের প্রতিবেদন পড়ার আগ্রহ তৈরি হয়। কারণ প্রতিবেদনে প্রবেশের ছাড়পত্রই শিরোনাম। তাই খবরের বিস্তারিত পড়ার আগে শিরোনামের দিকে পাঠকের চোখ আকৃষ্ট করা উচিত।

২। প্রতিবেদকের নাম: আপনি যদি যে কোন সংবাদপত্র খুঁটিয়ে দেখেন, দেখবেন সেখানে প্রতিবেদকের নাম লেখা আছে। কোনো কোনো প্রতিবেদনে সরাসরি প্রতিবেদকের নাম উল্লেখ করে না । সেক্ষেত্রে ‘নিজস্ব প্রতিনিধি এমন কিছু লেখা থাকে।

আরো পড়তে পারেনদরখাস্ত লেখার নিয়ম; আবেদন পত্র লেখার নিয়ম বাংলা
জরিমানা মওকুফের জন্য আবেদন; আবেদন পত্র

অবস্থান: যে স্থান থেকে প্রতিবেদন লেখা হচ্ছে সেই স্থানের নাম বা ঘটনাস্থলের নাম।

তারিখঃ তারিখ বিভিন্নভাবে লেখা যায়। তারিখ লেখার সময় খেয়াল রাখতে হবে যেন তারিখটি সম্পূর্ণ বাংলায় লেখা হয়। যেমন-
৪ ই জানুয়ারী ২০২২
জানুয়ারী ৪, ২০২২

প্রতিবেদন লেখা বা শেখার প্রয়োজনীয়তা

একটি নির্দিষ্ট সমস্যা বা ঘটনা সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করতে প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রশাসনিক কার্যক্রম ব্যবসায়িক এবং বাণিজ্যিক আইন আদালত এবং অন্যান্য ক্ষেত্রে প্রতিবেদন করার জন্য এর বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে।

অতীতে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত তথ্য বা রচনাকে প্রতিবেদন হিসেবে বলা হতো বা ধরা হতো। কিন্তু বর্তমান সময়ে সমাজ জীবনের নানা জটিলতার পরিপ্রেক্ষিতে নানা ধরনের প্রতিবেদনের গুরুত্ব বেড়েছে। মানুষের দৈনন্দিন জীবনেও এর উপযোগিতা অনেক বেড়েছে।

প্রতিবেদনের নিরপেক্ষতার বৈশিষ্ট্য অনুসরণ করবে লেখা সাজাতে হবে। একই সঙ্গে এতে জটিল বিষয়গুলোর সহজ ও সাবলীল ব্যাখ্যা থাকবে। প্রতিবেদনে প্রতিবেদক যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের কাছে তার মতামত পেশ করে থাকেন। প্রতিবেদন আলোচিত বিষয়গুলির উপর বিস্তারিত তথ্য প্রদান করে। প্রতিবেদন লেখার নিয়ম

আমাদের সাথে যুক্ত হতে লাইক দিন নববহ্নি পেজ এ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *