রেখা কাকে বলে ও কত প্রকার।রেখাংশ কাকে বলে

Table of Contents

রেখা কাকে বলে

বিন্দুর চলার পথকে রেখা বলে।
অথবা
যার শুধুমাত্র অসীম দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা কিছুই নেই তাকে রেখা বলে।
জ্যামিতি কাকে বলে? জ্যামিতি শব্দের অর্থ কি

জেনে নিনঃ

রেখার কোন প্রান্ত বিন্দু নেই। অসীম পর্যন্ত চলতে থাকে।
রেখাংশের দুইটি প্রান্ত বিন্দু থাকে।
রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে।

রেখা কাকে বলে
রেখা কাকে বলে

সমরেখ বিন্দুঃ

দুই বা ততোধিক বিন্দু যখন একই সরলরেখায় অবস্থান করে তখন ঐ বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলে।
বিন্দু কাকে বলে। বিন্দুর বৈশিষ্ট্য ও ব্যবহার

রেখার প্রকারভেদঃ

রেখা প্রধানত দুই প্রকারঃ
১। সরলরেখা
২। বক্ররেখা
মোবাইল ফোনের দাম 2022 বাংলাদেশ স্যামসাং ফোনের দাম

সরলরেখা

একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে পৌছাতে যদি কোনো প্রকার দিকের পরিবর্তন না হয়ে সরল পথে চলতে থাকে তবে তাকে সরল রেখা বলে।
• দুটি বিন্দু দিয়ে; একটি মাত্র সরলরেখা আঁকা যায় ।
• একটি সরলরেখার বহিঃস্থ যে কোনো বিন্দু থেকে ঐ সরলরেখা পর্যন্ত; যেসব সরলরেখা আঁকা যায়, তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম

বক্ররেখাঃ

একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে যেতে যদি দিক পরিবর্তন হয় তবে তাকে বক্ররেখা বলে।

সমান্তরাল রেখাঃ দুটি রেখা যদি পরস্পরের মধ্যে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তখন তাকে সমান্তরাল রেখা বলে।

রেখা কাকে বলে
রেখা কাকে বলে
 কোন সরলরেখার বহিঃস্থ কোন বিন্দু থেকে উক্ত রেখা পর্যন্ত যতগুলো রেখাংশ টানা যায় তন্মধ্যে লম্ব রেখাংশটিই ক্ষুদ্রতম
 দুইটি সমান্তরাল সরলরেখার কোন সাধারণ বিন্দু নেই ।
 দুটি পরস্পরচ্ছেদী সরলরেখার প্রত্যেকটি, কোন তৃতীয় সরলরেখার সমান্তরাল হতে পারে না।
 যেসব সরলরেখা একই সরলরেখার সমান্তরাল তারা পরস্পর সমান্তরাল।
 দুই বা ততোধিক সরলরেখা; একটি সরলরেখার উপর লম্ব হলে, তারা পরস্পর সমান্তরাল হবে।
 একটি সরলরেখা সমান্তরাল রেখাদ্বয়ের একটির উপর লম্ব হলে, তা অপরটির উপরও লম্ব।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান জেনে নিন;
রেখা পড়তে গেলেই আমাদের রেখাংশ এবং রশ্মি সম্পর্কে জানা জরুরী।

রেখাংশঃ

একটি রেখাকে দুটি বিন্দু দ্বারা নির্দিষ্ট করলে দুই বিন্দুর দ্বারা সীমাবদ্ধ অংশকে রেখাংশ বলে। রেখাংশের দুইটি প্রান্ত বিন্দু থাকে।

রশ্মিঃ

যদি কোন রেখাংশের একটি প্রান্ত স্থির এবং অপরটি চলমান থাকে তখন তাকে রশ্মি বলে।রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে।
রেখাংশ কাকে বলে

নববহ্নি

Check Also

চতুর্ভুজ কাকে বলে

চতুর্ভুজ কাকে বলে। বৈশিষ্ট্য ও কত প্রকার কি কি

চতুর্ভুজ কাকে বলে চতুর্ভুজ হল এমন একটি সমতল চিত্র যার চারটি বাহু বা প্রান্ত রয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *