এশিয়া মহাদেশের দেশগুলোর নাম। এশিয়া মহাদেশে কয়টি দেশ

এশিয়া মহাদেশের দেশগুলোর নাম

একজন শিক্ষার্থী হিসেবে আপনার অবশ্যই এশিয়া মহাদেশের দেশগুলোর নাম তা জানা অনেক জরুরী। বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় এশিয়া মহাদেশের দেশগুলোর নাম সম্পর্কে প্রশ্ন এসে থাকে। সঠিক দেশ জানা না থাকার কারণে অনেকেই এই সহজ প্রশ্নের ভুল উত্তর দিয়ে আসে। আজ আমরা এশিয়া মহাদেশের দেশগুলোর নাম সে সম্পর্কে জানবো। আমাদের সাথেই থাকুন।
এশিয়া মহাদেশে কয়টি দেশ। এশিয়া মহাদেশে সার্বভৌম দেশ আছে ৪৯টি।

অঞ্চলভেদে এশিয়ার দেশসমূহঃ

এশিয়া মহাদেশকে ৫টি অঞ্চলে ভাগ করা যায়।

১। পূর্ব এশিয়ায় দেশসংখ্যা ৬ টি

1. চীন
2. উত্তর কোরিয়া
3. দক্ষিণ কোরিয়া
4. মঙ্গোলিয়া
5. জাপান
6. তাইওয়ান

২। পশ্চিম এশিয়ায় দেশ সংখ্যা ১৭ টি

1) আর্মেনিয়া
2) আজারবাইজান
3) বাহারিন
4) ইরান
5) ইরাক
6) ইজরায়েল
7) জর্ডন
8) কুয়েত
9) লেবানন
10) ওমান
11) ফিলিস্তিন
12) কাতার
13) সৌদি আরব
14) সিরিয়া
15) তুরস্ক
16) সংযুক্ত আরব
17) ইয়েমেন

৩। দক্ষিণ এশিয়ায় দেশ সংখ্যা ৮টি

1. মালদ্বীপ
2. ভূটান
3. আফগানিস্তান
4. ভারত
5. শ্রীলঙ্কা
6. বাংলাদেশ
7. নেপাল
8. পাকিস্তান
পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি।১০ টি বৃহত্তম দেশ
পৃথিবীতে কয়টি দেশ আছে। জানুন মোট দেশের সংখ্যা
বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি
বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি
বাংলাদেশের ৬৪টি জেলার নাম বিস্তারিত জেনে নিন
বাংলাদেশের আয়তন কত ২০২২ অনুযায়ী জেনে নিন
পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কে
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান জেনে নিন;

৪। দক্ষিণ-পূর্ব এশিয়াতে দেশসংখ্যা ১১ টি

1. মালেশিয়া
2. থাইল্যান্ড
3. ভিয়েতনাম
4. ফিলিপাইন
5. ইন্দোনেশিয়া
6. লাওস
7. মায়ানমার
8. ব্রুনেই
9. কম্বোডিয়া
10. সিঙ্গাপুর
11. পূর্ব তিমুর

এশিয়া মহাদেশের দেশগুলোর নাম
এশিয়া মহাদেশের দেশগুলোর নাম

৫। মধ্য এশিয়াতে দেশ সংখ্যা ৫টি

1. কাজাকিস্তান
2. কিরগিজস্তান
3. তাজাকিস্তান
4. তুর্কমেনিস্তান
5. উজবেকিস্তান

এশিয়া মহাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্যঃ

1. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে— লোহিত সাগর ও সুয়েজ খাল ।
2. এশিয়া মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে গিয়েছে— ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা।
3. ইউরোপ মহাদেশের সাথে স্থল দ্বারা এশিয়া মহাদেশ যুক্ত হওয়ায় এশিয়া ও ইউরোপকে— ইউরেশিয়া বলা হয়।
4. সমুদ্র সমতল থেকে উচ্চতার দিক থেকে সবচেয়ে নিচু দেশ— মালদ্বীপ (সমুদ্র সমতল থেকে ১.৫ মিটার উঁচু)।
5. অতীতে কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি— থাইল্যান্ড ।
6. দক্ষিণ-পূর্ব এশিয়ার যে দেশটি স্পেনীয় সাম্রাজ্যভুক্ত ছিল—ফিলিপাইন
7. সেনকাকু দ্বীপ নিয়ে যে দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে— চীন ও জাপান (চীনে এটি ‘দিয়াওইউ’ নামে পরিচিত)।
8. পরিবেশ দূষণ ঠেকাতে শিল্পাঞ্চল ও কালো ধোঁয়া অধ্যুষিত এলাকাকে ‘ক্যান্সার গ্রাম’ ঘোষণা দেয়—চীন
9. এশিয়া ও ইউরোপ দু’মহাদেশে অবস্থিত বলে—তুরস্ককে ইউরেশিয়ান রাষ্ট্র বলা হয় ।
10. কুয়েতের অবস্থান—পারস্য উপসাগরের তীরে।
11. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরীর অবস্থান— তুরস্কে।
12. ইসরাইলের কথিত ই-ওয়ান (East 1 or Mevaseret অঞ্চল অবস্থিত —জেরুজালেমে। Adumim)
13. মধ্য এশিয়ার দেশগুলো অন্তর্ভুক্ত ছিল— সোভিয়েত ইউনিয়নের।

এশিয়ার বিন্দু

1. উত্তরের বিন্দু — চেলিউসকিন অন্তরীপ (রাশিয়া)
2. দক্ষিণের বিন্দু — পিয়ায়ি অন্তরীপ (মালয়েশিয়া)
3. পশ্চিমের বিন্দু— বেবা অন্তরীপ (তুরস্ক)
4. পূর্বের বিন্দু— ডেজনেভ অন্তরীপ (রাশিয়া)

এশিয়ার বৃহত্তম

1. বৃহত্তম দ্বীপ—বোনিও (আয়তন ৭ লাখ ৪৩ হাজার ৩৩০ বর্গকিলোমিটার)।
2. বৃহত্তম উপদ্বীপ——আরব উপদ্বীপ
3. বৃহত্তম সাগর— দক্ষিণ চীন সাগর (আয়তন ২৯ লাখ ৭৪ হাজার ৬০০ বর্গকিলোমিটার)।
4. বৃহত্তম হ্রদ— কাস্পিয়ান (এটি এশিয়া এবং ইউরোপ মহাদেশে অবস্থিত)।
5. গভীরতম হ্রদ – বৈকাল হ্রদ (সর্বোচ্চ গভীরতা ১৬৩৭ মিটার, গড় গভীরতা ৭৫৮ মিটার)।
6. দীর্ঘতম নদী – ইয়াংসিকিয়াং (চীন); দৈর্ঘ্য ৬৩৮০ কিলোমিটার।

এশিয়া মহাদেশে কয়টি দেশ

নববহ্নি

Check Also

পরিসংখ্যান কাকে বলে

পরিসংখ্যান কাকে বলে। এর বৈশিষ্ট্য ও শাখা

পরিসংখ্যান কাকে বলে একটি “ঘটনা” সম্পর্কে সংখ্যাসূচক তথ্যকে পরিসংখ্যান বলা হয়। যে সংখ্যার মাধ্যমে পরিসংখ্যানে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *