গুণিতক কাকে বলে। গুণনীয়ক কাকে বলে

Table of Contents

গুণিতক কাকে বলে

কোন সংখ্যাকে যেকোন পূর্ণসংখ্যা দিয়ে গুণ করলে যেসব সংখ্যা পাওয়া যায় সে সকল সংখ্যাকে ঐ সংখ্যার গুণিতক বলে।

মোট কখা, কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণিতক পাওয়া যায়।
যেমনঃ ৪ এর গুণিতক হলো ৪, ৮, ১২, ১৬, ২০। এখানে ৪ কে যথাক্রমে ১,২,৩,৪,৫ দিয়ে গুণ করা হয়েছে। এখানে ৪ এর গুণিতক গুলো চার দ্বারা নিঃশেষে বিভাজ্য।

১- ২০ এর ঘরের নামতা মুখস্ত থাকলেই সহজেই ১-২০ এর গুণিতক বের করা যাবে।
ভাষা কাকে বলে। ভাষা কত প্রকার ও কি কি
ব্যবস্থাপনা কাকে বলে। সংজ্ঞা পরিধি ও গুরুত্ব
ভগ্নাংশ কাকে বলে। ভগ্নাংশ কত প্রকার ও কি কি
মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা কতটি
বর্গ কাকে বলে । বর্গক্ষেত্র কাকে বলে
ত্রিভুজ কাকে বলে। ত্রিভুজ কত প্রকার ও কি কি

সাধারণ গুণিতক

দুই বা ততোধিক সংখ্যার গুণিতকগুলোর মধ্যে যে গুণিতকগুলো মিল পাওয়া যায় তাদের সাধারণ গুণিতক বলে।

৬= ৬, ১২, ১৮, ২৪, ৩০, ৩৬, ৪২, ৪৮, ৫৪, ৬০, ৬৬, ৭২…..
৮= ৮, ১৬, ২৪, ৩২, ৪০, ৪৮, ৫৬, ৬৪, ৭২, ৮০………
এখানে ৬ এবং ৮ এর মধ্যে ২৪, ৪৮, ৭২ এর মিল পাওয়া যায়। তাই এগুলোকে সাধারণ গুণিতক বলে।

লঘিষ্ঠ সাধারণ গুণিতক

সাধারণ গুণিতক গুলোর মধ্যে সবচেয়ে ছোট গুণিতক কে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে।
উপরের ৬ এবং ৮ এর লসাগু হবে ২৪।

গুণিতক কাকে বলে
গুণিতক কাকে বলে

গুণনীয়ক কাকে বলে

কোন সংখ্যা, যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য ঐ সকল সখ্যাকে সেই সংখ্যার গুণনীয়ক বলে। মোট কথা গুণনীয়ক মানে ভাগ করা।
যেমনঃ ১২ এর গুণনীয়ক হলোঃ ১,২,৩,৪,৬,১২। এই ছয়টি সংখ্যা দিয়ে ১২ কে নিঃশেষে ভাগ করা যায় তাই এরা ১২ এর গুণনীয়ক।

সাধারণ গুণনীয়কঃ

দুই বা ততোধিক সংখ্যার গুণনীয়ক গুলোর মধ্যে মিল গুলোকে সাধারণ গুণনীয়ক বলে।
৩০= ১,২,৩,৫,৬,১০,১৫,৩০।
৩৬= ১,২,৩,৪,৬,৯,১২, ১৮,৩৬।
৩০ ও ৩৬ এর সাধারণ গুণনীয়ক= ১,২,৩,৬

গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগুঃ

সাধারণ গুণনীয়ক গুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে।

উপরের ৩০ ও ৩৬ এর গসাগু হবেঃ ৬

গুণিতক কাকে বলে
নববহ্নি
গুণনীয়ক কাকে বলে
লসাগু কি
গসাগু কি
লসাগু কাকে বলে
গসাগু কাকে বলে
লসাগু এর পূর্ণরূপ কি
গসাগু এর পূর্ণরূপ কি

গুণিতক কাকে বলে
গুণিতক কাকে বলে

Check Also

পরিসংখ্যান কাকে বলে

পরিসংখ্যান কাকে বলে। এর বৈশিষ্ট্য ও শাখা

পরিসংখ্যান কাকে বলে একটি “ঘটনা” সম্পর্কে সংখ্যাসূচক তথ্যকে পরিসংখ্যান বলা হয়। যে সংখ্যার মাধ্যমে পরিসংখ্যানে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *