পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কে

Table of Contents

পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কে

পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কে ? – এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মানুষ ধর্ম জাতি ভেদে ভিন্ন ভিন্ন নাম বলা হয়ে থাকে । তবে ইসলাম ধর্মাবলাম্বী মানুষেরা সকলে যা উত্তর দিবে তা সকলেরই জানা ।
স্বাভাবিক ভাবেই আমরা সহজেই মানুষকে বিচার করে থাকি । যেমন কাউকে দেখে তার সম্পর্কে স্বল্প জ্ঞানেই বলে দেই সে ভালো নাকি খারাপ । আবার কারোও কোনো কারণ এ আমরা কষ্ট পেলে তাকে খারাপ বলি । আবার কেউ উপকার করলে ভালো বলি ।কেউ ভালো কোনো কাজ করলে তাকে ভালো বলি । আবার পরক্ষণেই তার কোনো খারাপ দিক চোখে পড়তেই তাকে খারাপ বলি । আমরা নিজেরাই কারও চোখে ভালো আবা কারও চোখে খারাপ । যা অন্যদের সামনে নিজেকে উপস্থাপনের উপর নির্ভর করে ।
মধু খাওয়ার উপকারিতা ও কিছু নিয়ম জেনে নিন
জাতীয় চার নেতা ও জেল হত্যা দিবস
বঙ্গবন্ধুর জীবনী সাধারণ জ্ঞান;বঙ্গবন্ধু রচনা;সাধারণ জ্ঞানpdf

পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কে

ইসলাম ধর্ম মতে ,

পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ হচ্চেন , ইসলাম ধর্মের প্রবর্তক ও শ্রেষ্ট নবি ও রসুল মহানবি হজরত মুহাম্মদ সাল্লালাহি আলাইহি ওয়া সাল্লাম । অনেক বিখ্যাত মনীষীদের মতেও পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ নবী হযরত মুহাম্মদ সাঃ । অনলাইন সার্চ ইঞ্জিন গুগল এ এই কিওয়ার্ড লিখে সার্চ করলে প্রথমেই চলে আসে হযরত মুহাম্মাদ (সা.) এর নাম। যেমন শব্দ গুলো হলোঃ best man, best human, best human in the world, who is the best man ‘who is the best man in the world- ইত্যাদি । বাংলাতেই বিভিন্ন কিওয়ার্ড বা শব্দ দিয়ে জানতে চাইলে এই নাম আসবে । ১৯৭৮ সালে প্রকাশিত বিখ্যাত লেখক মাইকেল হার্টসের লেখা বিখ্যাত বই “ বিশ্ব সেরা ১০০ মনীষী” তে প্রথম এই রয়েছে মহানবী হজরত মুহাম্মদ (সা) এর নাম ।

পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কে
পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কে

হযরত মুহাম্মাদ (সা.)

ছিলেন ইসলাম ধর্মের সর্বশেষ নবী। পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রভাবশালী রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতা মহানবী হজরত মুহাম্মদ (সা) ।
৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) আরব অঞ্চলের মক্কায় মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেন। আরব অঞ্চল যখন অন্ধকারে ডুবে ছিলো যাকে বলা হয়ে থাকে জাহেলিয়াতের যুগ। নানা ধরনের কুসংস্কারে পূর্ণ ছিলো সে সময় ।

পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কে

তারা তাদের স্রষ্টা আল্লাহকে ভুলে গিয়ে নানা ধরনের অপকর্মে লিপ্ত হয়ে পড়ে । সর্ব ক্ষেত্রে ও স্থানে দেখা দিয়েছিল অরাজকতা অনাচার ও বিশৃঙ্খলা।মারামারি আর হানাহানি আর নিজেকে শ্রেষ্ট প্রমাণে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল মানুষ। তখনকার সময় মূর্তিপূজা করত তারা । এই সময়টাকে বলা হয়ে থাকে ‘আইয়ামে জাহেলিয়াত’ এর যুগ । এই সব থেকে মানুষকে মুক্তি দিতে, তাদের আলোর পথে নিয়ে আসতে আল্লাহতায়ালা মুহাম্মদ (সা.)-কে এ পৃথিবীতে পাঠান । পবিত্র গ্রন্থ কোরআন শরীফে বর্ণিত আছে যে , ‘মহানবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করতেন না।’

পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কে

পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কে
পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কে
মানুষ কিভাবে জীবন যাপন করবে । কিভাবে সকল সমস্যা সমাধান করা যায় । কোন পথে সুখ শান্তি কোন পথ বিপথ । তা নবী মুহাম্মদ (সা) আমাদের সুন্দর ভাবে দেখিয়ে গেছেন । যার জীবন আদর্শ আমাদের সকলের জন্য অনুকরণীয় । ইসলামের আগে জাহেলি আরব সমাজে নারীর মর্যাদাপূর্ণ কোনো অবস্থান ছিল না। ভোগের বস্তু মনে করা হত নারীদেরকে । নারীরা সে সময়ে ছিল রাতের গান-কবিতার আসর আর মদের আড্ডার বিশেষ অনুষঙ্গ। সমাজে তাদের মনে করা হত স্বামী বা মনিবের মরোঞ্জনের উপকরণ । সে সময়কার লোকেরা মনে করতো নারীরা পরিবার, সমাজ ও বংশের জন্য অসম্মান ও অভিশাপ । এমনকি সে সময়ে সামাজিক লজ্জার ভয়ে নারীকে জীবন্ত কবর দেয়া হতো।

পবিত্র গ্রন্থ আল কোরআনে পুরুষদের সঙ্গে নারীদেরও সম্পত্তির উত্তরাধিকার নির্ধারণ করে দেয়া হয়েছে। একইভাবে মায়েদের, স্ত্রীদের, কন্যাদের, স্বামীদের সম্পত্তির এবং বিশেষ অবস্থায় বোনদের-ভাইদের সম্পত্তির উত্তরাধিকার সাব্যস্ত করা হয়েছে। একবার ওয়াইস করনি (রা.) নবীজির কাছে খবর পাঠালেন, হে আল্লাহর রাসূল (সা.)। আপনার সঙ্গে আমার দেখা করার খুব ইচ্ছা, কিন্তু আমার মা খুব অসুস্থ, এখন আমি কী করতে পারি?
নবীজি (সা.) উত্তর পাঠালেন, আমার কাছে আসতে হবে না। আমার সঙ্গে সাক্ষাতের চেয়ে তোমার মায়ের সেবা করা বেশি জরুরি। মায়ের সেবা করার কারণে তিনি প্রিয় নবীর যুগে থেকেও তার সাক্ষাৎ লাভ করতে পারেননি।
পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কে

হাদিসে বর্ণিত আছে যে রাসূল (সা.) বলেন- যে ব্যক্তির তিনটি কন্যাসন্তান আছে যাদের সে লালন পালন করে এবং তাদের সঙ্গে সদয় আচরণ করে, তার জন্য অবশ্যই জান্নাত ওয়াজিব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল! যদি দুটি মেয়ে থাকে? নবীজি বললেন, দুটি থাকলেও (বুখারি : ২৪৮১)।

৬৩২ খ্রিস্টাব্দে মাত্র ৬৩ বছর বয়সে মহানবী হজরত মুহাম্মদ (সা) ইন্তেকাল করেন।

পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কে
পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কে
নববহ্নি
পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কে
পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ কে ছিলেন
পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ কে

Check Also

জন ডিলিঞ্জার কে

জন ডিলিঞ্জার কে ? ; এফবিআই তালিকায় জনগনের ১ম শত্রু

জন ডিলিঞ্জার কে ? সিনেমায় যেমন ডন নম্বর ওয়ান , হিরো নম্বর ওয়ান থাকে । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *