মানুষ কবিতা বাংলা কবিতা

Table of Contents

মানুষ কবিতা

আতিক ইয়াসির সিয়াম

দুনিয়ার শ্রেষ্ট জীব খ্যাত এক
প্রজাতী আছে ।
তারা নিজেদের প্রয়োজনে
অন্যের উপর নির্ভর করে করে বাচে ।

তারা বহুজাতী খায়
তাদের ভিতর আবার বহুজাতী ।
বহু ভেদাভেদ , বহু বৈষম্য ।
বহু ধর্ম , বহু নীতি ।

তারা বিদ্যা,বুদ্ধিতে
সেরা করে দাবী করে চলে ।
তারা দুনিয়ার লোভে
মৃত্যু ভোলে , স্রষ্টা ভোলে ।

কবি কাজী নজরুল ইসলামের কবিতা ; কাজী নজরুল ইসলামের উক্তি ও জীবনী

মানুষ কবিতা

মানুষ কবিতা
মানুষ কবিতা
তারা সামাজিক
সমাজ তার নিয়মের ভিতর চলে ।
তারা ক্ষুদ্রে হেয় , উচ্চে পূজা
আবার ভেদাভেদ করে তোলে ।

তারা ভবিবানী করে ,
বর্তমান দেখে দেয় ভবির ফলাফল ।
উল্টে গেলেই
মাথায় তুলে , থেমে যায় কলাকল ।

যত বল সব উচুরে দেয়,
ক্ষমা করে সব দোষ ।
নীচুর বল করে দূর্বল ,
করে ফেলে তারা বশ ।

..

তারা তাদের নিয়ে বাচে ।
বিপদে কেউ আগায়ে আসে ।
পরকষ্টে কেউবা আবার
মুখ লুখিয়ে হাসে ।

তারা বহু রুপী ,
বাচার তাগিদে
শত রুপ থাকে তার ।
রুপের সাথে রুপের চলে
বহুরুপী ব্যবহার ।

তবুও ভাবে অভাবে দুঃখ –সুখে
উড়ায় স্বপ্ন ফানুস ।
তারা স্বপ্নে মরে, স্বপ্নে বাচে ।
তারা জাতিগত মানুষ ।

মানুষ কবিতা

মানুষ কবিতা
মানুষ কবিতা
আরও পড়ুনঃ
১) বিরহের কবিতা ও কষ্টের কবিতা ভালোবাসার কবিতা

২) রোমান্টিক কবিতা;রোমান্টিক প্রেমের কবিতা ভালোবাসা আবেগের ছন্দ ও কবিতা

৩)প্রেমের কবিতা; ভালোবাসার কবিতা বাংলা কবিতা ও ছন্দ

৪) বাংলা কবিতা “নদীর পাড়ের হাট” কবিতা আবৃত্তি
রোমান্টিক স্ট্যাটাস;ভালোবাসার উক্তি;bangla romantic status

আমাদের সাথে থাকতে লাইক দিন আমাদের ফেসবুক পেজ নববহ্নি

Check Also

বৃষ্টি নিয়ে কবিতা

বৃষ্টি নিয়ে কবিতা। জীবন নিয়ে কবিতা

বৃষ্টি নিয়ে কবিতা ০১ কবিতা লিখেছেন: আতিক সিয়াম একটু বৃষ্টির প্রার্থনায় তপ্ত দুপুর ঘামে ভেজা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *