প্রকৃতি নিয়ে কবিতা অভিমান ও ভালোবাসা নিয়ে কবিতা

প্রকৃতি প্রকৃতি নিয়ে কবিতা , অভিমান ,ভালবাসার কবিতা -১

যে ছন্দের শিরোনাম নেই

খুরশীদ কামাল তুষার

অনেকটা দিন যায় পেরিয়ে, ভাল নেই এই ধরা,
দিশেহারা মানুষ সবাই, কাটাতে চায় জরা।

এমন একটা সময় যখন মেলে একটু আশার আলো,
আমার বাংলা তখনও ভাই, অন্য মেঘে কালো!

রোগ থেকে সেরে উঠতে বিশ্বে যখন আয়োজন,
আমার দেশে চলছে তখন ভাষ্কর্য বন্দন!

ভাষ্কর্য কি মুর্তি নাকি চলছে মহা দ্বন্দ্ব,
ফেমিনিস্টরা পেল তখন নতুন আরেক ছন্দ।

নিকোটিন আস্বাদন যদি পুরুষ করতে পারে,
নারীকুল করলে সেথায় জ্বালা কেন বাড়ে??

রোগ থেকে বাঁচতে এখন তামাক ছাড়তে বলে,
দেখছি আরও বেশি ধোয়া উড়ছে ধরাতলে!

নারী পুরুষ নিয়ে কেন এত বৈষম্য?
প্রকাশ্য ধুমপান নয় কারোর থেকেই কাম্য।

ছেলে পুরুষ প্রকাশ্যে সব রোজ খাচ্ছে বিড়ি,
মেয়ে বসে খেতে গেলেই লাগলো সুড়সুড়ি!

প্রকাশ্যে সবার ধুমপান পারলে আগে বন্ধ করেন,
সমাজ সংস্কারের বুলি তারপর সবাই মিলে ঝাড়েন।

আইনের হাত লম্বা অনেক সবাই সমান চোখে,
জেল জরিমানা করবে টা কে, যখন আইন’ই বিড়ি ফুঁকে!!

প্রকৃতি, অভিমান ,ভালবাসার কবিতা -২

দেখা অদেখার মাঝে

খুরশীদ কামাল তুষার

হঠাৎ মনটা থমকে গেল,
দেখে মনে হলো, এই বুঝি সে এলো!

যার মাথাভর্তি চুল, ঘোরবরষার মেঘের মত কালো,
যার আখি দীপ্তি ছড়ায়, দৃপ্ত হাতে বিলায় আলো।

যার মুখ সদা হাসজ্জ্বোল, ঠোঁটের কোনে মিইয়ে যায়না হাসি,
মনে হলো,এই তো সেই অপরুপা, যাকে আমি চিরকাল ভালবাসি।

হৃদয়ে ঢেউ জাগিয়ে সেথা শুভ্র হংসের মত ভেসে গেল যেন,
অন্তর সুধায় তারে, এলেই যদি, তবে এতদিন পরে কেন?

যে কবিতা শুনতে জানে না
সে নাকি সূর্যকে হৃদপিন্ডে ধরে রাখতে পারে না।

রোমান্টিক কবিতা
রোমান্টিক কবিতা
কিন্তু সে কবিতা শুনতে জানে,
শুধু শোনা নয়, সে তা ধারণ করে মনে।

আমি তাঁর চোখে দেখেছি ভালবাসার অক্ষরগুলো,
মনভোলা এ আমাকে করেছে সে আরও অগোছালো!

তাঁর হৃদয় সূর্যের আভায় পরিপুর্ণ,
তাঁর অন্তরদৃষ্টি করেছে আমায় বিচূর্ণ!

তার চাঞ্চল্য আমাকে দিয়েছে অসীম মুগ্ধতা,
পলকের মধ্যে ঘুচিয়ে দিয়েছে সকল শুন্যতা!

হ্যা, আমি তারই অপেক্ষায়, তার পানে চেয়ে আজ কিংকর্তব্যবিমুঢ়,
হৃদয় মাঝে ধ্বনিত হচ্ছে তাঁরই চেনা কন্ঠ, চেনা সুর…

প্রকৃতি, অভিমান ,ভালবাসার কবিতা -৩

অভিমান

খুরশীদ কামাল তুষার

অভিমান , অভিমান শুধুই একটা শব্দ নয়,
কখনো এ শব্দটাই ডেকে আনে ক্ষয়!

আমরা না চাইলেও একরাশ অভিমান চলে আসে,
এসে পড়ে কিছু দ্বন্দ্বে, কিছুটা খাপছাড়া ছন্দে,

আর তখন, দূরে দাঁড়িয়ে ইবলিশ যেন উচ্চস্বরে হাসে!
অভিমান কখনো কখনো রাগে পরিনত হয়,

দুরত্ব বাড়িয়ে ক্রোধ পায় জয় ।
আমার কেন এত পোড়ে?

সে যদি না ই খোঁজ করে!
আমিও দেখব, দেখব কতদিন এমন যায়,

আমার কি? সে আমার পড়ে? আমার খায়?
অভিমান, অভিমান অট্টহাস্যে লিপ্ত হয়,

অভিমানে দিন বাড়ে, রাত কাটে , দিন পেরোয়।
আরও অভিমান, অভিমান, অভিমান

অভিমান দূরে নিয়ে যায়।
তবু অভিমান শুধু ঐ মানুষটার সুখ চায়।।

প্রকৃতি, অভিমান ,ভালবাসার কবিতা -৪

প্রেমের কবিতা; ভালোবাসার কবিতা
প্রেমের কবিতা; ভালোবাসার কবিতা

এক টা মানুষ

এক টা মানুষ, নিজের ভেতরে হাজার কষ্ট পুষে,
হাজার লোকের লক্ষ কথা যেন ব্লটিং দিয়ে শুষে।

একটা মানুষ, নিজের ভেতর ডিপ্রেশনকে আনে,
একটা মানুষ নিজের মধ্যের নিজেকেই না চিনে !

একটা মানুষ নিজেকে নিয়ে নিজেই করে খেলা,
একটা মানুষ, জানেনা কখন মিলিয়ে যাবে বেলা !

একটা মানুষ ঘরবন্দি, একলা বসে কাঁদে,
একটা মানুষ পড়ছে নিজেই, নিজের পাতা ফাঁদে !

একটা মানুষ বুঝতে চায়না , অনেকেই তাঁর আছে,
একটা মানুষ বলতেই চায়না কথা তাদের কাছে!

একটা মানুষ, মানুষটার আচরণে পরিবর্তন আসে !
মানুষটা দেখতেই পায়না, কেউ থাকে তাঁর পাশে ।

একটা মানুষ অনেক অনেক দুঃখ কষ্টে ভোগে,
মানুষ আবার সুখ খুঁজে নেয় সেই দুঃখ সহযোগে।।

প্রকৃতি, অভিমান ,ভালবাসার কবিতা -৫

প্রকৃতি নিয়ে কবিতা

বৃষ্টি

খুরশীদ কামাল তুষার

আজ বৃষ্টি নামবে।
বৃষ্টি নামবে মুষলধারে
টিনের চালে ঝমঝম ধ্বনি দূর করবে সব স্তদ্ধতা
বৃষ্টি গড়াবে চাল থেকে বাড়ির আঙ্গিনায়
আঙ্গিনা পথে প্রান্তরে ঝুপঝুপ ধ্বনিতে মুখরিত হবে সব জলাশয়।
স্যাতস্যাতে মিষ্টি ঘ্রান ছড়াবে, দিবে সুখ, বৃষ্টিভেজা সুখ ;
আজ বৃষ্টি হবে, বৃষ্টি হবে ঝমঝমিয়ে।।

বৃষ্টি তো রোজ নামে,
পথের ধারে পড়ে থাকা ঐ মেয়েটার,
ঐ মেয়েটা, যাকে খুবলে খেয়ে আস্তাকুড়ে ফেলে দিয়েছিল পাষন্ডরা
কই, ঐ বৃষ্টিতে তো এত ছন্দিত শব্দ হয়না!!

বৃষ্টি তো রোজ নামে,
ঐ যে ঐ পরিবারটায়,
চার চারটা মেয়েমানুষ
একমাত্র ছাতা ধরা মানুষটা বিদায় নিয়েছ
বিদায় নিয়েছে বড় আশ্চর্য্যভাবে আশ্চর্য্যভাবে চারজনকে একা করে দিয়ে!
কই, ঐ বৃষ্টি তো এত সুবাস ছড়ায় না!

বৃষ্টি তো রোজ নামে ঐ প্রবাসী ভাইটার ঘরে,
ঘরে নয়, শুন্য বদ্ধভুমিতে,
যেখানে পড়ে আছে তার স্ত্রী আর তিন সন্তান
রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ নিয়ে!
কোথায়? ঐ বৃষ্টিতে এত সুখ কোথায়??

আজ নাকি বৃষ্টি হবে,
আকাশএ চেয়ে দল বেধে আছি,
গান গাইতে, বৃষ্টিতে ভিজতে, আজ বৃষ্টি হবে!
বছরের তিনশো পয়ষট্টিটা দিন যে বৃষ্টিতে ওঁরা ভিজছে,
সেই বৃষ্টির সাথে কি গান গাওয়া যায়??
আজ নাকি বৃষ্টি হবে, মুষলধারে বৃষ্টি।।

প্রকৃতি নিয়ে কবিতা

প্রকৃতি, অভিমান ,ভালবাসার কবিতা

প্রকৃতি নিয়ে কবিতা

সিঙ্গেল ও ভ্যালেন্টাইন

খুরশীদ কামাল তুষার

ভালোবাসার কবিতা ভালোবাসার ছন্দ
ভালোবাসার কবিতা ভালোবাসার ছন্দ
ভালবাসা দিবস এলেই শুরু কিছু কারবার,
কমিটির পর কমিটি খুলে সিঙেল নামে হাহাকার!
তুমি সিঙ্গেল তা বোঝাতে কর কত আয়োজন,
সোজা কথায় বললেই হয়, মেয়ে তোমার প্রয়োজন!

এই কমিটি ঐ কমিটি কত অদ্ভুত কাহিনি,
মিছিল করে জানান দেয়,
তারা সিঙ্গেল বাহিনি!

এসব করে ফাকা মজা না করলেও পার,
অযথাই কাপল দেখে কথার ঢিল ছোড়ো!

তাঁদের দেখে তোমার কেন হবে মাথার ব্যামো?
হা হুতাশ না করে এবার না হয় থামো।

খুব যদি হয় অসুবিধে যেও না ক কাছে,
অন্যায় তাঁরা করলে তো আইন সেথায় আছে।
প্রকৃত ভালবাসায় জানি নেই কোন পাপ,
অপবিত্র কিছু হলে, ধর্ম দেবে অভিশাপ।

তাই বলছি সময় থাকতে ভন্ডামিটা ছাড়ো,
নিজের ভাল বুঝে পরে সমাজটাকে গড়ো।

প্রকৃতি নিয়ে কবিতা
আরো পড়তে পারেন দেশী ও দেশে প্রাপ্ত বাইক গুলো

আমাদের সাথে যুক্ত হতে লাইক দিন নববহ্নি পেজ এ

Check Also

বৃষ্টি নিয়ে কবিতা

বৃষ্টি নিয়ে কবিতা। জীবন নিয়ে কবিতা

বৃষ্টি নিয়ে কবিতা ০১ কবিতা লিখেছেন: আতিক সিয়াম একটু বৃষ্টির প্রার্থনায় তপ্ত দুপুর ঘামে ভেজা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *