কবি কাজী নজরুল ইসলামের কবিতা ; কাজী নজরুল ইসলামের উক্তি ও জীবনী

কাজী নজরুল ইসলামের কবিতা

গাহি সাম্যের গান,
মানুষের চেয়ে বড় কিছু নাই ,
নহে কিছু মহীয়ান ।

সাম্যের কবি , বিদ্রোহী কবি , প্রেমের কবি ও কবিতার যত শাখা প্রশাখা আছে সর্বত্র যার বিচরণ সেই মহান কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ।তিনি ছিলেন একজন বাঙালি কবি, লেখক, সঙ্গীতজ্ঞ এবং বাংলাদেশের জাতীয় কবি। অনেক জনপ্রিয়, ধর্মীয় ভক্তি এবং নিপীড়নের বিরুদ্ধে বিদ্রোহের একটি বৃহৎ কবিতা ও সঙ্গীত তৈরি করেছিলেন তিনি । রাজনৈতিক ও সামাজিক ন্যায়বিচারের জন্য নজরুলের সক্রিয়তা তাকে “বিদ্রোহী কবি” উপাধিতে ভূষিত করা হয়েছে । তাঁর রচনাগুলি নজরুল গীতি এর আভান্ট-গার্ডে সঙ্গীত ধারা গঠন করে।

বর্তমানে পশ্চিমবঙ্গ ( তৎকালীন বর্ধমান জেলা ) এ একজন বাঙালি মুসলিম কাজী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি । নজরুল ইসলাম ধর্মীয় শিক্ষা লাভ করেন এবং একজন যুবক হিসেবে স্থানীয় মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজ করেন। গ্রামীণ নাট্যদল লেটার দল-এর সাথে কাজ করার সময় তিনি কবিতা, নাটক এবং সাহিত্য সম্পর্কে শিখেছিলেন, লেটো পশ্চিমবঙ্গের একটি লোকগানের ধারা যা সাধারণত এই অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের লোকেরা পরিবেশন করে ।

তিনি ১৯১৭ সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন এবং করাচিতে পোস্ট করা হয়। নজরুল যুদ্ধ শেষ হওয়ার পর কলকাতায় সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি ব্রিটিশ রাজের সমালোচনা করেন এবং তাঁর কাব্যিক রচনাগুলির মাধ্যমে বিপ্লবের আহ্বান জানান, যেমন “বিদ্রোহী” এবং “ভাঙ্গার গান” সেইসাথে তাঁর প্রকাশনা ধূমকেতুতে । ভারতীয় স্বাধীনতা আন্দোলনে তার জাতীয়তাবাদী সক্রিয়তার কারণে তাকে ঔপনিবেশিক ব্রিটিশ কর্তৃপক্ষের দ্বারা ঘন ঘন কারাবরণ করতে হয়। কারাগারে থাকা অবস্থায় নজরুল লিখেছেন “রাজবন্দীর জবানবন্দী”। তার লেখা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের বাঙালিদের ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল।

নজরুলের লেখায় স্বাধীনতা, মানবতা, প্রেম এবং বিপ্লবের মতো বিষয়গুলি অন্বেষণ করা হয়েছে। তিনি ধর্মীয়, বর্ণ-ভিত্তিক এবং লিঙ্গ-ভিত্তিক সহ সমস্ত ধরণের গোঁড়ামি ও মৌলবাদের বিরোধিতা করেছিলেন। নজরুল ছোটগল্প, উপন্যাস এবং প্রবন্ধ লিখেছেন কিন্তু তার গান ও কবিতার জন্য সবচেয়ে বেশি পরিচিত। তিনি বাংলা ভাষায় গজল গানের প্রচলন করেছিলেন এবং তাঁর রচনায় আরবি ও ফারসি শব্দের ব্যাপক ব্যবহারের জন্যও পরিচিত।

নজরুল প্রায় ৪,০০০ টি গান লিখেছেন এবং সুর করেছেন, যা সম্মিলিতভাবে নজরুল গীতি নামে পরিচিত। ১৯৪২ সালে ৪৩ বছর বয়সে, তিনি একটি অজানা রোগে ভুগতে শুরু করেন, তার কণ্ঠস্বর এবং স্মৃতিশক্তি হারান। ভিয়েনার একটি মেডিকেল টিম এই রোগটিকে পিকস ডিজিজ হিসেবে চিহ্নিত করেছে, এটি একটি বিরল দুরারোগ্য নিউরোডিজেনারেটিভ রোগ। এটি নজরুলের স্বাস্থ্যের ক্রমাগত অবনতি ঘটায় এবং তাকে বিচ্ছিন্ন অবস্থায় থাকতে বাধ্য করে। তিনি রাঁচি (ঝাড়খণ্ড) মানসিক হাসপাতালেও বহু বছর ধরে ভর্তি ছিলেন। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে, নজরুলের পরিবার তাকে বাংলাদেশে নিয়ে যায় এবং ১৯৭২ সালে ঢাকায় চলে আসে। তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিকত্ব লাভ করে। চার বছর পর ১৯৭৬ সালের ২৯ আগস্ট বাংলাদেশে তিনি মারা যান।

কাজী নজরুল ইসলামের কবিতা

কাব্যগ্রন্থ গুলো

১) অগ্নি বিনা , ১৯২২

• প্রলয়োল্লাস
• বিদ্রোহী
• রক্তাম্বর-ধারিণী মা
• আগমণী
• ধূমকেতু
• কামাল পাশা
• আনোয়ার
• রণভেরী
• শাত-ইল-আরব
• খেয়াপারের তরণী
• কোরবানি
• মোহররম

কাজী নজরুল ইসলামের কবিতা

সঞ্চিতা , ১৯২৫
সঞ্চিতা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য-সংকলন। এই গ্রন্থে আটাত্তরটি কবিতা ও সতেরোটি গান আছে। এর মধ্যে –
• ‘বিদ্রোহী’,
• ‘সর্বহারা’,
• ‘সাম্যবাদী’,
• ‘মানুষ’,
• ‘জীবন বন্দনা’,
• ‘খুকী ও কাঠবেড়ালী’,
• ‘চল্‌ চল্‌ চল্‌’ প্রভৃতি প্রধান।
গ্রন্থটির উৎসর্গ পত্রে লেখা আছে: “বিশ্বকবিসম্রাট শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর শ্রীশ্রীচরণারবিন্দেষু”।

আমাদে সাথে যুক্ত থাকতে লাইন দিন আমাদের ফেসবুক পেজ নববহ্নি

কবি কাজী নজরুল ইসলামের কবিতা
কবি কাজী নজরুল ইসলামের কবিতা

কাজী নজরুল ইসলামের কবিতা

ফণীমনসা , ১৯২৭

• সব্যসাচী
• দ্বীপান্তরের বন্দিনী
• প্রবর্তকের ঘুর-চাকায়
• আশীর্বাদ
• মুক্তি-কাম
• সাবধানী-ঘণ্টা
• বিদায়-মাভৈ
• বাংলায় মহাত্মা
• হেমপ্রভা
• অশ্বিনীকুমার
• ইন্দু-প্রয়াণ
• দিল-দরদী
• সত্যেন্দ্র-প্রয়াণ
• সত্য কবি
• সত্যেন্দ্র-প্রয়াণ-গীতি
• সুর-কুমার
• রক্ত-পতাকার গান
• অন্তর-ন্যাশনাল সংগীত
• জাগর সূর্য
• যুগের আলো
• পথের দিশা
• যা শত্রু পরে পরে
• হিন্দু-মুসলিম যুদ্ধ

কাজী নজরুল ইসলামের কবিতা

চক্রবাক , ১৯২৯

• তোমারে পড়িছে মনে
• বাদল-রাতের পাখি
• স্তব্ধ রাতে
• বাতায়ন-পাশে গুবাক-তরুর সারি
• কর্ণফুলী
• শীতের সিন্ধু
• পথচারী
• মিলন-মোহনায়
• গানের আড়াল
• তুমি মরে ভুলিয়াছ
• হিংসাতুর
• বর্ষা-বিদায়
• সাজিয়াছি বর মৃত্যুর উৎসবে
• অপরাধ শুধু মনে থাক
• আড়াল
• নদীপারের মেয়ে
• ১৪০০ সাল
• চক্রবাক
• কুহেলিকা

কাজী নজরুল ইসলামের কবিতা

সাতভাই চম্পা , (কিশোর কবিতা) ১৯৩৩

কবি কাজী নজরুল ইসলামের কবিতা
কবি কাজী নজরুল ইসলামের কবিতা
নির্ঝর , ১৯৩৯

1. অভিমানী,
2. বাঁশীর ব্যথা,
3. আশায়,
4. সুন্দরী,
5. মুক্তি,
6. চিঠি,
7. আরবি ছন্দের কবিতা,
8. প্রিয়ার দেওয়া শরাব,
9. মানিনী বধূর প্রতি,
10. গান (আজ নূতন করে পড়ল মনে মনের মতনে),
11. গরিবের ব্যথা,
12. তুমি কি গিয়াছ ভুলে,
13. হবে জয়,
14. পূজা-অভিনয়,
15. চাষার গান,
16. জীবনে যাহারা বাঁচিল না,
17. ‘দীওয়ান-ই-হাফিজ’: ৮টি গজল,
18. ‘দীওয়ান-ই-হাফিজ’: ৮টি গজল,
19. ‘দীওয়ান-ই-হাফিজ’: ৮টি গজল,
20. ‘দীওয়ান-ই-হাফিজ’: ৮টি গজল,
21. ‘দীওয়ান-ই-হাফিজ’: ৮টি গজল,
22. ‘দীওয়ান-ই-হাফিজ’: ৮টি গজল,
23. ‘দীওয়ান-ই-হাফিজ’: ৮টি গজল,
24. ‘দীওয়ান-ই-হাফিজ’: ৮টি গজল,
25. নমস্কার।

কাজী নজরুল ইসলামের কবিতা

নতুন চাঁদ , ১৯৩৯

• নতুন চাঁদ
• চির-জনমের প্রিয়া
• আমার কবিতা তুমি
• নিরুক্ত
• সে যে আমি
• অভেদম্‌
• অভয় সুন্দর
• অশ্রু-পুস্পাঞ্জলী
• কিশোর রবি
• কেন জাগাইলি তোরা
• দুর্বার যৌবন
• আর কতদিন
• ওঠ রে চাষী
• মোবারকবাদ
• কৃষকের ঈদ
• চাষীর ঈদ
• আজাদ
• ঈদের চাঁদ
• চাঁদনী রাতে

কাজী নজরুল ইসলামের কবিতা

মরুভাস্কর , ১৯৫১

প্রথম সর্গ
• অবতরণিকা
• অনাগত
• অভ্যূদয়
• স্বপ্ন
• আলো-আঁধারি
• দাদা
• পরভৃত

• দ্বিতীয় সর্গ
• শৈশব-লীলা
• প্রত্যাবর্তন
• “সাক্কুস সাদ্‌র” (হৃদয় উন্মোচন)
• সর্বহারা

• তৃতীয় সর্গ
• কৈশোর
• সত্যাগ্রহী মোহাম্মদ
• শাদী মোবারক
• খদিজা
• সম্প্রদান
• নও কাবা
• সাম্যবাদী

কাজী নজরুল ইসলামের কবিতা

সঞ্চয়ন (সংগৃহীত কবিতা), ১৯৫৫

• অবতরণিকা
• অনাগত
• অভ্যূদয়
• স্বপ্ন
• আলো-আঁধারি
• দাদা
• পরভৃত
• শৈশব-লীলা
• প্রত্যাবর্তন
• “সাক্কুস সাদ্‌র” (হৃদয় উন্মোচন)
• সর্বহারা
• কৈশোর
• সত্যাগ্রহী মোহাম্মদ
• শাদী মোবারক
• খদিজা
• সম্প্রদান
• নও কাবা
• সাম্যবাদী

নজরুল ইসলাম: ইসলামী কবিতা (ইসলামী কবিতার সংকলন; ঢাকা, বাংলাদেশ: ইসলামিক ফাউন্ডেশন, ১৯৮২)

কবি কাজী নজরুল ইসলামের কবিতা
কবি কাজী নজরুল ইসলামের কবিতা
নজরুল গীতি

দোলন চাঁপা ১৯২৩
বিষের বাশি , ১৯২৪
ভাঙ্গার গান , ১৯২৪ ( ১৯২৪ সালে নিষেধ)
ছায়ানট , ১৯২৫
চিত্তনামা , ১৯২৫
সাম্যবাদী , ১৯২৬
পবের হাওয়া , ১৯২৬
সর্বহারা , ১৯২৬
সিন্ধু হিন্দোল , ১৯২৭
জিঞ্জির , ১৯২৮
প্রলয় শিখা , ১৯৩০ (১৯৩০ সালে নিষিদ্ধ)
শেশ সওগাত , ১৯৫৮

ছোট গল্প

রিক্তার বেদান , ১৯২৫
শিউলিমালা , ১৯৩১
ব্যাথার ড্যান , ১৯২২

উপন্যাস

বন্ধন হারা , ১৯২৭
মৃত্যুক্ষুধা , ১৯৩০
কুহেলিকা , ১৯৩১

নাটক আর নাটক

ঝিলিমিলি , নাটক, ১৯৩০
আলেয়া , গানের নাটক, ১৯৩১
পুতুলের বিয়ে , শিশুদের খেলা, ১৯৩৩
মধুমালা (একটি মিউজিক্যাল প্লে ), ১৯৬০
ঝাড় (ঝড়), কিশোর কবিতা এবং নাটক, ১৯৬০
গাদা পটকা পুতুলের বিয়ে , কিশোর কবিতা এবং নাটক, ১৯৬৪
শিল্পী

প্রবন্ধ

যুগ বাণী , ১৯২৬
ঝিঙে ফুল , ১৯২৬
দুর্দিনের যাত্রী , ১৯২৬
রুদ্র মঙ্গল , ১৯২৭
ধূমকেতু , ১৯৬১

আরও পড়ুন , প্রেমের কবিতা

Check Also

বৃষ্টি নিয়ে কবিতা

বৃষ্টি নিয়ে কবিতা। জীবন নিয়ে কবিতা

বৃষ্টি নিয়ে কবিতা ০১ কবিতা লিখেছেন: আতিক সিয়াম একটু বৃষ্টির প্রার্থনায় তপ্ত দুপুর ঘামে ভেজা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *