জীবনের বাস্তবতা নিয়ে কিছু কথা – Reality

Table of Contents

বাস্তবতা নিয়ে কিছু কথা

দুনিয়াতে আপনার আগমনের সাথী কেউ ছিলো নাহ । আপনি একা এসেছেন , একাই চলে যাবেন । স্বার্থপরতা সবার মাঝেই আছে । আপনার চলার পথে আপনাকে প্রায় সময়ই বাস্তবতার সম্মূখীন হতে হয় । যা সত্য তাই বাস্তব । বাস্তবতা নিয়ে কিছু কথা
Read more
1. টাকা নিয়ে উক্তি; সেরা (৪০টি) উক্তি।
2. প্রেমের কবিতা; ভালোবাসার কবিতা বাংলা কবিতা ও ছন্দ
3. পুষ্প আপনার জন্য ফোটে না; ভাবসম্প্রসারণ;
জীবন নিয়ে কিছু কথা
জেনে আসা যাক বাস্তবতা নিয়ে কিছু কথা ।

১) পৃথিবীর বড় বাস্তবতা আপনি বাস্তবেই একা ।
২) কল্পনায় বহুজনকে আপনার পাশে পেলেও আপনার প্রয়োজনে আপনি কাউকে নিজে থেকে পাবেন নাহ ।
৩) জীবনের যত দুনিয়াবী চিন্তা ভাবনা করবেন তত দুশ্চিন্তা বাড়বে ।
৪) অন্যের প্রয়োজনেই অন্যরা আপনাকে কাছে চায় বা কাছে আসে ।
৫) আপনি যতটা সরলতা প্রকাশ করবেন , আপনার চারপাশের সকলেই আপনাকে ব্যবহার করতে চাইবে ।
৬) এখানে আপনার মত করে আপনাকে কেউ কখনও ভাবে নাহ ।
৭) সকল কিছু আত্মকেন্দ্রিক ।
৮) একাডেমিক পড়াশোনা যতই শেখা বা শিক্ষার উদ্দেশ্যে করেছেন বলে দাবি করেন । দিন শেষে ভালো একটা অর্থ উপার্জন আর মর্যাদা অর্জন ছাড়া কেউ আপনাকে দাম দিবে নাহ ।
৯) টাকা পয়সা , ধন সম্পদ ছাড়া কেউ আপনাকে সফল বলে মনে করবে না । আপনি যেই হোন না কেনো ?

১০) সময় মত কোনো বিদ্যা বা সম্পদ কাজে না এলে সে জ্ঞান , সম্পদ বৃথা ।

বাস্তবতা নিয়ে কিছু কথা

বাস্তবতা নিয়ে কিছু কথা
জীবনের বাস্তবতা নিয়ে কিছু কথা
১১) আপনি দুনিয়ায় যে স্বপ্ন নিয়ে বেঁচে আছেন বা যে দুনিয়াবী যে স্বপ্নে আপনি বিভোর তা নিত্তান্তই মোহ ছাড়া আর কিছুই নয় ।

১২) নিজে যা নেই তা অর্জন করতে শিখুন । অধ্যাবসায়ের পর তা অর্জন না করতে পারলে তার আর কোনো দরকার নেই আপনার জীবনে । যদি জেদের বশে মোহের পিছে ছুটেন আপনি প্রয়োজনীয় অনেক কিছুই হারাবেন জীবন থেকে ।

১৩) আপনার মূল্যায়ন আপনার অবস্থান , অর্থ ও প্রয়োজনের উপর নির্ভর করে ।

১৪) সুখ বলতে নিজের মনের সন্তুষ্টি । আপনি কোনো কিছুতে সুখী হতে না পারলে বুজবেন আপনি সন্তুষ্ট নন ।

১৫) যতই ভালো ছাত্র বা ছাত্রী হন একাডেমিক জগতে । আপনার আয় ও মর্যাদা না থাকলে কেউ দাম দিবে নাহ ।

১৬) পরীক্ষায় ভালো ফল না করতে পারলে যতই সিলেবাস বা পড়াশোনা করে থাকেন না কেনো তার কোনো মূল্য কেউ দিবে নাহ ।

১৭) আপনার সফলতা নিয়ে আপনার থেকে নিচের পজিশনে থাকা সকলেই হিংসুটে হয়ে যাবে ।

১৮) আপনি যতই বাকপটু হন না কেনো । সময় ও সঠিক ক্ষেত্রে কথা বলতে না পারলে আপনার তা বৃথা ।

১৯) আপনার প্রতিদ্বন্দীর থেকে আপনি এগিয়ে গেলে তারা কষ্ট পায় ।

২০) আপানার অর্থ সম্পদ ও ক্ষমতা দেখে যারা আপনার আপনার পাশে থাকবে । এসব ফুরালে তারাও দৌড়ে পালাবে ।

বাস্তবতা নিয়ে কিছু কথা

২১) কষ্ট মনে করলে তা কষ্টের ।

২২) নিজেকে সুখী ভাবতে পারলে আপনি সুখী ।

২৩) পণ্য কখনও বিলাসী হয় নাহ । নিজেরাই যেটাকে বিলাসী মনে করি তাই বিলাসিতা ।

২৪) মানুষের জৈবিক চাহিদা মিটিয়ে মনে চাহিদা মিটানোই বিলাসিতা ।

২৫) যার সামর্থ আপনার কাছে নেই তাই বিলাসিতা ।

২৬) স্বার্থের কাছে অনেক কিছুই বলি হয়ে যায় ।

২৭) মা-বাবা র থেকে দুনিয়ায় কোনো মহামূল্যবান সম্পদ হতেই পারে নাহ ।

বাস্তবতা নিয়ে কিছু কথা

আপনি চলার পথে যেসব অবিজ্ঞতা অর্জন করেন তাই বাস্তবতা । আর এসব বাস্তবতা নিয়েই জীবনের পথ চলতে হয় । বাস্তবতা বেশিরভাগ সময়ই নিষ্ঠুর হয় । বাস্তবতার বহু রঙ বহু রুপ । এত রুপের বিচিত্র রঙ জীবনে আছে বলেই জীবন বৈচিতময় ।

বাস্তবতা নিয়ে জীবনে কত গল্প কত ঘটনাই থাকে সব কিছু মিলিয়ে চলতে হয় সারা জীবন । যেদিন জীবনের পালা সাঙ্গ করে পরপারে পারি দেয় তার পরও রয়ে যায় বাস্তবতার রেশ । এক সময় দুনিয়া মাতানো মানুষটাকেও ভুলে যায় মানুষ । কেউ কেউ আবার বেচে থাকে জনম জনম ।

সাম্প্রতিক
সাম্প্রতিক
বাস্তবতা নিয়ে কিছু কথা ,
বাণী চিরন্তন বাস্তবতা ,
বাস্তবতা নিয়ে উক্তি ,
জীবন ও বাস্তবতা ,
বাস্তবতা নিয়ে স্ট্যাটাস ,
জীবনের বাস্তবতা নিয়ে কিছু উক্তি ,
বাস্তবতা অনেক কঠিন
বাস্তবতা নিয়ে কিছু কথা
বাস্তব
বাস্তবতা নিয়ে কিছু কথা
জীবন নিয়ে কিছু কথা

Check Also

বৃষ্টি নিয়ে কবিতা

বৃষ্টি নিয়ে কবিতা। জীবন নিয়ে কবিতা

বৃষ্টি নিয়ে কবিতা ০১ কবিতা লিখেছেন: আতিক সিয়াম একটু বৃষ্টির প্রার্থনায় তপ্ত দুপুর ঘামে ভেজা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *