বেতন মওকুফের জন্য আবেদন ; আবেদন পত্র abedon potro bangla

Table of Contents

বেতন মওকুফের জন্য আবেদন ; abedon potro bangla

সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রত্ব বা দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য একটি আবেদন পত্র লিখ <হ২>

১৩ই জানুয়ারী ২০২২
বরাবর
প্রধান শিক্ষক.
আজিমপুর সরকারী উচ্চ বিদ্যালয়
আজিমপুর , ঢাকা

বিষয়: সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রত্ব বা দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য প্রার্থনা।

জনাব ,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্টানের অষ্টম শ্রেণীর ছাত্র রাকিব রায়হান । আমার বাবা একজন দিনমজুর কৃষক । আমার বাবা আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য । যিনি আমাদের পরিবারকে দেখাশোনা করেন এবং তিনিই এক মাত্র উপার্জনক্ষম ব্যক্তি । তার উপার্জিত আয় এর মাধ্যমে আমাদের সংসার চালাতে খুব হিমশিম খেতে হয় । তার উপার্জিত এই আয় দিয়ে তাকে ছয় সদস্যের একটি বড় সংসার চালানো অনেক কঠিন । আমার দুই বোন ও এক ভাই বিভিন্ন স্কুল কলেজে পড়ছে । আমার লেখাপড়ার খরচ আর বহন করা আমার বাবার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে । তাই আমার একটি সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রত্ব বা দরিদ্র তহবিল থেকে সাহায্যের খুব প্রয়োজন।

এমতবস্থায় , আমি প্রার্থনা এই যে, আপনি আমাকে সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রত্ব / উপবৃত্তি / একমুঠো গ্রাম / দরিদ্র তহবিল থেকে সাহায্য করতে যথেষ্ট সদয় হবেন ।

আপনার সবচেয়ে বাধ্যগত ছাত্র,
রাকিব রায়হান
অষ্টম শ্রেণী

আরও পড়ুনঃ বই পড়া অনুচ্ছেদ(৩টি অনুচ্ছেদ) বই পড়া অনুচ্ছেদ রচনা

বেতন মওকুফের জন্য আবেদন ; abedon potro bangla

সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রত্বের জন্য প্রধান শিক্ষকের কাছে অনুরোধ

১৩ ফেব্রুয়ারি ২০২২
বরাবর
প্রধান শিক্ষক
নাদিরাগঞ্জ উচ্চ বিদ্যালয়, বরিশাল
বিষয়: সম্পূর্ণ বিনামূল্যে অধ্যায়নের জন্য আবেদন

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র আরিফুল ইসলাম রবি । আমি তিন বছর যাবত আপনার বিদ্যালয়ে অধ্যায়নরত । এই দীর্ঘ সময়ে, আমি সবসময় আমার মাসিক বেতন পরীক্ষার ফিস ও যাবতীয় ফি যথাসময়ে পরিশোধ করে আসছি । কিন্তু, আমার বাবা একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমাদের পরিবারের সদস্যদের মৌলিক চাহিদাগুলো খুব কমই মেটাতে সক্ষম । এখন আমার পরিবার থেকে আমার শিক্ষার খরচ বহন করার মতো অবস্থায় নেই । সুতরাং আপনি আমাকে সম্পূর্ণ বেতন ও ফি মওকুফ না করলে আমার অধ্যয়ন চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় । এই পরিস্থিতিতে, আমি অনুনয় করছি এবং আশা করছি যে আপনি আমাকে একটি সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রত্ব প্রদান করার জন্য যথেষ্ট সদয় হবেন ।

নিবেদক,
আপনার বাধ্যগত ছাত্র
আরিফুল ইসলাম রবি
দশম শ্রেণী , রোল নং-০৫

বেতন মওকুফের জন্য আবেদন

সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রত্বের জন্য আপনার কলেজের অধ্যক্ষের কাছে আবেদন করুন

মনে কর , তোমার বাবা একজন দরিদ্র দিনমজুর / কৃষক / ক্ষুদ্র ব্যবসায়ী অথবা সরকারি কর্মচারী । তোমার চারজন স্কুল-কলেজগামী ভাই-বোন আছে । তোমার বাবা তোমার লেখাপড়ার খরচ বহন করতে পারে না।

সম্পূর্ণ বিনামূল্যে অধ্য্যনের জন্য আপনার কলেজের অধ্যক্ষের কাছে একটি আবেদন লিখ ।

১২ নভেম্বর ২০২২
বরাবর,
অধ্যক্ষ
মেদিনীপুর সরকারী কলেজ, সিলেট ।
মেদিনীপুর , সিলেট
বিষয়: দরিদ্র তহবিল থেকে সম্পূর্ণ বিনামূল্যে অধ্যয়ন / উপবৃত্তি / বেতন মওকুফ / সাহায্যের জন্য আবেদন৷

জনাব ,
বিনীত নিবেদক এই যে , আমি আপনার কলেজের/ মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আবরার ফাহিম রাতুল । আমার বাবা একজন দিনমজুর কৃষক। আমাদের ৮ সদস্যের এত বড় পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য আমার বাবা । তার আয় এতই কম যে সে আমাদের দৈনন্দিন চাহিদা মেটাতে পারে না । তার নিম্ন আয় দিয়ে তাকে আট সদস্যের একটি বড় সংসার চালাতে হয় । আমার বাকী চার ভাই-বোন বিভিন্ন স্কুল-কলেজে পড়ছে । এমতবস্থায় , আমার লেখাপড়ার খরচ আর বহন করা তার পক্ষে প্রায় অসম্ভব। তাই আমার সম্পূর্ণ বিনামূল্যের ছাত্রত্ব/ উপবৃত্তি/ দরিদ্র তহবিল থেকে সাহায্যের খুব প্রয়োজন।

এই পরিস্থিতিতে, আমার আকুল আবেদন এই যে, আপনার আমার প্রতি সদয় হবেন ও আমাকে সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রত্ব / উপবৃত্তি / একমুঠো গ্রাম / দরিদ্র তহবিল থেকে সাহায্য করতে আপনার হাত বর্ধিত করবেন ।

নিবেদক,
আপনার একান্ত বাধ্য ছাত্র,
আবরার ফাহিম রাতুল
দ্বাদশ শ্রেণি

সাম্প্রতিক
সাম্প্রতিক

আমাদের সাথে যুক্ত থাকতে লাইক দিন আমাদের ফেসবুক পেজ নব বহ্নি

বেতন মওকুফের জন্য আবেদন

আমদের বিভিন্ন সময় বিভিন্ন কারণে আবেদন পত্র লিখতে হয় । আর স্কুলে কলেজে পরীক্ষার জন্য ও লিখতে হয় প্রায়শই । তাই এই আবেদন পত্র লেখার নিয়ম ও লিখতে পারা আমাদের জন্য খুবই জরুরী ।
আরও পড়তে পারেন বাংলা নববর্ষ রচনা;পহেলা বৈশাখ রচনা(বাংলা রচনা)
বেতন মওকুফের জন্য আবেদন
সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *