joe biden running mate ;মার্কিন যুক্তরাষ্ট্রঃ জো বাইডেনের হাতে ট্রাম্পর যেসব নীতির পরিবর্তন

Table of Contents

joe biden running mate : USA

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে ;মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাতি হন জো বাইডেন। ২০২১ সালের ২০ জানুয়ারি তিনি শপথ গ্রহণ করেন। ক্ষমতাগ্রহণের পরেই ; জো বা্ইডেন কিছু নির্বাহী আদেশ জারি করেন। এক্ই সাথে তিনি বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হন। চলুন জেনে আসা যাক সে সব আদেশ।

ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল

ক্ষমতা গ্রহণের পরেই, ট্রাম্পের জারিকৃত এ্ই আদেশ বাতিল করে আ্ইন জারি করেন। ট্রাম্প নিরাপত্তা হুমকির কারণ দেখিয়ে ্এ নিষেধাজ্ঞা দিয়েছিলো।

প্যারিস জলবায়ু চুক্তিতে প্রত্যাবর্তন

২০১৫ সালে প্যারিসে COP-21 নামের সম্মেলনে ্একটি জলবায়ু; চুক্তির বিষয়ে ্একমত হয় বিশ্বনেতারা। যুক্তরাষ্ট্র সহ ১৯৫ টি দেশ ্এতে সাক্ষর করে। ২০১৭ সালের ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ১ জানুয়ারি ২০১৭ সালে ্এ চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে। জো বা্ইডেন ক্ষমতায় আসার পর আদেশ জারির মাধ্যমে আবার ; জলবায়ু চুক্তিতে ফিরে আসে যুক্তরাষ্ট্র।

পুনরায় UNHCRC- তে যুক্তরাষ্ট্র

USA
ইসরা্ইলের প্রতি বৈষম্যমূলক পক্ষপাতিত্বের অভিযোগে ২০১৮ সালের ১৯ জুন; প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প UNHCRC থেকে নিজেদের নাম প্রত্যাহার করে। তবে ৮ ফেব্রুয়ারি ২০২১ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন দ্রুত UNHCRC ্এ ফিরতে চলেছে যুক্তরাষ্ট্র।

আরো পড়তে পারেন ৬ দফা বাঙালির মুক্তির সনদ

ওবামাকেয়ার চালু

USA
নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য বারাক ওবামা সরকার চালু করে ওবামাকেয়ার। ডোনাল্ড ট্রাম্প ক্সমতায় আসার পর বাতিল করে ওবামাকেয়ার। তবে ২০২১ সালে জো বা্ইডেন ক্ষমতায় আসার পর নির্বাহী আদেশের মাধ্যমে তা আবার চালুর ঘোষণা দেন।

অভিধানে সেকেন্ড জেন্টেলম্যান

এবারই প্রথম নারী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভা্ইস প্রেসিডেন্ট হন কমলা হ্যারিস। তবে তার স্বামী ডগলাস এমহফকে কী নামে ডাকা হবে তা নিয়ে কথা চলছিল। বিভিন্ন মাধ্যমে ্উঠে আসে সেকেন্ড জেন্টেলম্যান নামটি। সম্প্রতি এ্ই শব্দগুচ্ছ জায়গা তরে নেয় বিখ্যাত মেমরিয়াম-ওয়েবস্টার অভিধানে।

joe biden running mate যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম

দেশটিতে পথম নারী অর্থমন্ত্রী হন জ্যানেট ইয়েলন, যা ্ইতিহাসে প্রথম। ২৬ জানুয়ারি ২০২১ তিনি এ দ্বায়িত্ব নেন।
প্রথম মুসলিম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান পাকিস্তানি বংশোদ্ভূত সায়মা শফিক মোহসিন। ২ ফেব্রুয়ারি ২০২১ তিনি দ্বায়িত্ব নেন।
প্রথম সমকামী মন্ত্রী হিসবে দ্বায়িত্ব নেন পিট বুটিগিগ। পরিবহন বিষযক মন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পালন করবেন।

করোনা ভা্ইরাস ঠেকাতে পদক্ষেপ

ক্ষমতা গ্রহণের পর করোনা মোকাবেলায় কৌশল গত পদক্ষেপ হাতে নিয়েছে বা্ইডেন প্রসাশন। মাস্ক পড়া বাধ্যতামূলক করা সহ ১০০ দিনে ১০০ মিলিয়ন ডোজ টিকা প্রদান করা।

আমাদের সাথে যুক্ত হতে লাইত দিন নববহ্নি পেজ এ

আরও পড়তে পারেন; USA
১) জাতীয় চার নেতা ও জেল হত্যা দিবস

জাতীয় চার নেতা
জাতীয় চার নেতা

২)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা;বঙ্গবন্ধু ও বাংলাদেশ রচনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৩) বাংলাদেশের মুক্তিযুদ্ধ রচনা ও ঐতিহাসিক প্রেক্ষাপট(বাংলা রচনা)
মুক্তিযুদ্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *