সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী ; চাকরির পড়াশোনা

সাধারণ জ্ঞান

আন্তর্জাতিক বিষয়াবলী

রক্তাক্ত ফিলিস্তিন

সাম্প্রতিক বিশ্বে সমচেয়ে নিপীড়িত জনগোষ্ঠী ফিলিস্তিন। নিজ দেশেই যারা আজ পরাধীন। সম্প্রতি্ক দখলদার ইসরাইলি আগ্রাসনে ধ্বংসস্তুপে পারিণত হয় গাজা ও পশ্চিম তীর এলাকা। এ সংঘাতের শুরু হয় ১৩ এপ্রিল ২০২১। রমজান মাসের প্রথম রাতে জেরুজালেমে দামেস্ক গেট বন্ধ করা নিয়ে সংঘর্ষ বাধে। কারণ এাট মুসলমানদের একটি পবিত্র স্থান। মক্কা ও মদিনার পর যার স্থান। ইসরাইলি বাহিনী মসজিদের ভিতর মুসল্লিদের উপর কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। প্রতিবাদে ফুসে ওঠে ফিলিস্তিনিরা।

এ উত্তেজনা চরমে ওঠে এ সম্প্রতি পূর্ব জেরুজালেমে কয়েকটি ফিলিস্তিন পরিবারকে উৎখাত করলে। ৭ মে জুমাতুল বিদায় আল-আকসা মসজিদের লাক্ষ লাক্ষ মুসল্লি জড়ো হয়। এ সময়ই বড় ধরণের হামলার সূত্রপাত ঘটে। ১০ মে থেকে শুরু হয় রকেট হামলা। টানা ১১ দিনের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় গাজার অধিকাংশ এলাকা। যুদ্ধবিরতি হয় ২১ মে ২০২১।

সাধারণ জ্ঞান …. নতুন নেতৃত্বে কিউবা

ফিদেল কাস্ত্রো ও রাউল কাস্ত্রোর পর; কিউবায় রাজনৈতিক দলের শীর্ষ পদ (ফার্স্ট সেক্রেটারি) লাভ করেন প্রেসিডেন্ট মিগেল দিয়ান কানেল। ২০১৮ সালে রাউল কাস্ত্রো স্বেচ্ছায় ক্ষমতা ছাড়লে প্রেসিডেন্ট হন মিগেল। এবার ১৬ এপ্রিল ২০২১ রাজনৈতিক শীর্ষ পদ ছাড়ার পর এর ও প্রধান হন দিয়াস কানেল। এর ফলে কিউবা বিপ্লবের(১৯৫৯) পর কাস্ত্রোর পরিবারের বাইরে নতুন কেউ কিউবার দায়িত্ব নিলেন।

নিখোঁজ ইন্দোনেশিয়ান সাবমেরিন

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে মহড়ার সময় ২১ এপ্রিল ২০২১ নিখোঁজ হয় সাবমেরিন KRI Nanggala 402 । লাইভ টর্পেডো ফায়ারিং সফল ভাবে সম্পন্ন করা ছিল এর লক্ষ্য। কিন্তু ডুব দেয়ার কিছু পরেই কন্টোল ব্যবস্থার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় এর। তিন দিন পর সাবমেরিনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।

ইরানের নিজস্ব সুপার কম্পিউটার

নিজেদের তৈরি প্রথম সুপার কম্পিউটার “সিমোর্গ” এর উদ্বোধন করে ১৬ মে ২০২১। এর মাধ্যমে ইরান নিজেদেরকে সুপার কম্পিউটারের অধিকারী দেশগুলোর তালিকায় স্থান করে নেয়।

চাকরির পড়াশোনা

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন; ১৪ এপ্রিল ২০২১ আফগানিস্তান থেকে সকল সেনা প্রত্যাহারের ঘোষনা দেন। ১ মে থেকে ;এ প্রত্যাহার শুরু হয়। পর্যায়ক্রমে ১১ সেপ্টেম্বর ২০২১ এর মধ্যে সব সেনা আফগানিস্তান ছেড়ে যাবে। এই ঘোষণাকে তালেবানরা তাদের বিজয় বলে আখ্যা দিয়েছে। উল্লেখ্য ডোনাল্ড ট্রাম্প তালেবানদের সাথে গোপন বৈঠক করেছিলেন সেনা প্রত্যাহারের বিষয়ে।

যুক্তরাষ্ট্র কতৃক আর্মেনীয় হত্যাকান্ডকে গণহত্যার স্বীকৃতি

২৪ এপ্রিল ২০২১ এ ১ম বিশ্বযুদ্ধের সময়; অটোমান বাহিনীর হাতে আর্মেনীয় হত্যাকান্ডকে গণহত্যার স্বীকৃতি দেওয়া হয়। উরুগুয়ে প্রথম ১৯৬৫ সালে এটিকে গণহত্যা বলে স্বীকৃতি দেয়। এ পর্যন্ত ৩২ টি দেশ গণহতহ্যা বলে স্বীকৃতি দিয়েছে।

চীনের মঙ্গল জয়

যুক্তরাষ্ট্রের পর ২য় দেশ হিসেবে মঙ্গল জয় করে চীন। ১৪ মে ২০২১ চীনের যান “জুরং” রোভার নামানোর মধ্য দিয়ে চীন এ রেকর্ড করে চীন। প্রথম প্রচেষ্ঠায় সফল দেশ চীন। ১৯ মে চীনের মহাকাশ সংস্থা প্রকাশ করে “জুরং” রোভারের তোলা ছবি।

শ্রীলংকায় বোরকা নিষিদ্ধ

শ্রীলংকার মন্ত্রিসভা বোরকা পরিধার নিষিদ্ধ করে প্রস্তাব পাস করে ২৭ এপ্রিল ২০২১। তাদের এই অনুমোদন জাতীয় নিরাপত্তার জন্য দেওয়া হয়।

সাম্প্রতিক

 জেফ বেজোস, বিল গেটস ও ইলন মাস্কের পর; ১০০ বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করেন ওয়ারেন বাফেট । ১০ মার্চ ২০২১ এ তিনি এ মাইলফলক স্পর্শ করেন। তিনি মার্কিন বহুজাতিক কনগ্লোমারেট হ্যাথাওয়ের চেয়ারম্যান।

 যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, অস্ট্রেলিয়ার কৌশলগত কোয়াড্রিলেটরাল সিকিউরিটি ডায়ালগ; এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১২ মার্চ ২০২১। একে সংক্ষেপে কোয়াড বলা হয়। চীনের ক্রমবর্ধমান আধিপত্য বিস্তার রোধে ;এ ভার্চুয়াল সম্মেলন হয়।

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী

 ব্রিটিশ রাজ পরিবার ছেড়ে আসা সম্পর্কে সম্প্রতি এক সাক্ষাৎকর দেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। তিন ঘন্টার এ সাক্ষাৎকারে রাজপবরবারে নিজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন । ৮ মার্ছ ২০২১ প্রচার হয় এটি।

 মালেয়েশিয়ায় আটক এক ;উওর কোরিয়ার নাগরিককে যুক্তরাষ্ট্রের কাছে দেওয়ার কারণে; মালয়েশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় দেশটি। ১৯ মার্চ ২০২১ এ সিদ্ধান্ত জানায় উওর কোরিয়া।

 অস্ট্রেলিয়া সম্প্রতি আইন পাস করে; যে গণমাধ্যমের সংবাদ আধেয় বা নিউজ কনটেন্ট ফেসবুক বা গুগোলে প্রকাশে; ঐ গণমাধ্যমকে অর্থ দিতে হবে। বিশ্ব জুড়ে এমন আইন এটাই প্রথম। এ আইন পাস হয় ২৫ ফেব্রুয়ারি ২০২১।

 পারিবারিক অন্যান্য সহিংসতা থেকে নারীদের সুরক্ষায়; সাক্ষরকারী দেশগুলোকে বাধ্য করতে ২০১১ সালে স্বাক্ষরিত হয় ইস্তাম্বুল কনভেনশন। ইউরোপীয় ইউনিয়ন সহ সাক্ষর করে ৪৫ দেশ । তবে ১৯ মার্চ ২০২১ এক প্রেসিডেন্সিয়াল আদেশ জারির মাধ্যমে; এ চুক্তি থেকে বেরিয়ে যায় তুরস্ক।

সাধারণ জ্ঞান

 অস্ট্রেলিয়ার নৌবাহিনীতে প্রথম নারী হিজাবী ক্যাপ্টেন; হিসেবে দ্বায়িত্ব পালন করছেন মুনা সিন্দি যা অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম।

 কানাডার দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পদ ভইস চিপ অফ ডিফেন্স স্টাফ; পদে প্রথম নারী হিসেবে নিয়োগ পান লেফটেন্যান্ট জেনারেল ফ্রাঁসিস অ্যালেন।

 নোবেল জয়ী মালালা ইউসুফজাঈ; প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের সাথে যৌথভাবে চুক্তিবদ্ধ হয়েছেন । নাটক শিশুতোষ সিরিজ অ্যানিমেশন এবং ডকুমেন্টারি নির্মাণে। ৮ মার্চ এ তথ্য জানানো হয়।

 চলতি বছর সুইজারল্যান্ডে মুখ ঢাকা পোষাক নিষিদ্ধের প্রস্তাব পাস হয়। ৭ মার্চ ২০২১ অনুষ্ঠিত গণভোটে পাস হয় এ আইন।

 তানজানিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দ্বায়িত্ব; নেন সামিহা সুলুহু হাসান। ১৯ মার্চ ২০২১ দেশটির ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের উপর চীনের আচরণকে; গণহত্যা বলে ঘোষণা দেয় কানাডার হাউজ অব কমন্স। ২২ ফেব্রুয়ারি ২০২১ নিম্নকক্ষে ;এ ই ঘোষণা পাস হয়

আরো পড়তে পারেন নীল নদ দক্ষিণ থেকে উত্তরে

আমাদের ফলো করতে পারেন এই পেইজ এ নববহ্নি
সাধারণ জ্ঞান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *