বিরহের কবিতা ও কষ্টের কবিতা ভালোবাসার কবিতা

বিরহের কবিতাঃ ০১

হারানো চাঁদ

অজ্ঞাত কবি

চাঁদের আলো হয়ে
আমার অমাবশ্যার রাত
পুর্ণিমার আলোয় ভরিয়ে ছিলে ।

সেই পূর্ণিমার জ্যোৎস্নায়
করে স্নান কেটে গেছে
আমার জীবন অর্ধকাল ।

তুমি চাঁদ হয়ে কখন দিনের
আলোয় মিলিয়ে গেলে ।
আমি এখন ডুবে আছি ঘোর অমাবশ্যায় ।

তোমাকে আপন করার প্রয়াস
আমাকে তোমার গ্রহ নক্ষত্রের
গতি পথে ঘুরিয়েছে বহুকাল ।

চলে গেছে বহুক্ষণ বহুকাল।
আজ তুমি অন্যকারো
আকাশে চাঁদ হয়ে আলো জ্বালো ।

আমার আকাশ চাঁদ হারিয়ে
অমাবশ্যার অন্ধকারে নিমজ্জিত ।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান জেনে নিন;
ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো; ফ্রিল্যান্সিং কি

সুর বাজে

অজ্ঞাত কবি

সুর বাজে মনে
করুন সুর ।
প্রিয়তমা তুমি আজ
বহুদুর ।

সুরে সুরে খুজেছি তোমার
খুজেছি তোমায় কবিতায় ।
কবিতা আজ ছন্দ ছাড়া ।
কবিতা তোমার অপেক্ষায় ।

কাল যায় ক্ষয়ে ক্ষয়ে
বেড়ে যায় মনে ক্ষত ।
যত দূরেই চলে যাও,
মন কাছে চেয়েছে তত ।

আমি হারিয়ে ফিরি
তোমাতেই ।
তোমাতে আমার বসবাস ।
তোমাতে ভেঙ্গে তোমাতেই গড়ি
তোমাতেই লিখবো প্রেমের
ইতিহাস ।

বিরহের কবিতা
বিরহের কবিতা

বিরহের কবিতা

বিষন্ন বেলায় তুমি

অজ্ঞাত কবি

আমার বিষন্ন বেলায়
একা পথ হাটি ।
একা চলি ,
একা কথা বলি
একা গাই বেসুরো গান ।

কোনো এক রাজকন্যার কিংবা হুর
এসে নিয়ে গেলো এই প্রাণ ।

মন নিয়েছো , প্রাণ নিয়েছো
আর কি বলো চাই ।
তোমাকেই বেসেছিলাম ভালো ,
তোমাকেই আমি চাই ।

বিরহের কবিতা
কষ্টের কবিতা

তাহার সাথে দেখা হয়

অজ্ঞাত কবি

তাহার সাথে দেখা হয়
দেখা হয় বেলা অবেলায় ।
পথে হেটে ,বাহনে
বা কোনো যানে ।

আগেও দেখা হতো
বহুবার দেখা হতো ।
তুমি আগের মতই আছো ,
আমিও আগের মতই আছি ।
শুধু বদলে গেছে ভালোবাসা ।
ও ভালোবাসার মানুষ ।

তোমায় আমার আগের মত টেনেও টানে নাহ ।
কাছে যেয়েও যাাওয়া হয় নাহ ।
কোনো এক অদৃশ্য দেয়ালের ,
দুপাশে দুজন ।

সেদিনের এক হয়ে থাকা দুটি মন
ভেঙ্গে গিয়ে অন্যত্র বেধেছে ঘর ।
আপনার আপন ছিলো যে
আজ হয়ে গেছে আজ পর ।

দুটো মনের স্বপ্ন আজ
অন্যত্র স্বপ্নে বিভোর ।
ক্ষণে ক্ষনে কেটে গেছে
সেই স্বপ্নের ঘোর ।

আজ মন অন্য স্বপ্ন দেখে ।

বিরহের কবিতা
বিরহের কবিতা

বিরহের কবিতা

কেমন আছো ?

অজ্ঞাত কবি

কেমন আছো ?
এখনও কি আগের মত সেই ভুল করে পথ হাটো
আমি কিন্তু ভুলে যাই সদাই ।

আমাদের এই ভুল করাই
এক করে ছিলো ।
মনে আছে কলেজ ফাকি দিয়ে
বাসা ফিরতে গিয়ে পথে দেখা ।

তারপর একই পথে হাটা ,
আমি আজও সে পথে হাটি ।
তুমি না এলেও ,
আমি কল্পনায় তোমার সাথে হাটি ।

তোমার খুনসুটির সেই অভ্যাসটা আছে ?
অনেক ভালো লাগতো আমার ।
আমি সেদিনের কথা ভেবে
হেসে উঠি মাঝে মাঝে ।

তোমায় অনেক জ্বালাতাম তাই নাহ ?
এখন কে জালায় তোমায় ?
মিস করো না আমায় ?

আমার মত সে কি কারণ ছাড়ায় বকে ?
রাগ করে আর বাড়ী ফেরে নাহ সে ?
নাকি ভালোবাসায় আগলে রেখে
অভিমান ভুলিয়ে দেয় ?

সে বুঝি অনেক ভালোবাসে ?
হাতে হাত ধরে পথে হাটে ?
আমিও হাটি ,
তোমার সাথে ।
শুধুই কল্পনায় ।
জানো কোনো ভুল
আর ধরায় দেয় না কেউ আমায় ।

একটা সত্য কথা বলি ,
জানো , আমি এখনও ভালোবাসি তোমায় ।

আরও পড়ুনঃ
রোমান্টিক স্ট্যাটাস;ভালোবাসার উক্তি;bangla romantic status

২১ শে ফেব্রুয়ারি কবিতা;একুশে ফেব্রুয়ারি কবিতা;বাংলা কবিতা

শাহরিয়ার রিশাতের প্রেমের কবিতা ” তুমি “

আমাদের সাথে সোস্যাল মিডিয়াতে যুক্ত হতে লাইক দিন আমাদের ফেসবুক পেজ নববহ্নি


বিরহের কবিতা, biroher kobita
বিরহের গান , biroher gan
বিরহের উক্তি , biroher kotha
koster kotha , koster gan
বিরহের পিকচার ,
বিরহের পিক,
বিরহের স্ট্যাটাস,
বিরহের ছন্দ ,
বিরহের কথামালা ,

Check Also

বৃষ্টি নিয়ে কবিতা

বৃষ্টি নিয়ে কবিতা। জীবন নিয়ে কবিতা

বৃষ্টি নিয়ে কবিতা ০১ কবিতা লিখেছেন: আতিক সিয়াম একটু বৃষ্টির প্রার্থনায় তপ্ত দুপুর ঘামে ভেজা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *