২১ শে ফেব্রুয়ারি কবিতা;একুশে ফেব্রুয়ারি কবিতা;বাংলা কবিতা

Table of Contents

২১ শে ফেব্রুয়ারি কবিতা

একুশে ফেব্রুয়ারি আমাদের অর্থাৎ বাংলা ভাষাভাষী মানুষের জন্য এক স্মরণীয় দিন। প্রতি বছর ব্যাপক শ্রদ্ধা ও ভালোবাসার সাথে জাতীর বীর শহীদদের স্মরণ করা হয়। আয়োজন করা হয় বিভিন্ন কুচকাওয়াজ, নাটক,কবিতা আবৃতি ও টক শো ও টেলিভিশন প্রোগ্রাম। বিভিন্ন সঙ্গঠন শিশুদের জন্য আয়োজন করে রচনা, চিত্রাঙ্কন ও কবিতা প্রতিযোগীতা। বাংলা একাডেমী আয়োজন করে একুশে বই মেলা। আজকে আমরা হাজির হয়েছি ২১ শে ফেব্রুয়ারির সংক্ষিপ্ত ইতিহাস ও কিছু কবিতা নিয়ে। আশা করি আমাদের সাথেই থাকবেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা; বাংলা রচনা
জাতীয় চার নেতা ও জেল হত্যা দিবস
রোমান্টিক স্ট্যাটাস;ভালোবাসার উক্তি;bangla romantic status
২১ শে ফেব্রুয়ারি কবিতা

একুশ মানে

একুশ মানে আশার আলো
হাসি মুখে জীবন দিলো।
একটি ফুলের জন্য।

একুশ হলো স্বাধীনতার।
বিশ্ব বাসীর মানবতার ।
বাংলা হলো ধন্য ।

একুশ এলো স্মৃতির কথায়।
বাংলা মায়ের বুকের ব্যথা’য়
শহী’দ দিবসে গণ্য।

একুশ আসে জীবন থেকে,
মাতৃভাষার মর্যাদা রেখে।
একুশ নয়তো পণ্য।

একুশ ডাকে আপন করে
রফিক, বরকত ভাইকে ধরে
দূর করে শত্রু’র অরগ্য

বাংলা রচনা; গুরুত্বপূর্ণ কিছু বাংলা রচনা সমগ্র

২১ শে ফেব্রুয়ারি কবিতা
২১ শে ফেব্রুয়ারি কবিতা

অমর একুশ

একুশ, একুশ শত একুশ
অনেক একুশ পাই
ফেব্রুয়ারীর একুশের মত
কোনো একুশ নাই
রাষ্ট্রভাষা; বাংলা চাই,
একুশের মিছি’লে খুঁজে যে পাই
বুকের ভেতর কোনো ভ’য় নাই,
শহী’দ হলেন হাজারো ভাই ।
মিছি’লে মিছি’লে ভরেছে ঢাকা
শহী’দ ভাষা ভাইয়ের র’ক্তে আঁকা।
ভাষা যে সোনার হরিণে লেখা
এই ভাষাতে জীবন দিতে শেখা
লালে লাল’ রাজ পথ
বুলে’ট বৃদ্ধ ভাই পরে আছে।
তাদের জীবন অমর হোক’
যেনো, তারা এই মনেতে সারা জনম বাঁচে।

২১ শে ফেব্রুয়ারি কবিতা

আরো পড়তে পারেনপ্রেমের কবিতা; ভালোবাসার কবিতা বাংলা কবিতা ও ছন্দ
মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ রচনা (২টি রচনা)
রোমান্টিক প্রেমের কবিতা ও সেরা প্রেমের কবিতা এবং ভালোবাসার আবেগের ছন্দ কথা

বাংলার পানে

ভালবাসি দেশের মাটি
ভালবাসি আমার মা।
সবুজে ভরা চারপাশ
মাঝে সূর্যটা

আকা সাদা বক
নিচে সবুজ মাটি
আমাদের কাছে এ মাটি
সোনার চেয়েও খাঁটি।

নদীর বুকে পাল তুলে
যায় ছোট-বড় নৌকা।
গান গেয়ে মাঝি ধরেন
হাতের সেই বৈধা

সবুজের পর সবুজে ঢাকা
সারা বাংলার রূপ।
কৃষকের দিকে চেয়ে আছে
সারা বাংলার মুখ।

দেশের বুকে শত নদী
ভেসে ভেসে যায়।
বাংলার পানে নয়ন আমার
বারবার ফিরে তায়

২১ শে ফেব্রুয়ারি কবিতা

২১ শে ফেব্রুয়ারি কবিতা
২১ শে ফেব্রুয়ারি কবিতা
পারিভাষিক শব্দ; গুরুতপূর্ণ (১০০ টি) পারিভাষিক শব্দ pdf
টাকা নিয়ে উক্তি; সেরা (৪০টি) উক্তি।
শাকিব খান নতুন ছবি; শাকিব খানের নতুন ছবি ও বাংলা সিনেমা;
স্বাধীনতা দিবস রচনা-Independence Day Essay(বাংলা রচনা)
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য রচনা (বাংলা রচনা)

নববহ্নি

Check Also

বৃষ্টি নিয়ে কবিতা

বৃষ্টি নিয়ে কবিতা। জীবন নিয়ে কবিতা

বৃষ্টি নিয়ে কবিতা ০১ কবিতা লিখেছেন: আতিক সিয়াম একটু বৃষ্টির প্রার্থনায় তপ্ত দুপুর ঘামে ভেজা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *