বৃষ্টি নিয়ে কবিতা। জীবন নিয়ে কবিতা

Table of Contents

বৃষ্টি নিয়ে কবিতা ০১

কবিতা লিখেছেন: আতিক সিয়াম

একটু বৃষ্টির প্রার্থনায়

তপ্ত দুপুর
ঘামে ভেজা শার্ট পরিহিত
সাহেব যেনো কি চেয়ে আকাশের দিকে চায় ।

গামছায় ঘাম মুছে , রিক্সার প্যাডেলে ভর করে
সে শ্রমজীবিও কি চেয়ে আকাশের দিকে তাকায় ।

মাথার উপর ঘুরছে পাখা, ক্রেতা চলে যেতেই
আকাশের দিকে মুখ তুলে, দোকনী ক্লান্তি বুঝায় ।

রোদের উত্তাপে পড়েছে খড়া , আগুন পিঠে কৃষকেরা
আকাশের দিকে তাকিয়ে , মাটিতে মুখ লুকায় ।

আরো কতশত বৈচিত্রের মানুষ রয়েছে একই প্রার্থনায় ।
একটু বৃষ্টি আর একটু শীতল হবার প্রতিক্ষায় ।

বৃষ্টি নিয়ে কবিতা: ০২

আজ ভীষন মেঘ করুক

আজ ভীষন মেঘ করুক ,
কালো মেঘে ছেয়ে যাক এ শহর ।
আজ মুসুলধারে বৃষ্টি হোক ,
থেমে যাক এ ব্যস্ততা আর গাড়ীর বহর ।

রোমান্টিক স্ট্যাটাস;ভালোবাসার উক্তি;bangla romantic status
আজ বৃষ্টি আর না থামুক
তুমি থেকে যাও কিছুক্ষণ ।
একটু শীতল হাওয়া আসুক ,
শিহরিত হোক আজ এ মন ।

থেকে থেকে বাজ পড়ুক ,
উচ্চ শব্দে উঠুক ডেকে ।
তোমার মনে ভয় জেগে ঊঠুক ,
আমার বুকে তোমায় নাও ঢেকে ।

তারপর বৃষ্টি আর না থামুক ,
তুমি পূর্ণ করো এবুকের শুণ্যতা ।
আমার মনে জাগুক সুখ ,
ভালোবাসা পাক পুর্ণতা ।
আজ ভীষণ মেঘ করুক

বৃষ্টি নিয়ে কবিতা

বঙ্গবন্ধুর কবিতা। ১৫ আগস্ট নিয়ে কবিতা
জন্মদিনের শুভেচ্ছা ও জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস,ক্যাপশন

জীবন নিয়ে কবিতা

বৃষ্টি নিয়ে কবিতা
বৃষ্টি নিয়ে কবিতা

কবিতা লিখেছেন: আতিক সিয়াম

জীবন নিয়ে কবিতা 01

ধূ ধূ বালির চরে
একটা নদীর ঘাট ।
বিকেল হতে সন্ধ্যা চলে
নদীর পাড়ের হাট ।

বাহারী সব পসরা সাজায়
বসে কত দোকানী ।
কতজন আসে কত প্রয়োজন
যত মুখ তত বানী ।

জীবন যার চলে যেভাবে
সেভাবে মেটায় প্রয়োজন ।
জীবন যদিও ক্ষণিকের
বহুতার আয়োজন ।

জীবন নিয়ে কবিতা 02

“জীবন ও কাল”

আতিক সিয়াম
ঈদ মোবারক স্ট্যাটাস ২০২২। ঈদের শুভচ্ছা স্ট্যাটাস

ভোরের আলোর কোমলতা
ভূমিষ্ট এক শিশুর মন।
সময়ের সাথে চলছে তার
প্রকৃতির সাথে কথোপকথন।

যাচ্ছে সময় যেমনি করে,
সূর্য তত ছড়ায় আলো।
শিশুর তখন বাল্য জীবন,
ছুটতে থাকে এলেমেলো।

যাচ্ছে সময় বাড়ছে আলো
দেখছে শিখছে সমাজ রীতিনীতি।
সাদা কালো আর রঙ নিয়ে
চলছে তার জীবন গতি ।

বৃষ্টি নিয়ে কবিতা
বৃষ্টি নিয়ে কবিতা

সূর্য হাসে মাথার উপর
বাড়ছে রোদের তেজ ।
তরুণ জীবন গড়ে তখন,
হার না মানার রেজ।

আলোর খেলায় চলছে জীবন
বিকেল হলেই ঘরে ফেরে।
যৌবনের সে রঙ্গখেলা,
সাজে নব সংসারে।

রোমান্টিক কবিতা;রোমান্টিক প্রেমের কবিতা ভালোবাসা আবেগের ছন্দ ও কবিতা

সন্ধ্যা হলেই সূর্য ডুবে,
আলো তখন আবছা।
অতীতের সব স্মৃতিগুলো,
দেখায় তখন ঝাপসা।

যাত্রা ফুরায় রাত্রী নামে,
নৌকা ভীরে বন্দরে।
ইহকালের খেলা সাঙ্গ করে,
ফেরে সকলে সাজঘরে।

বৃষ্টি নিয়ে কবিতা
জীবন নিয়ে কবিতা

জীবন নিয়ে কবিতা

Check Also

বঙ্গবন্ধুর কবিতা

বঙ্গবন্ধুর কবিতা। ১৫ আগস্ট নিয়ে কবিতা

বঙ্গবন্ধুর কবিতা বঙ্গবন্ধুকে নিয়ে ছোট কবিতা কবিতা লিখেছেন: আতিক সিয়াম কবিতার নাম: বাংলার শ্রেষ্ট সন্তান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *