রোমান্টিক কবিতা;রোমান্টিক প্রেমের কবিতা ভালোবাসা আবেগের ছন্দ ও কবিতা

ভালোবাসার কবিতা ভালোবাসার ছন্দ

রোমান্টিক কবিতা

An argument essay example& Outline Topics step by step
Cells organelles and their Function, Types and Structure

ভালবাসার সৃষ্টি কথা

অজ্ঞাত কবি

কী হবে আর অতীতের স্মৃতি ভেবে
সারাক্ষণ অতীত ভেবে বল কী হবে

যা হবার তা হয়ে গেছে
সে সময় ফিরে আনা যাবে না ।
অতীতের কথা আসলে আবার
কষ্ট ছাড়া লাভ হবে না।

যেভাবে আছে সেভাবেই থাক
বাধা দিও না মনো,
বারবার বলছি, লাভ হবে না
তবুও যাচ্ছো কেনো ?

যদিও বা ভাবো জীবন দিয়ে দেব
সে ভাবনাও ভুল ।
ঝড়ে যেতে পারে
তোমার সহস্র সুখের ফুল।

প্রেমের কবিতা; ভালোবাসার কবিতা
প্রেমের কবিতা; ভালোবাসার কবিতা

ভালোবাসার কবিতা ভালোবাসার ছন্দ

ঘুম আসার উপায় ও রাতে দেরীতে ঘুমানোর কারণ ও অপকার

ভুল যদি কেউ করে থাকে
ক্ষমা করে দাও তাকে।
সেও তো নিজের মনের ভেতর
সুখের ছবি আকে ।

তুচ্ছ তুমি বলবে কোনটা সবি এখন এক ।
বেশি বাড়াবাড়ি করলে হয়ত
খেতে হবে বড় সেক ।

তারা গুলো যত ছোটই দেখাক
কাছে গেলে হবে বিশাল।

হারিয়ে গেছে সেকাল ।

অবুঝ বলে নিজেরা শুধু
বাকিরা অকাল পাকা ।
থাকেনা কখনও সত্য গুলো
কোনো কিছুতে ঢাকা ।

রমধনুর সাত রং তো
কখনও রকম নয়।
বল তবে কি করে সবে
একই রকম হয়।

তোমার মত হয়তো ধন সম্পত্তি নেই তার
তার বুকে যত ভালবাসা আছে, তা নেই তোমার
যদিও ভালবাসা ছাড়া আর বাকি কিছুই নেই
তবুও তোমার চোইতে হবে যে থাকুক সুখেতেই ।

চাইতে হবে সুখে থাকুক সে
যখন থাকে যেখা ।
এই চাওয়াতে মিলে যাবে
ভালবাসার সৃষ্টি কথা।

রোমান্টিক কবিতা

রোমান্টিক প্রেমের কবিতা ও সেরা প্রেমের কবিতা এবং ভালোবাসার আবেগের ছন্দ কথা

ভালোবাসার কবিতা

তুমি আর আমি

-অজ্ঞাত কবি

রোদ্দুরের মাঝে হঠাত ঠান্ডা হাওয়া
হয়ে এলে তুমি।
অলস দুপুরে পায়ের নুপূরে
সাথী হয়ে এলে তুমি ।
তুমি তো আমার স্বপ্নময়ী রাজ্যের
রাজকন্যা অপরূপা।
তোমার রুপের মায়ায় আমি’
নইযে আর একা !
তুমি বারবার স্বপ্নে দিয়েছিলে
তোমার দেখা।

তোমায় দেখে জীবনে প্রথম প্রেমে
পড়তে শেখা।
লাগেনা তখন আমায়
আর একলা একা ।

ভালোবাসার কবিতা ভালোবাসার ছন্দ

রোমান্টিক স্ট্যাটাস
রোমান্টিক স্ট্যাটাস

তোমার অনুভবে থাকি আমি
আর সাথে থাকে মন।
মনে হয়, পাশে থাকো বুঝি
তুমি আমার জীবন।

তোমায় নিয়ে গল্প লিখেছি,
যেখানে তুমি আর আমি আর কেই নেই
সপ্নময় রাজ্য সেখানে
স্বপ্ননের ঘর বেঁধেছি দুজনেই ।

সুনীল আকাশের নিচে বালুচর
তুমি আমি বসে।
দুজনাকে কতটা দুজনেই
মধুর করে ভালোবেসে ।

ঢেউ খেলানো নদীর পারে,
চলেছি হেঁটে আমরা দুজন।
হাতে হাত মিলে এক করে
দুজনে ভাড়া সে বাঁধন।

মুক্ত মনে, খুব গোপনে
তোমার সাথে হারিয়ে গেছি।
তুমি আর শকতাদী কাছাকাছি।
চুপিচুপি করে, প্রেমের পড়ে তোমায় ভালবেসেছি।

ধীরে ধীরে মনের ঘোরে
তোমার কাছে এসেছি ।
হাত বাড়ালাম তোমার কাছে,
হাত বাড়িয়ে দাও ।
ভালবাসা জন্মে রেখেছ তুমি,
চাইলেই নিতে পাও ।

ভালোবাসা পাবার আশাতে
এ জীবন চাই ভাষাতে।
প্রেমের তেরী লয়ে,
তোমার পাশে বয়ে আসাতে ।
তোমার খোজে লিখেছি চিঠি
উড়িয়েছি নীল আকাশে ।
প্রেমের ধ্বনি শুনে নাও তুমি
ভেসে গেছে য়া দখিনা বাতাসে ।

হটাৎ করে শুলে তুমি আমার পাশে
কদিনে দেখাতে তোমার প্রেমে পড়ে পড়ে যাই ।
চলো না প্রেমের তরীতে বৈঠা বেয়ে
দূরে কোথাও হারাতে চাই।
রোমান্টিক কবিতা

লক্ষ্যে পৌছাতে বা কাঙ্খিত চাকুরী পেতে যা যা করবেন

রোমান্টিক কবিতা

আমাদের ফেসবুক পেজ নববহ্নিএ লাইক দিন ও যুক্ত হয়ে যান আমাদের সাথে
রোমান্টিক কবিতা
ভালোবাসা ভালোবাসার ছন্দ, ভালোবাসার স্ট্যাটাস, ভালোবাসার গল্প ,
ভালোবাসার পিকচার, ভালোবাসার উক্তি ,
ভালোবাসার কবিতা, ভালোবাসার ছন্দ কষ্টের ,
ভালোবাসার ছনদো শপথ ,ভালোবাসার সিরিয়াল আজকের পর্ব, পিকচার ভালোবাসার

Check Also

বাংলা কবিতা কবিতা আবৃত্তি

বাংলা কবিতা “নদীর পাড়ের হাট” কবিতা আবৃত্তি

বাংলা কবিতা ও কবিতা আবৃত্তি বাংলা কবিতা নদীর পাড়ের হাট ———আতিক ইয়াসির সিয়াম ধুধু বালির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *