ভালোবাসার গল্প

Table of Contents

ভালোবাসার গল্প

সকাল ৮টা বেজে ৩০ মিনিট
পরাণ গভীর ঘুমে আচছন্ন । তার ফোন বেজে চলছে । সকালে ঘুম থেকে উঠুক বা না উঠুক । ঘুমানোর আগে ফোনে এলার্ম দিবেই সে । বালিশের পাশ থেকে ফোন হাতে নিয়ে না দেখেই কেটে দিচ্ছে সে ।

সময় দশটা পনেরো । এবার তাকে উঠতেই হবে ভার্সিটিতে ক্লাস আছে বলে । নিয়ম অনুযায়ী প্রকৃতিতে আর ঘড়ির কাটা ৬-৭ টার দিকে সকাল হলেও পরাণের সকাল হয় ১০-১২ টার দিকে ।

ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে স্ক্রীণে চোখ বুলাতেই ৯ টা মিস কল । সদ্য ক্যাম্পাসে আসা নতুন বালিকার নম্বর থেকে ৫ টা মিস কল । সে এলার্ম ভেবে কেটে দিয়েছে । সেই সুন্দরী জুনিয়র এর নম্বরে কল ব্যাক করলো তবে ওপার থেকে রিসিভ করে নাই ।

ভালোবাসার গল্প

পরাণ সেজে গুজে রওনা হলো ক্লাসে । আজকে তাকে আগের থেকে গোছালো ও সুন্দর দেখাচ্ছে । ক্লাসে থাকা অবস্থায় ফোন ভাইব্রেট করতেছিলো তার । ক্লাসে লুকিয়ে ফোন বের করে দেখে সেই জুনিয়র মেয়ের ফোন । ক্লাসে স্যার থাকায় রিসিভ করার সাহস কুলাচ্ছে না তার । একটা মেসেজ দিয়ে রাখলো পরে কল দিচ্ছি ।

ক্লাস শেষ এ সেই মেয়ের নম্বরে ফোন । ফোন রিসিভ করেই সালাম ,
ভাইয়া , আসসালামু আলাইকুম ।

পরাণ ; জ্বি , ওয়য়ালাইকুম আসসালাম । কে বলছেন ?
; ভাইয়া , আমি প্রীতি । ক্যাম্পাসে গিয়ে কল দিয়েছিলাম ।
পরাণ ; ওহ । কই আছো ?
; ভাইয়া বাসায় আসলাম মাত্র ।
পরাণ ; কোনো সমস্যা হয়নি তো ?
; না ভাইয়া ।
পরাণ ; আমি দুঃখিত ফোনটা ধরতে পারি নাই । কাল আসলে কল দিও । ওকে ।

পরে সালাম বিনিময়ে দুজনার কথপোকথন শেষ হলো ।

ভালোবাসার গল্প

পরের দিনও একই ঘটনার পুনরাবৃত্তি হলো । পরানের মাথায় মেয়েটা ঘুরপাক খাচ্ছে । এর আগেও তার জীবনে নারী প্রেম এসেছিল । তবে সেগুলো ছিল এক তরফা । পরাণের প্রতি মেয়েটার আগ্রহ দেখে সে ভাবছে এবার দুই দুই এক হবে হয়তো ।
কিছুদিন পর পরাণ সংকল্প বদ্ব যেভাবেই হোক দেখা করতেই হবে ।

রবিবার ,
মেয়েটার চিন্তা পরাণকে পাগল করে দিচ্ছে । আজ সে একদম প্রস্তুত প্রীতির সাথে দেখা করার জন্য । গত রাতে ফেসবুক মেসেঞ্জারে বলেছিলো মেয়ে যেনো ক্যাম্পাসে গিয়ে কল দেয় । পরাণ সকাল সকাল ক্যাম্পাসে গিয়ে নিজেই ফোন করে প্রীতিকে ।

প্রীতির সাথে তার সাময়িক দেখা

আরোও পড়ুনঃ

রোমান্টিক কবিতা , প্রেমের কবিতা ও ভালোবাসা কবিতা

ভালোবাসার গল্প

আমাদের সাথে যুক্ত হতে লাইক দিন আমাদের ফেসবুক পেজ নববহ্নি

Check Also

বৃষ্টি নিয়ে কবিতা

বৃষ্টি নিয়ে কবিতা। জীবন নিয়ে কবিতা

বৃষ্টি নিয়ে কবিতা ০১ কবিতা লিখেছেন: আতিক সিয়াম একটু বৃষ্টির প্রার্থনায় তপ্ত দুপুর ঘামে ভেজা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *