প্রকৃতি নিয়ে ক্যাপশন। প্রকৃতি নিয়ে উক্তি

Table of Contents

প্রকৃতি নিয়ে ক্যাপশন

আপনি যখন কোনো ছবি বা স্টাটাস দিতে সোস্যাল মিডিয়ার স্বরণাপন্ন হোন । আপনার ছবি আপলোড দেয়ার পরপরই মাথায় আসে কি লেখা যায় । কোন লেখাটি আপনার আপলোডকৃত ছবিটিকে অন্যন্য মাত্রা এনে দিবে । সেই লেখাটিই ক্যাপশন ।

ক্যাপশন একটি ইংরেজি শব্দ যার বাংলা হলো শিরোনামা বা শিরোলিপি । যার মাধ্যমে অনেক বড় একটি বিষয় কে সংক্ষিপ্ত শব্দে ও সহজভাবে বুঝায় ।
ক্ষেত্রে বিশেষ এ ক্যাপশন ভিন্ন ভিন্ন বিষয় বুঝায় বা প্রকাশ করে । ক্যাপশন যেকোনো অনুভূতিকেও সহজ ভাবে বুঝায় ।
রোমান্টিক কবিতা;রোমান্টিক প্রেমের কবিতা ভালোবাসা আবেগের ছন্দ ও কবিতা
২১ শে ফেব্রুয়ারি কবিতা;একুশে ফেব্রুয়ারি কবিতা;বাংলা কবিতা
রোমান্টিক স্ট্যাটাস;ভালোবাসার উক্তি;bangla romantic status
বিরহের কবিতা ও কষ্টের কবিতা ভালোবাসার কবিতা

প্রকৃতি নিয়ে ক্যাপশন

আসুন দেখে আসি প্রকৃতি নিয়ে ক্যাপশন ।

১) প্রকৃতি আমার মনের দুঃখ বোঝে । তাইতো আমার মনের রঙ্গে সে সাজে ।
২) প্রকৃতি কাছে হারিয়ে যেতে নেই মানা ।
৩) বারবার হারিয়ে যাই প্রকৃতিতে , ফিরে আসি প্রকৃতির কাছে , প্রকৃতির টানে ।
৪) তুমি যাহা চাও , প্রকৃতির কাছে চাও , প্রকৃতি কি দিবে তোমায় সে নিজেই তার স্রষ্টার মুখাপেক্ষী ।
৫) প্রকৃতিকে ভালোবাসতে শিখো , প্রকৃতি তোমায় ভালোবাসার দিবে ভালোভাবে বেচে থাকতে ।

প্রকৃতি নিয়ে ক্যাপশন
প্রকৃতি নিয়ে ক্যাপশন

৬) প্রকৃতির সাথে বৈরিতা নয় , বৈরি প্রকৃতি বড়ই ভয়ংকর ।
৭) বাহারী এই প্রকৃতির বাহারী এই রঙ ,
বৈচিত্রের খেলায় প্রকৃতি সাজে সং ।
৮) সকালে সূর্‍্যোদয় আর প্রকৃতির কোমল সিগ্ধতা যেনো আপন করে কাছে পেতে চায় ।
৯) সন্ধ্যার সূর্যাস্ত যেনো সকল মায়াকে অভিকেন্দ্রে নিয়ে যায় ।
১০) রাতের প্রকৃতি বড়ই আবেগি করে দেয় । একা একা রাতের প্রকৃতি নিজেকে অসহায় করে তোলে , নিয়ে যায় অপমৃত্যুর দ্বারে ।

প্রকৃতি নিয়ে ক্যাপশন

নদী

১) জীবন যেনো বয়ে চলা এক নদী ।
২) নদী আমার মনের দুঃখ বোঝে । তাইতো নদীর কাছে শুধাই সকল কথা ।
৩) নদীর পারের বাসা আমার ভাঙ্গে গড়ে বারেবারে তবুও জাগে মনে শত আশা ।
৪) নদীর উপর চর পড়েছে গড়েছি আবার ভাঙ্গা ঘর ।
ভালোবাসা সব শুকিয়ে গেছে , বন্ধু আছে তেপান্তর ।

প্রকৃতি নিয়ে ক্যাপশন
প্রকৃতি নিয়ে ক্যাপশন
৫) নদীর জল শুকিয়ে গেছে , কান্না করবে কিসে?
মরা নদীর দুঃখ সব , বালিতে গেছে মিশে ।
৬) নদী বড়ই জীবনময় , জীবনের সাথে মিশে চলে ।
নদীর কাছে শুধাই যাহা , তাহাই নদী বলে ।
৭) নদীর সাথে আমার মিলোন যেনো আমার প্রিয়তমার কাছে সহস্র চুম্মন ।
প্রকৃতি নিয়ে ক্যাপশন
নদী নিয়ে ক্যাপশন
ক্যাপশন
নববহ্নি

Check Also

বৃষ্টি নিয়ে কবিতা

বৃষ্টি নিয়ে কবিতা। জীবন নিয়ে কবিতা

বৃষ্টি নিয়ে কবিতা ০১ কবিতা লিখেছেন: আতিক সিয়াম একটু বৃষ্টির প্রার্থনায় তপ্ত দুপুর ঘামে ভেজা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *