চাকরির খবর ; চাকুরী পেতে যা যা করবেন ও চাকুরীর আবেদন পত্র ; job bd

Table of Contents

চাকরির খবর

বর্তমান বিশ্বে চাকরি এক সোনার হরিণের নাম। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে আপনাকে করতে হবে কঠিন সাধনা। যোগ্য প্রার্থীর তুলনায় চাকরী অনেক কম। সেই লক্ষ্যে আগাতে গেলে আপনার জীবনে আনতে হবে; কিছু পরিবর্তন নিতে হবে কিছু পদক্ষেপ। চলুন জেনে আসা যাক চাকুরী পেতে যা যা করতে হবে

চাকরির খবর

নিজেকে জানাঃ

নিজেকে আপনি যত ভাল জানতে পারবেন ততই জীবনে সফল হতে পারবেন। কারণ আপনি কি চান, নিজের জীবনকে কোন পথে পরিচালিত করতে চান তা আপনিই ভাল জানেন। সে জন্য আপনার চাওয়া পাওয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে আপনাকে সামনে আগাতে হবে। নিজের দূর্বল দিক গুলো খুজে বাহির করুন ; ও সেগুলো সমাদানের চেষ্টা করুন।

খাপ খাওয়ানোর উপযোগীঃ

প্রতিনিয়ত বিশ্ব পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাওয়ানোর মানসিকতা থাকতে হবে। সব বিষয়ে জানার আগ্রহথাকা জরুরী। একজন অতি দক্ষ কর্মীর চাইতে চাকুরীদাতারা নমনীয় ও বিভিন্ন পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারা ; কর্মীকে প্রাধান্য দেন বেশি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারঃ

সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকুরী সম্পর্কিত বিভিন্ন পাতা দেওয়া থাকে। তাছাড়া অনলাইন সংবাদপত্রেও বিভিন্ন কলাম লেখা থাকে। চাকুরী প্রত্যাশীদের জন্য লিংকডইন হলো সবচেয়ে পেশাদার মাধ্যম। এ ধরণের মাধ্যম গুলোতে চাকুরী সম্পর্কিত; বিভিন্ন প্রবন্ধ দেওয়া থাকে। যা আপনাকে বৈশ্বিক বাজার ও নেটওয়ার্কিং বাড়াতে সহায়তা করবে।

চাকুরী পেতে যা যা করবেন

চাকরির খবর ; চাকরী বাজার সম্পর্কে জ্ঞান রাখাঃ

পড়াশোনার পাশাপাশি চাকরির বাজার সম্পর্কে ধারণা রাখতে হবে। বিশ্ব অঙ্গনে কি কি নতুন চ্যালেঞ্জ আসছে তা সম্পর্কে অবগত থাকতে হবে । কোন কোন নতুন দক্ষতা বর্তমান সময়ে প্রয়োজন তা জানা থাকতে হবে।

জীবনবৃত্তান্ত তৈরীঃ

সিভিই হল আপনার পারিচয় প্রথম কোন কম্পানিতে যাওয়ার ক্ষেত্রে। সেজন্য আপনার লক্ষ্য রাখতে হবে সিভি যেন আকর্ষনীয় হয়। আর সঠিকভাবে সিভি উপস্থাপন করা জরুরী। সিভি দীর্ঘ না হওয়ায় ভাল। অল্প কথায় সহজ ও সাবলীল ভাষায় আপনি আপনার পরিচয় ; সিভিতে ফুটিয়ে তুলতে পারছেন কিনা সেদিকে খেয়াল রাখুন।

প্রতিষ্ঠান সম্পর্কে ধারণাঃ

যে প্রতিষ্ঠানে আবেদন করছেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আপনাকে সেখানে কি কি দ্বায়িত্ব পালন করতে হবে তা সম্পর্কে অবগত হবেন আগে। এতে আপনার সেই প্রতিষ্ঠানে চাকুরী কিছুটা সহজ হবে।

আরো পড়তে পারেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা আমাদের জন্য নিরাপদ নয়,শংকার
job bd

চাকুরীর আবেদন পত্র ; কভার লেটার তৈরিঃ

সিভির সাথে কভার লেটার থাকা জরুরী। কভার লেটারে আপনি আপনার অভিজ্ঞতা ও সে সম্পর্কে কাজের ধরণ সংক্ষিপ্ত আকারে তুলে ধরবেন। আপনার কভার লেটার যত আকর্ষনীয় হবে তত আপনার সম্পর্কে চাকুরীদাতাদের আগ্রহ তৈরী হবে।

হাল না ছাড়াঃ

সফলতা ও ব্যর্থতার মধ্যেই জীবন অতিবাহিত হয়। বর্তমান চাকুরীর বাজারে আপনি হয়ত প্রথম আবেদনেই চাকুরী নাও পেতে পারেন। তাই কোনভাবেই হতাশ হওয়া যাবে না। প্রত্যেক ব্যর্থতার মধ্যেও আপনি অনেক কিছু শিখতে পারবেন। তাই সেই শিক্ষাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে। একদিন সফলতা আপনার হাতে ধরা দেবেই।

প্রস্তুতি গ্রহণঃ

চাকুরীর জন্য আপনাকে পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করতে হবে। কোন পরীক্ষায় কি ধরণের প্রস্তুতি প্রয়োজন আপনাকে তা জেনে সেই অনুযায়ী আগাতে হবে।

সর্বশেষ নিজের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে চেষ্ঠা চালিয়ে যেতে হবে। বর্তমান সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। তাহলে হয়ত খুব সহজেই আপনি আপনার লক্ষ্যে পৌছাতে পারবেন।

আরও পড়তে পারেনঃ job bd

১) পথ পথিকের সৃষ্টি করে না ; ভাবসম্প্রসারণ(২টি)

২) বাংলা রচনা; গুরুত্বপূর্ণ কিছু বাংলা রচনা সমগ্র

৩) মোনাকো ধনীদের বস্তি

৪) অটোমান সাম্রাজ্য: যেভাবে ক্ষুদ্র এক গোত্র থেকে উত্থান এ সাম্রাজ্র্যের

আমাদের সাথে যুক্ত হতে লাইক দিন নববহ্নি

চাকরির খবর,
চাকুরীর খবর ,
চাকুরীর আবেদন পত্র ,
চাকুরীজীবী ,
চাকুরীজীবি ,
চাকুরী বিজ্ঞপ্তি ,
job bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *