সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ; বিভিন্ন চাকুরীর পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

সাধারণ জ্ঞানঃ

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ০১

১) বাংলাদেশ সরকারের নাম কি?
– গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ।

২) বাংলাদেশের জাতীয় প্রতীক কি ?
– উভয়পাশে ধানের শীষ বেষ্ঠিত পানিতে ভাসমান শাপলা ফুল । তার মাথার দিকে পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে মোট চারটি তারকা ।

৩) মুজিবনগর এ স্বাধীনতা ঘোষনা করা হয় কবে ?
– ১০ এপ্রিল ১০৭১

৪) স্বাধীন বাংলাদেশ এর প্রথম সরকার গঠিত হয় কত তারিখে ?
– ১০ এপ্রিল, ১৯৭১ সালে ।

৫) বাংলাদেশের স্বাধীনতা ঘোষনাপত্র কার্‍্যকর হয় কত তারিখে ?
– ১০ এপ্রিল ১৯৭১ সালে ।

৬) বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা পত্র পাঠ করা হয় কোথায় ?
– মুজিবনগর হতে ।

৭) বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা পত্র পাঠ করেন কে ?
– অধ্যাপক ইউসুফ আলী ।

৮) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে কব এ?
– ১৭ এপ্রিল ১৯৭১ ।

৯) স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন ?
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

১০) বাংলাদেশ অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
– তাজউদ্দীন আহমেদ ।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

১১) বাংলাদেশের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন ?
– জনাব তাজউদ্দীন আহমেদ ।

১২) মুজিবনগর সরকারের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন ?
– ক্যাপ্টেন মনসুর আলী ।

১৩) বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্র মন্ত্রী কে ছিলেন ?
– খন্দকার মুশতাক আহমেদ ।

১৪) মুজিবনগর দিবস কবে ?
– ১৭ই এপ্রিল

১৫) মুজিবনগর কোথায় অবস্থিত ?
– মেহেরপুরে ।

১৬) বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি ?
– মুজিবনগর ।

১৭) প্রবাসী সরকার সচিবালয়ের মুখ্য সচিব কে ছিলেন ?
– রুহুল কুদ্দুস ।

১৮) প্রবাসী মুজিবনগর সরকারের কার্যালয় কোথায় ছিলো ?
– কলকাতার ৮ নং থিয়েটারে ।

১৯) বর্তমান মুজিবনগর সরকারের পূর্বনাম কি ছিলো ?
– ভবের পাড়া ।

২০) বাংলাদেশের প্রথম শত্রু মুক্ত জেলা কোনটি ?
– যশোর । ( ৬ ডিসেম্বর )

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
ধাঁধা উত্তর সহ পড়ুন মজার মজার সব ধাধা;ধাঁধা উত্তর সহ ছবি

২১) কর্ণেল এম,এম,জি ওসমানীর নেতৃত্বে মুক্তিফৌজ গঠন করা হয় কবে ও কোথায় ?
– ৪ এপ্রিল ১৯৭১ সালে , হবিগঞ্জের তেলিয়া পাড়া চা বাগানে ।

২২) ১৯৭১ সালে প্রথম কোন কূটনীতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করে ?
– এম হোসেন আলী ।

২৩) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে চরম পত্র পাঠ করতেন কে ?
-এম,আর আখতার মুকুল ।

২৪) মুক্তিযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ মিশন গঠিত হয় কবে ?
– ৪ আগষ্ট , ১৯৭১ সালে ।

২৫) বাংলাদেশ-ভারত যোথবাহিনী (মিত্রবাহিনী) গঠিত হয় কবে ?
– ২১ নভেম্বর , ১৯৭১ সালে ।

২৬) বাংলাদেশ সরকার কর্তৃক মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করা হয় কবে ?
– ১৫ ডিসেম্বর , ১৯৭৩ সালে ।

২৭) বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বমোট কতজন বীরত্ব সূচক খেতাব লাভ করেন ?
– ৬৭৬ জন ।
– বীরশ্রেষ্ঠঃ ৭ জন, বীর উত্তমঃ ৬৮ জন , বীর বিক্রমঃ ১৭৫ জন , বীর প্রতীকঃ ৪২৬ জন ।

২৮) বীর প্রতিক খেতাব প্রাপ্ত বিদেশী ব্যক্তি ?
– একজন । ডাব্লিউ এস ওয়ারল্যান্ড ( অস্ট্রেলিয়ান ) ।

২৯) মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য কোন সাহিত্যিক ‘বীর প্রতীক’ খেতাব পান ?
– আবদুস সাত্তার ।

৩০) বাংলাদেশ সংবিধান কোন তারিখে গণ পরিষদে গৃহীত হয় ?
– ৪ নভেম্বর, ১৯৭২ ।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

৩১) বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ?
– বেগম রাজিয়া বানু ।

৩২) কত তারিখে বাংলাদেশ সংবিধান প্রবর্তিত বা কার্যকর হয় ?
– ১৬ ডিসেম্বর, ১৯৭২ ।

৩৩) বাংলাদেশের সংবিধান কত তারিখে সর্বপ্রথম গণ পরিষদে উত্থাপিত হয় ?
– ১২ অক্টোবর, ১৯৭২ ।

৩৪) বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে ?
– শেখ মুজিবুর রহমান ।

৩৫) বাংলাদেশ সংবিধানের অভিভাবক বলা হয় কাকে ?
– সুপ্রিম কোর্ট ।

৩৬) বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য সংখ্যা কত জন ?
– ৩৪ জন ।

৩৭) সংবিধানের মূলনীতি কয়টি?
– চারটি ।

৩৮) বাংলাদেশ খসড়া প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
– ড, কামাল হোসেইন ।

৩৯) বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে ?
– আব্দুর রউফ ।

৪০) বাংলাদেশ সংবিধানের কয়টি ভাগ বা অধ্যায় ?
– এগারো টি ।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
আরও পড়ুনঃ বঙ্গবন্ধুর জীবনী সাধারণ জ্ঞান;বঙ্গবন্ধু রচনা;সাধারণ জ্ঞানpdf

৪১) বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত ?
– ২টি । ( বাংলা , ইংরেজি )

৪২) বাংলাদেশ সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কয়টি ?
– ১০ টি ।

৪৩) বাংলাদেশ সংবিধান কি জাতীয় ?
– দুষ্পরিবর্তনীয় ।

৪৪) বাংলাদেশের সাংবিধানিক নামের ইংরেজি পাঠ কি ?
– The People’s Republic of Bangladesh .

৪৫) বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ এ ?
– ৬(২) ।

৪৬) ‘শিক্ষার অধিকার’ নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ এ ?
– ১৭ নং অনুচ্ছেদ এ ।

৪৭) সংবিধানের কোন অনুচ্ছেদ টি তুলে দেয়া হয়েছে ?
– ১২ নং অনুচ্ছেদ ।

৪৮) বাংলাদেশ সংবিধানে কয়টি মৌলিক অধিকার রক্ষিত আছে ?
– সাতটি ।

৪৯) জীবন ও ব্যাক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে কত নং অনুচ্ছেদে ?
– ৩২ নং অনুচ্ছেদে ।

৫০) মৌলিক অধিকার লঙ্ঘন হলে সংবিধানের কোন ধারায় মামলার ক্ষমতা দেয়া হয়েছে ?
– ধারা ৪৪ এ ।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

আমাদের সাথে থাকতে লাইক দিন আমাদের ফেসবুক পেজ নব বহ্নি

GK 2022 ,
General knowledge,
সাধারণ জ্ঞান,
ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ,
বঙ্গবন্ধুর জীবনী সাধারণ জ্ঞান ,
সাধারণ জ্ঞান pdf ,
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ pdf ,
সাধারণ জ্ঞান mcq pdf
সাধারণ জ্ঞান ২০২২
সাধারণ জ্ঞান pdf download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *