বঙ্গবন্ধুর কবিতা। ১৫ আগস্ট নিয়ে কবিতা

Table of Contents

বঙ্গবন্ধুর কবিতা

বঙ্গবন্ধুকে নিয়ে ছোট কবিতা

কবিতা লিখেছেন: আতিক সিয়াম

কবিতার নাম: বাংলার শ্রেষ্ট সন্তান

বঙ্গবন্ধু ও বাংলাদেশ রচনা; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা
মুজিব বাংলার শ্রেষ্ট সন্তান
টুঙ্গিপাড়ায় জন্ম ।
যার জন্য এই বাংলার মাটি
হয়েছে আজ ধন্য ।

নেতা নয়কো
মহান নেতা
এই বাংলার
জাতির পিতা ।

বাঙ্গালীদের জাগায় সাহস ,
জাগায় মনে শক্তি ।
মুজিব তুমি জাতির পিতা
রইলো শ্রদ্ধা ভক্তি ।

APPLE IPHONE 14 PRO MAX

২১ আগস্ট/ফেব্রুয়ারি নিয়ে কবিতা

প্রকৃতি নিয়ে ক্যাপশন। প্রকৃতি নিয়ে উক্তি
মানুষ কবিতা বাংলা কবিতা
জীবনের বাস্তবতা নিয়ে কিছু কথা – Reality
বিরহের কবিতা ও কষ্টের কবিতা ভালোবাসার কবিতা
রোমান্টিক কবিতা;রোমান্টিক প্রেমের কবিতা ভালোবাসা আবেগের ছন্দ ও কবিতা
রোমান্টিক স্ট্যাটাস;ভালোবাসার উক্তি;bangla romantic status

বঙ্গবন্ধুর কবিতা

১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা
১৫ আগস্ট সম্পর্কে কবিতা
১৫ আগস্ট নিয়ে কবিতা

কবিতার নাম: কালো’ রাত

কালো রাত
ভীষণ কা’লো রাত
একটি দেশের ইতিহাসে
এক আধার ঘন কা’লো রাত ।

থমকে গিয়েছিলো
একটি দেশ ।
অভিভাবক হীন করেছে ,
করেছে নিঃশেষ ।

সে রাতের পর
কবির কলমের কালি ফুরিয়েছিলো ।
কবিতার লাইন গুলো
হয়ে আছে অসমাপ্ত ।

একটি জাতিকে
করা হয়েছে পিতৃহীন ।

সে রাতের পর ,
মানুষ মানুষ চিনতে পারে নাহ ।
জাতির স্বপ্ন
ভেঙ্গে যায় সে রাতে ।
জাতি হারিয়েছে তার চোখ ।
যে চোখে ছিলো
একটি সোনার বাংলা স্বপ্ন ।

সে রাতে
১৮টি গু’লি একটি দেহে বিদ্ধ হয়নি ।
বিদ্ধ হয়েছে
একটি জাতির বুকে ।

সে রাতের পর
ঘুমিয়ে গেছে একটি জাতি ।
কেউ আর জাগিয়ে তুলে নি
তারপর ।

সে জাতি পেলো না
তার স্বপ্ন দ্রষ্টাকে
স্বপ্নের সোনার বাংলা দেখাতে ।
সে জাতি হারালো
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালীকে ।
হারালো তার জন্মদাতাকে ।

সে হারানোর রাত
১৫ আগষ্টের রাত ।
দেশ গড়ার কারিগর
গায়ে র’ক্ত মেখে
নিলো চির বিদায় ।

হারিয়ে যাবে না সে কভূ
হৃদজয়ী সে কারিগর ।
বেচে রবে ততদিন ,
যত দিন এই বাংলা আছে ,
যতদিন এই আকাশ বাতাস
বাংলার আছে ।
যতদিন বাঙ্গালী নামের একটি জাতি আসে ।
মুজিব একটি জাতিতে একবারেই আসে

বঙ্গবন্ধুর কবিতা

বঙ্গবন্ধুর কবিতা
বঙ্গবন্ধুর কবিতা

বঙ্গবন্ধুর কবিতা

স্বাধীন বাংলাদেশ নিয়ে কবিতা

কবিতার নাম: স্বাধীন বাংলাদেশ

স্বাধীন বাংলাদেশ নিয়ে কবিতা

সে এক কালো শো’ষণের দিন
শকুনেরা’ একটি দেহ ছিড়ে খাবে বলে
ষড়যন্ত্র’ আটে ।

দেহে ছড়িয়ে দিতে চায়
বিষা’ক্ত রস ।
দেহ পেতে চায় নিজের করে ।
নিলাম ডেকেছে পূর্ব পাড়ার হাটে ।

দেহে থাকা কোষ গুলো
মৃত’ প্রায় আর আতঙ্কে থাকে ।
শকু’নের ছায়া পড়লো
খেয়ে দিতে চায় মুখ মন্ডল টাকে ।
গলায় বি’ষ ঢুকিয়ে
কন্ঠ খেতে আটে ফন্দি ।
উত্তপ্ত কোষ ও র’ক্ত কোষের তেজে
কন্ঠ খেতে ব্যর্থ হয় ।
তাই হৃদপিন্ডকে করেছে বন্দি ।

দেহে তখন হৃদপিন্ডের বড় প্রয়োজন
কোষ গুলো উত্তপ্ত হয়ে উঠে ।
হৃদপিড তখন মুক্ত হয় ,
তবে হৃদপিন্ড তখনও শান্ত নয় ।
শকু’ন দেহের উপর ছোবল মেরে
নিতে চায় সব লুটে ।

শকুন সর্বত্র ব্য’র্থ হয়ে
দেহের প্রতিনিধি চায় ।
চায় নিজে দেহে প্রতিনিধিত্ব করে
যেনো সব চুষে শুষে খায় ।

সেখানেও ব্য’র্থ হয় শকুনেরা
শকুন তখন দিশেহারা ।
জোর করে হামলে পড়ে
দেহের উপর তারা ।

হৃদপিন্ড দেহকে বাঁচাতে
কোষগুলোকে স্বাধীনতার স্বপ্ন দেখায় ।
কোষ গুলোকে জাগায় শক্তি ,
তাদের সংগ্রামী হয়ে বাঁচতে শেখায় ।

বাংলাদেশ নিয়ে কবিতা
হৃদপিন্ড আবারও বন্দি হয়
হায়ে’না শকুনের হাতে ।
তার দেখানো স্বপ্ন মিশে থাকে
কোষ গুলোর সাথে ।
যতই ঝড় আসে
কেউ পিছু হাটেনি তাতে ।

শুকুনেরা হাঁপিয়ে যায় ,
পরাজয় দেখে তারা ,
দেহের মগজ খেতে চায় ।
তারপরও ব্যর্থ হয়ে
ফিরে যায় ।

একটি দেহ স্বাধীন হয় ।
হৃদপিন্ডর নেতৃত্বে জন্ম নেয়
একগুচ্ছ স্বাধীন কোষকলা ।
সে কোষ কলা একটি জাতি
যার নাম বাঙ্গালী ।
আর সে দেহ একটি
স্বাধীন দেশ ।
বাংলাদেশ ।

স্বাধীন বাংলাদেশ নিয়ে কবিতা

নববহ্নি

কবিতা লিখেছেন: আতিক সিয়াম
বঙ্গবন্ধুকে নিয়ে ছোট কবিতা

বঙ্গবন্ধুর কবিতা

READ MORE: মোবাইল ফোনের দাম 2022 বাংলাদেশ স্যামসাং ফোনের দাম
ফজরের নামাজ কয় রাকাত ও পড়ার নিয়ম

Read our English content here

water pollution paragraph 150 200 300 350 word For SSC/HSC
load shedding paragraph For class 1,2,3,4,5,6,7,8,9
paragraph environment pollution For all students
paragraph traffic jam 2022 for Class PSC/JSC/SSC/HSC
বঙ্গবন্ধুর কবিতা

Check Also

বৃষ্টি নিয়ে কবিতা

বৃষ্টি নিয়ে কবিতা। জীবন নিয়ে কবিতা

বৃষ্টি নিয়ে কবিতা ০১ কবিতা লিখেছেন: আতিক সিয়াম একটু বৃষ্টির প্রার্থনায় তপ্ত দুপুর ঘামে ভেজা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *